নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলৌকিক দিশারী

www.facebook.com/Dishariofficial

অলৌকিক দিশারী › বিস্তারিত পোস্টঃ

নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

_তুমাকে খুব ভাল লাগে।
_তাই?
_হুম তাই।
_কেন?
_ভালবাসি তাই।
_কেন?
_পছন্দ করি তাই?
_দেখা করবা?
_হুম করতে চাই ত?
_কবে কখন?
_তুমি কখন ফ্রি আছ?
_দুপুরে।
_দুপুরে ত অনেক রোদ পড়ে?
_পড়লে পড়ুক তা তুমার কি?
_আচ্ছা আসতে পারব।
_তুমাকে চিনব কি করে?
_আমি নীল পাঞ্জাবী পড়ে আসব।
_আমি সবুজ শাড়ী পড়ে আসব।
_দেখা টা করব কোথায়?
_তুমিই বল কোথায় দেখা করা যায়?
_বেইলী রোড।
_আচ্ছা ঠিক আছে।বেইলী রোড কোথায়?
_দুপেয়ালা হাউজ এর সামনে।
যথা সময় যথা ভাবে যথা জায়গায় ছেলেটা উপস্থিত।
মেয়েটার জন্য ওয়েট করছে।
অতঃপর বালিকা উপস্থিত।
_এই যে
_হুম
_আমি এখানে।
_দেখেছি ত সবুজ শাড়ি তে অনেক দুর থেকেই দেখা যাচ্ছে।প্রকৃতির রং সবুজ,তাই দুর থেকে আমি সবুজ এর মায়া কাটাতে পারিনি।অনেক টা অপলক চেয়ে থাকার ফলে বুঝতেই পারিনি তুমি এত টা দুর থেকে এত টা কাছে চলে আসবে?
_কথা মত নীল পাঞ্জাবী পড়েই এসেছ।
_হুম তা না হলে চিনবা কি করে?
_আচ্ছা নীল ত বেদনার রং।
_হুম।
_মনে কস্ট আছে বুঝি?
_এখনো কি এখানে দাড়িয়ে থাকবে?যেতে যেতে কথা বলি দাড়িয়ে না থেকে।
_চল।
ছেলেটা মেয়েটাকে নিয়ে কোনো এক রেস্তোরায় নিয়ে তারা দুই জন ই খাওয়া দাওয়া করল।
অনেক অজানা কথা শেয়ার করল।
অনেকটা সময় পার করল।
_এই তুমি এই দিকে কি দেখছ?
_তুমাকে দেখছি।
_তাই?
_হুম তাই?
_আমার ভিতর কি আছে যে এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছ?
_জানি না তবে কিসের যেন একটা অাকষর্ন আমাকে তুমার প্রতি অাকৃষ্ট করে।
_মায়া কাটাতে পার না?
_না পারি না।
_বিয়ে করে নিও মায়া কেটে যাবে।
_তাই করতে হবে।
অতঃপর সময় তখন সময়ের নিয়মেই প্রবাহিত হচ্ছে।
ঘড়ির কাটা তখন ২টা।
রেস্তোরা থেকে বের হয়ে যমুনা ফিউচার পার্কের উদেশ্যে রওনা হলাম।
সেখানে গিয়ে কিছুটা সময় পার করলাম।
একটা মুভিও দেখলাম ""পূন্যদৈঘ্য প্রেম কাহীনী """
তারপর মুভির ফাকে কিছুটা ব্রেক টাইম হাল্কা কিছু খেয়ে নিলাম দুজনে।
৩ঘন্টা ছবি প্রেমের ছবিটা দেখার পর ও বলতে পারিনি আমি তুকে ভালবাসি।
তার আগে,
_চুপচাপ রইলা যে?
_মুভি দেখছি।
_মুভিটা পুরটাই ভালবাসার।
_হুম
_শুধু হুম হুম ই করবা?বাসায় নিয়া যাবা না?
বেলা ত বয়ে গেল এখন যেতে হবে।
_চল বাসায় এগিয়ে দিয়ে আশি তুমাকে।
বের হয়ে রিক্সা করে মেয়েটার বাসা পযন্ত এগিয়ে দিলাম।
আক্ষেপ ছিল ভালবাসিটা বলার।
রিক্সা থেকে নেমেই বালিকা বলছে,
""ভাই আমার বফ আছে""
ও আমাকে ঘুরতে নিয়ে আসেনা।
আপনাকে অনেক ধন্যবাদ।
আর হ্যা তাড়াতাড়ি বিয়ে করে নিন ভাইয়া।
আমিও ভাবিকে দেখতে চাই।
ছেলেটার মন তখন খুব এক্টা ঝড় ধাক্কা দিয়ে যায়নি।
সামলেই নিয়ে ছিল সব কিছু।
অতঃপর টা টা বলে বালিকা তাহার বাসায় প্রবেশ করল।
বালক নিজেকে সামলে নিয়ে ছিল কিন্তু আক্ষেপ টা রয়ে যাবে চিরদিন তার মাঝে।
কিছু টুকু সামনে এগুতেই চায়ের দোকান,
সেই খানে জুনায়েদ ইভান এর গান বাজতেছে,
""নেশা কেটে গেলে,
তুমিও কেটে যাবে""।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.