![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা দিবস ও ইসলাম ধর্ম
বর্বর যামানায় কন্যা শিশু! জন্মই ছিলো আজন্ম পাপ,
নির্মম হত্যাকান্ডের নমুনা লোমহর্ষক ঘটনা,
জীবন্ত দাফন,
ঘোড়ার পায়ে বেঁধে উচ্চ গতিতে ঘোড়া ছুটিয়ে দেয়া,
সেই নিকৃষ্ট ইতর জালেম সভ্যতার নাম জাহেলী জামানা,
আইয়ামে জাহেলিয়াত,
রাসুল (সঃ) আসলেন, আসলো কন্যা অধিকার বিষয়ক আসমানী ঘোষণা,
স্বয়ং আল্লাহর নির্দেশনা,
পৈতৃক সম্পদের উত্তরাধিকার ,
স্বামীর সম্পদের অংশীদারিত্ব,
সংসার ব্যবস্হাপনার আর্থিক দায়মুক্তি,
বিবাহের প্রাক্কালে বাধ্যতামূলক মোহারানা প্রাপ্তি,
মাতৃ পদতলে সন্তানের বেহেশত,
তিন কন্যাকে ঈমানের পথে অবিচল রাখার নিমিত্তে জান্নাতের নিশ্চয়তা,
বিশ্বসেরা ঐতিহাসিক অধিকার
এক চরম অগ্রাধিকার,
তথাকথিত আধুনিকতা
ধনতান্ত্রীক নারী স্বাধীনতা, কন্যাকে বন্দী করেছে অশ্লীলতার বেলেল্লাপনার বিষাক্ত ফাঁদে,
নাটক সিনেমা মডেলিং সোসাল মিডিয়ায় রূপের পসরা সাজায়,
বিপণন করে আপন গ্লামার,
খুন ধর্ষন নিপীড়ন বন্চনা অবিচার গোলামীর জিঞ্জির এখন চিরচেনা,
হার মানে পুরনো সেই জাহেলিয়াত,
কন্যা তুমি মহীয়সী
মানি গুণী সম্মানী
ফিরে আসো স্বমহিমায়
স্বরূপে ধরাধামে,
ছিন্ন করো
অদৃশ্য শৃঙ্খল
করুনামাল্য অলীক মিথ্যা মায়াজাল,
লাস্যময়ী প্রেমময়ী জায়া হও
মমতাময়ী ছায়াবীথি জননী হও
সার্বোভৌমত্বে ছাতা বিলাও
অন্ধকারে আলো জ্বালাও
শ্রেষ্ঠ সন্তান উপহার দাও,
মানব শিশু আদম সন্তান সবুজ বসুন্ধরা বানাও,
এ হোক শপথ,
হোক কন্যা দিবসের অন্তস্থ অঙ্গীকার
সারা দুনিয়ার সকল কন্যার।
কবিঃ আমিরুল ইসলাম
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৪
কামাল১৮ বলেছেন: ইসলাম আসার আগে ভাই বোন পিতার সম্পত্তি সমান সমান পেতো।ইসলাম পিতার পম্পত্তি ভাইয়ের অর্ধেক করে দেয় বোনের জন্য।আর তালাক দিলে স্বামীর সম্পত্তি কিছুই পায় না।এই তো ইসলামের ইনসাফ।অবিচার আর কাকে বলে।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২৭
অধীতি বলেছেন: সুন্দর কবিতা। তবে কিছু বিতর্ক থাকবেই।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮
সোনাগাজী বলেছেন:
বেদুইনদের সামাজিক জীবনের ইতিহাস সঠিকভাবে কে লিখেছে? ওদের বর্তমান আচরণ থেকে বুঝা যায় যে, ওদের জীবনে সব সময়ই সমস্যা ছিলো।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫১
ধুলো মেঘ বলেছেন: পোস্ট দাতা বলে কি, আর বলদারা বুঝে কি!
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৮
শেরজা তপন বলেছেন: আপনার কথা আপনার মত করে আপনি লিখে যান- যার যেমন বোঝার তেমন বুঝবে।
৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
ওসেল মাহমুদ বলেছেন: ইতিহাস সলাম কে, আর ইদলাম কে আগে ভালো ভাবে জানুন, তারপর মন্তব্য করুন....! আশাকরি এই কস্টটুকু করবেন!
৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
ওসেল মাহমুদ বলেছেন: মধ্যপ্রাচ্য মানে সারা বিশ্ব নয় আর ততকালীন কুরাঈশ বা সমসাময়িক গোত্র প্রচলিত কদর্যকাণ্ড বিশ্বকর্ম ন্য...! কুয়োর ভেতর থেকে যে আকাশ দেখা যাই তাও তো আরো পুরো বিশ্ব নয়..!
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৫৫
অহরহ বলেছেন: একদম বাজে কথা, ইসলাম আগমনের আগে যদি কন্যা শিশু কে মেরে ফেলা হত!! তাহলে সে যুগে বিবি খাদিজার মত ধনাঢ্য ব্যবসায়ী থাকার কথা না। নারীর যথয্ত মর্যাদা ছিল বলেই নবী মোহাম্মদ বিবি খাদিজার ঘর জামাই ছিলেন, ছাগল/টাগল চড়াতেন। তাছাড়া, বিবি খাদিজার মৃত্যুর পর নবী মোহাম্মদ ম্যারাথন বিয়ে-শাদীর জন্য এত/এত পাত্রী/দাসী কোন দেশ থেকে আমদানি করলেন? কাফের যুগে নাকি কন্যা শিশু মেরে ফেলার বিধান ছিল??!!
বিষয়টি বরংচ উল্টো, ইসলাম এসে সমগ্র নারী জাতিকে গৃহবন্ধি করে পুরুষের যৌন লালসার সামগ্রী বানিয়ে ফেলেছে। এখনো সেটা চলছে। সৌদি আরবে দেখছেন্না, আমাদের দেশের নারী ঘৃহকর্মীদের উপর কি নিদারুন যৌন নির্যাতন চলছে?