![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“২০১২ সালে বাঙালি-বাংলাদেশী ২২ বছর বয়সী নাফিস নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।”
আদালতে তার অপরাধ প্রমাণিত হয়, এবং নাফিসের ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। স্বাভাবিক বিচার প্রক্রিয়ায় যা হওয়ার কথা হয়েছিল।
“এত খারাপ” আমেরকিার কোনো লোক এজন্য রাস্তায় নেমেছিল শোনা যায় না। রাষ্ট্র আমেরিকা নাফিস বাংলাদেশী বলে বাংলাদেশ জ্বালিয়ে দেয়নি, যদিও বাংলাদেশ জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমেরিকার আছে।
২০১৭ সালে অন্তত দুজন ভারতীয় নাগরিককে বর্ণবাদী স্লোগান দিয়ে আমেরিকায় গুলি করে হত্যা করে কোনো এক নেটিভ আমেরিকান। প্রেক্ষিতে ভারতে কোনো আমেরিকানকে হত্যার ঘটনা ঘটেনি।
২০১৪ সালে ভারতে এসে পোল্যান্ডের এক নারী ভ্রমণকারী ধ্ষণের শিকার হয়। প্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সকল ভারতীয় নারীকে ধর্ষণ করা হয়নি।
অর্থাৎ আধুনিক সভ্যতার দাবী হচ্ছে, ব্যক্তির অপরাধের জন্য কোনো গোষ্ঠী এমনকি পরিবারকেও দায়ী করা যায় না। একজন পূর্ণবয়স্ক মানুষের কৃতকর্মের দায় শুধুমাত্রই তার।
রীতিমত ধর্মীয় প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়া মত ঘটনা পৃথিবীতে বিরল নয়, পাকিস্তানে প্রায়ই মসজিদে বোমা হামলা হয়। ইউরোপে গীর্জায় হামলা হয়। পাল্টাপাল্টি হামলাও হয়। সেই তুলনায় ফেসবুকের স্টাটাস কোনোভাবেই খুব বড় কোনো বিষয় হতে পারে না।
তারপরেও কারও হৃদয় ক্ষতবিক্ষত হলে সে তো আদালতে মামলা করতে পারে। এবং আদালত এক্ষেত্রে বেশ কঠোর। আইনও আছে।
সেটি না করে, বা সেটি করার পরও ব্যক্তির ‘অপরাধ’ গোষ্ঠীগতভাবে আমলে নিয়ে গ্রাম ধরে জ্বালিয়ে দেওয়া আদীমতার দিকে ফিরে যাওয়ার শামীল। এটা গোটা দেশের জন্য ভয়ঙ্কর, শুধু কোনো সম্প্রদায়ের জন্য অবশ্যই নয়।
হিন্দুরা এদেশে এক ধরনের বাফার হিসেবে কাজ করে। এই দেড় বা দুই কোটি হিন্দু জনগোষ্ঠী না থাকলে বাংলাদেশের অবস্থা ভৌগলিক কারণে পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর হতে পারে।
বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদমূলক পোস্ট দিয়ে অভ্যস্ত তারা যদি এ ধরনের বিষয় এড়িয়ে যায় তাতে বিশেষভাবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট ‘কারণ’ আছে।
২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটা কথা বলি ভাই?
আমি শাহ জালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে আমার সবচেয়ে কাছে ৫ বন্ধুর মাঝে ২ জন হিন্দু ছিলো যারা এখন দেশের বিভিন্ন কোম্পানীতে উচ্চ পদে রয়েছে। তাদের সাথে সদ্ভাব আছে যাদের তারা সবাই মুসলমান।
তারা যে অন্য ধর্মের কখনো মনে হয়নি। আমরা একসাথে উঠা-চলা করতাম। আমাদের এক্টাই পরিচয় ছিলো তা হচ্ছে, আমরা বাঙ্গালী।
এরকম অন্যান্ত ডিপার্টমেন্টেও দেখতাম একই অবস্থা।
তাই এটাকে সম্প্রদায়গত ভাবে না দেখে পুরো জাতির একজন হিসেবে দেখার আহবান রইলো।
ধন্যবাদ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘটনাটা দুঃখজনক। তবে এত সরলীকরণ নাও হতে পারে। গ্রামের ঘটনা আরো বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করতে হবে। পরে হয়তো বের হবে কোন হিন্দু বা আওয়ামীলীগের লোকরাই উসকে দিয়েছিল...
৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০২
জাহিদ হাসান বলেছেন: কিছু হলেই বাছ-বিচার ছাড়াই আগে হিন্দুদের পিটা
আমি বাঙ্গালী মুসলমানদের এই নীতিকে ঘৃণা করি।
আল্লাহ ধর্ম নিয়ে বাড়াবাড়িকারীকে ও জালিমকে পছন্দ করেন না।
যারা মানুষের উপরে অত্যাচার করে তারা অচিরেই ধ্বংস হয়ে যায়।
৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৪
কালীদাস বলেছেন:
"দড়ি দেখে সাপ সাপ বলে চিৎকার করা জ্ঞানীর লক্ষণ না।"
- রাজা লক্ষণ সেন।
৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩২
প্রামানিক বলেছেন: ফেসবুকের ধুয়া তুলে এরকম সর্বনাশ করা মানব সভ্যতার কাজ নয়।
৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫১
কলাবাগান১ বলেছেন: শুভাসীস রায় একজন হিন্দু....
৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৩ নং কমেন্টে ব্লগার ব্লেছেনঃ পরে হয়তো বের হবে কোন হিন্দু বা আওয়ামীলীগের লোকরাই উসকে দিয়েছিল...
আর কতকাল আপনারা অন্য ধর্মের মানুষদের উপর এহেন দোষ চাপিয়ে যাবেন?
৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই চাপাচ্ছি না। এর আগে এমন কিছু ঘটনা ঘটেছিল। যেমন - মন্দির ভাঙার সাথে আওয়ামী লীগের অনেকজন জড়িত ছিল বিভিন্ন জায়গায়। আমি অবশ্যই সমর্থন করি না ফেসবুকে ধর্ম অবমাননার জন্য তার ঘর পুড়ে ফেলতে হবে। আমি বলতে চাইছি এটাকে পুঁজি করে কেউ কিছু করেছে কিনা...@সত্যপথিক শাইয়্যান
১০| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে যারা ক্যাচাল করে- তারা নির্বোধ।
১১| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
৯নং কমেন্টে বলেছেন- আমি বলতে চাইছি এটাকে পুঁজি করে কেউ কিছু করেছে কিনা
এখানেই যত প্রব্লেম। সন্দেহ থেকেই মানুষের খারাপ কাজের সূচনা। সন্দেহ করা একটি রোগ।
ডঃ জাফর ইকবাল স্যারের একটি উক্তি আমি সব সময় মনে রাখার চেষ্টা ক্রিঃ
"আমি কাউকে সন্দেহ করি না।"
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধদের ও ইরান থেকে ইহুদী ও খৃষ্টানদের তাড়িয়ে দেয়ার মুল্য শোধ করছে রোহিংগারা; রোহিংগাদের প্রতি সেজন্য অন্যদের সহানুভুতি কম ছিলো এতদিন।