![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝতে পারছি
একটা জোর জবরদস্তি চলছে নিজের সাথে,
বুঝতে পারছি
প্রচণ্ড বিস্বাদ অভ্যেসে পরিণত হয়েছে।
শুনতে পাচ্ছি
একটা আহ্বান, প্রলম্বিত প্রস্তুতি কতক্ষণ আটকাতে পারে তা আর?
বুঝতে পারছি
সবই অহেতুক, নিভে যাবে সব, সূর্যটাও।
দেখতে পাচ্ছি
তোমাকে, একটা ছোট্ট দীর্ঘশ্বাসে!
ভালোবাসার নেশাটা কেটে যাবে এবার,
কিছু নেই পরে, কিছু নেই পুনর্বার।
আমার ভালো আমিই শুধু জানি,
কিছুই সঞ্চিত নেই কোনো সুদূরে,
প্রকৃতি মেপে রাখে না কোনো প্রাণ, ফুরিয়ে যায়,
সবই হারায়, বিশাল আকাশ, প্রতিবেশীর সংকীর্ণতা,
শত্রুর নিষ্ঠুরতা, তোমার অব্যক্ত ভালোবাসা, সবই।
আসলে আমার আর এসব ভালো লাগে না,
আসলে আমাকে আর এসবে মানাচ্ছে না,
মনে হয়, পৃথিবীর নেশা কেটে গেছে,
মনে হয়, নাটকের শেষাঙ্ক শেষে পর্দাটা নেমে গেছে।
প্রস্থান বলার পরও
তবু কেন অামি দাঁড়িয়ে আছি নির্নিমেষ!
দর্শক সব চলে গেছে, আলো নিভে গেছে,
এখানে অন্ধকার, শূন্য, মহাশূন্যের সমারোহ শুধু।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: অলস মস্তিষ্ক প্রেমের কারখানা।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: যদিও এই কবিতায় প্রেমের কিছু নেই, তবু ধন্যবাদ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
নজসু বলেছেন:
একদিন সব মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হবে।
২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২
নাহিদ০৯ বলেছেন: দারুন দারুন। এই কবিতা বানানো না, মনে হয় যেন নাজিল হয়েছে এই কবিতা!!