নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাদামাঠা মানুষ। নিজের মত করে সাজাতে চাই চারপাশের পরিবেশটাকে

দিনাজপুরিয়া

দিনাজপুরিয়া › বিস্তারিত পোস্টঃ

হতাশা

০৫ ই মে, ২০১৬ সকাল ৮:৫০

অজস্র তরুণ,রাস্তার মোড়ে
মোড়ে অস্থির হয়ে ঘুরে বেড়ায়।
চোখে স্পষ্ট হতাশার ক্লেদ,
মুখে ঘৃণার অভিব্যক্তি,
সামাজিক ভাবে প্রতিষ্ঠিতদের দরজায়
কড়া নেড়ে নেড়ে প্রত্যাখাত
হাত গুলো আড়ষ্ট
তাদের হয়ে আছে লজ্জায়
তারা সমাজের প্রয়োজনীয়
হয়ে উঠতে চায়
উদাহরণ দিতে চায়
সমাজের বিবর্তনের বিল্পবী যোদ্ধার মত
কিন্তু কড়া কড়া উপদেশ
আর বাণী আর
সমালোচনা ছাড়া কপালে কিছুই জোটে না!!
কেউ বলে ধর্মের কাহিনী
কেউ বলে ডান হাতে করো দান,
বাম হাতে যেন না জানে
কেউ কেউ ফিরিয়েই মুখ.....

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:১৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

০৫ ই মে, ২০১৬ রাত ৯:৫৪

দিনাজপুরিয়া বলেছেন: শুভ কামনা । ভালো থাকবেন প্রামানিক ভাই। :)

২| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৫৫

ভবঘুরে মানুষ বলেছেন: সত্যিই আজকের সমাজ এমনই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

দিনাজপুরিয়া বলেছেন: এক শ্রেণির মানুষ আছে যারা এখনো এদেশকে ,দেশের মানুষদের শোষণ করছে।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


"অজস্র তরুণ,রাস্তার মোড়ে
মোড়ে অস্থির হয়ে ঘুরে বেড়ায়।
চোখে স্পষ্ট হতাশার ক্লেদ,
মুখে ঘৃণার অভিব্যক্তি,
সামাজিক ভাবে প্রতিষ্ঠিতদের দরজায়
কড়া নেড়ে নেড়ে প্রত্যাখাত "

-সব সমস্যার শুরু এখানেই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

দিনাজপুরিয়া বলেছেন: এর থেকে উত্তরণের পথ খুজে বের করতে হবে। ভালো থাকুন চাঁদগাজী ভাই

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:১৬

সাদিক তাজিন বলেছেন: বেশ ভালো লাগলো!

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০২

ভবঘুরে মানুষ বলেছেন: ফিরে আসুন ব্লগে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.