![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতটা খানা দিনাজপুরের আঞ্চলিক ভাষায় লেখা।
হামেরা দিনাজপুরিয়া
উত্তরবঙ্গের লোক মুই বসত দিনাজপুর
কাঞ্চন নদীর পাহাড়ত থাকি
ভাতোত মাছোত হামেরা আছি
আছি ফসলত ভরপুর।
বাহের জেলার লোক হামেরা মনটা হামার ভোলা ভালা
মফিজ কহেন হামাক
তোমহেরা অতি চালাক যায়
নামে ধামে জনপ্রিয় হামার দিনাজপুর
দিনাজপুরত আছে বাহে
সুগন্ধি কাঠারি ভোগ চাউল
লাল টসটস লিচু দেখিলে মনটা হয় বাউল।।
কান্তজীর মন্দির আছে
ঢেপা নদীর পাহাড়ত
দুনিয়া জোড়া নাম তার
প্রধান কারিগর ইরান দেশের
ডিজাইন করিছে
নিজের হাতোত।
উত্তর পাখে আছে বাহে
সবুজের আবাদ
ইতিহাসের পাতাত নেখা আছে হামার মসজিদ নয়াবাদ।
নেতা আছে তে ভাগার
দানেশ হাজী নাম
কবর আছে দিনাজপুর বড়মাঠত
পাইরলে একনা দেখিবা যান।
কি আর কহিমো হামার কাথা
রসে ভরপুর বাহে জেলা
হামার দিনাজপুর।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:১৪
দিনাজপুরিয়া বলেছেন: ধন্যবাদ। অবশ্যই শেয়ার করতে পারেন।
২| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! আপনার কবিতা পড়েতো দিনাজপুর যেতে মন চাইছে
আঞ্চলিক সাহিত্য চর্চাটা ধরে রাখা দরকার ! তাতে সাহিত্য সমৃদ্ধ হয়। ভাল লাগল আপনার কাব্য।
০২ রা মে, ২০১৬ সকাল ১১:২৩
দিনাজপুরিয়া বলেছেন: চলে আসিয়েন ।দাওয়াত থাকলে আম-কাঁঠাল আর লিচুর
৩| ০২ রা মে, ২০১৬ সকাল ১১:৩২
আরাফআহনাফ বলেছেন: অল্পতে অনেক বলেছেন।
ভালো লাগলো।
দিনাজপুর দেখার ইচ্ছে আছে, যাব একবার।
ভালো থাকুন।
০২ রা মে, ২০১৬ দুপুর ১:২২
দিনাজপুরিয়া বলেছেন: অবশ্যই আসবেন।
৪| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:২০
আব্দুল্যাহ বলেছেন: লেখককে দেখার ইচ্ছা রইল। আমি নিজেও দিনাজপুরের, বিরলের ছেলে।
০২ রা মে, ২০১৬ দুপুর ১:২৮
দিনাজপুরিয়া বলেছেন: খুব ভালো লাগলো।। হামেরা দিনাজপুরিয়া ভাই ভাই। আপনার ফেইসবুক আইডির লিংক দিন এড করে নিব।
৫| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৩৭
চিত্রনাট্য বলেছেন: তোমহারা কেনু ইরানি নিয়ে গর্ব করিচ্চ? তোমহারা দেশে কি হামাকো কেহ আছিল না? কবর দেখিতে যাবু কেনু? সবাইকে লিয়ে গিয়ে আম খেয়ে আসবু।
০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪৯
দিনাজপুরিয়া বলেছেন: আচ্ছা ভাই ।অবশ্যই খেতে আসবেন
৬| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৪২
অগ্নি সারথি বলেছেন: একজন দিনাজপুরবাসী হিসেবে আমি গর্ববোধ করি। কবিতা ভাল হয়েছে তবে ফিরিস্তিটা আরো লম্বা হতে পারতো!
শুভকামনা।
০২ রা মে, ২০১৬ দুপুর ২:০৯
দিনাজপুরিয়া বলেছেন: শুনে খুশি হলাম আপনিও দিনাজপুরের সন্তান। ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য
৭| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:৫২
পুলহ বলেছেন: কবিতাটা একই সাথে পর্যটন এবং আঞ্চলিক সাহিত্যের প্রতিনিধিত্ব করছে বলেই আমার কাছে মনে হয়।
"আঞ্চলিক সাহিত্য চর্চাটা ধরে রাখা দরকার ! তাতে সাহিত্য সমৃদ্ধ হয়।"-- বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে একমত।
খুব ভালো থাকবেন আপনি।
এবং ভালো থাকুক দিনাজপুর ।
শুভকামনা!
০২ রা মে, ২০১৬ দুপুর ২:১২
দিনাজপুরিয়া বলেছেন: ঠিক ধরে ফেলেছেন। শুভ কামনা আপনার জন্য। ধন্যবাদ
৮| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:৩৯
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার হয়েছে।
০২ রা মে, ২০১৬ বিকাল ৫:০৫
দিনাজপুরিয়া বলেছেন: আপনাদের ভালো লাগলে সেখানেই সার্থকতা। সুস্বাস্থ্য কামনা করি।
৯| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৩৭
শামছুল ইসলাম বলেছেন: আঞ্চলিক ভাষায় রচিত কবিতায় কবির এলাকার (দিনাজপুর) বিখ্যাত কিছু জিনিসের খবর পেলাম।
আঞ্চলিক ভাষার টানটা আমার ভাল লাগে, তাতে যেন হৃদয় থেকে উৎসারিত।
ভাল থাকুন। সবসময়।
০২ রা মে, ২০১৬ বিকাল ৫:০৯
দিনাজপুরিয়া বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা
১০| ০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৫৩
কবির ইয়াহু বলেছেন: চমৎকার।
০২ রা মে, ২০১৬ রাত ৮:০৫
দিনাজপুরিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
১১| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
রোষানল বলেছেন: এ ভাই তুমি যে কবিত্যাডা লেখল্যা পড়ে হামার কলজ্যাডা বরপের লাগান ঠান্ডা হয়ে গ্যালো বারে। আরো লতুন লতুন ইঙ্ক্যা কবিত্যা দ্যাকপ্যার চাই। ভালো থ্যাকো ..
০২ রা মে, ২০১৬ রাত ৮:১৭
দিনাজপুরিয়া বলেছেন: খুব খুশি হলাম ভাই। শুভ কামনা দীর্ঘজীবি হোন।
১২| ০২ রা মে, ২০১৬ রাত ৮:০২
জিয়ানা বলেছেন: বাহ্! চমৎকার তো...
০২ রা মে, ২০১৬ রাত ৮:২০
দিনাজপুরিয়া বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা
১৩| ০২ রা মে, ২০১৬ রাত ৮:২৬
আহমেদ জী এস বলেছেন: দিনাজপুরিয়া ,
আঞ্চলিক ভাষায় লেখার জন্যে বাহ্বা আপনার প্রাপ্য । প্রানের টান বোঝা যায় এতে ।
সহ-ব্লগার বিদ্রোহী ভৃগু ও পুলহ এর সাথে একমত ।
শুভেচ্ছান্তে ।
০২ রা মে, ২০১৬ রাত ৮:৪০
দিনাজপুরিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি
১৪| ০২ রা মে, ২০১৬ রাত ৮:৪৪
প্রামানিক বলেছেন: চমৎকার লাগল তবে হামেরা শব্দটা কি হামেরা হবে না হামরা হবে বুঝতে পারছি না।
০২ রা মে, ২০১৬ রাত ৯:০৯
দিনাজপুরিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:২১
জুন বলেছেন: দিনাজপুর গিয়েছিলাম বেড়াতে। অনেক ভালোলেগেছিল। আপনার আঞ্চলিক ভাষায় লেখা কবিতাটি খুবই ভালোলাগলো।
+
০৩ রা মে, ২০১৬ রাত ৮:০৬
দিনাজপুরিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ কামনা,ভালো থাকবেন সবসময়।
১৬| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭
সিগনেচার নসিব বলেছেন: অসাধারণ কবিতা +++
ভাল থাকুন কবি
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩২
দিনাজপুরিয়া বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার মন্তব্যের উত্তর দেরি দেওয়ার জন্য। ধন্যবাদ নকিব ভাই । ভালো থাকুন সবসময়।
১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০
ভ্রমরের ডানা বলেছেন: দিনাজপুরিয়াদের দেশ তাহার গন্ডোয়ানাল্যান্ড নাম কেন ভাই?
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯
দিনাজপুরিয়া বলেছেন: হামরা মফিয মানসি , বাহে
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সকাল ১০:৪৮
নীল আকাশ বলেছেন: ভালো লাগল পড়ে। ঢাকায় থাকতে থাকতে এই ভাষাটা ভূলেই যাচ্ছি। ভাই, এটা কি আমি আমার facebook page share করতে পারি?