নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

ডাঃ সাইফুল

ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।

ডাঃ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

আপনার হাটুকে ( knee joint ) আপনি ধবংস করছেন না তো ?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

হাটু জয়েন্ট (knee joint) মানুষের শরীরের সবচেয়ে বড় জয়েন্ট। শরীরের সমস্ত ভর বহন করে দুই হাটু । তাই হাটুতে বড় কিছু হও্য়া মানে পঙ্গু হয়ে বসে থাকা ।

হাটুকে সুরক্ষা করতে নিচের নিয়ম গুলো অবশ্যই মেনে চলুন ।

১। ওজন নিয়ন্ত্রনে রাখুন । কারন অতিরিক্ত ওজন আপনার হাটুতে অস্টিওআর্থাইটিস হওয়া্র সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় ।

২। হাটুতে হঠাৎ ব্যাথা করলে , বিশ্রাম দিন । সাথে সাথে হাটুকে কোন কাজ করবেন না । যেমন একটানা অনেকক্ষন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে বা হাঁটলে ব্যথা লাগতে পারে ! তাই ব্যথা লাগলে একটু বিশ্রাম নিয়ে নিন । অন্যথায় হাটুর কার্টিলেজ আরও ভাংগতে থাকবে ।

৩ । হাটুতে কোন আঘাত ফেলে বরফ দিন এবং বিশ্রাম নিন । হাটুতে বড় কোন আঘাত লাগলে সাথে সাথে চিকিৎসকের কাছে চলে যান । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাকি কাজ করবেন ।

৪ । হাটুতে কোন ব্যথা থাকলে ফিজিওথেরাপিস্টের অনুমতি ছাড়া হাটু ভাঁজ করবেন না , কারন হাটু বাঁকা (bend) করলে শরীরের ওজনের ২/৩ গুন বেশি ওজন হাটুতে পড়ে ।

৫। মেয়েদের ক্ষেত্রে বলব হাই হিল কম পরবেন । ব্যথা থাকলে না পরাই ভাল, কারন হাই হিল পরলে ওজন সঠিক ভাবে পড়ে না । সঠিকভাবে হাটা বা বসার চেষ্টা করবেন ।

৬। হাটুতে যেকোন ব্যথা হলে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করতে পারেন ।

এছাড়া হাটুর বড় যেকোন সমস্যার জন্য একজন অর্থোপেডিক সার্জনের সাথে সাথে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের চিকিৎসা বা পরামর্শ নিবেন ।

তাহলেই আপনার হাটুকে সুরক্ষা করতে পারবেন ধবংসের হাত থেকে । অন্যথায় হাটু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে ।

ধন্যবাদ
ডা সাইফুল ইসলাম ( ফিজিওথেরাপিস্ট )
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ,ভিশন ফিজিওথেরাপি সেন্টার , উত্তরা ।


হাটু ব্যথা সম্পর্কিত যে কোন পরামর্শের জন্য 01787152872

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

ডাঃ সাইফুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানলাম। ধন্যবাদ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


কত বছর বয়স অবধি ফুটবল খেলা হাঁটুর জন্য নিরাপদ?

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: উপকারী পোস্ট সাইফুল ভাই, আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.