![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেয়েছিলাম তো জীবনভর
থাকবে তুমি আমারই হয়ে ।
স্বপ্ন আর কল্পনায় নয়
আমার পাশে সঙ্গী হয়ে ।।
কিন্তু মানুষ যা চায়
তা তো হবার নয় ।
তাই বুঝি আজ শুধুই
তোমায় হারাবার ভয় ।।
পারবনা কোন বাঁধনে আর
রাখতে তোমায় জড়িয়ে ।
বাস্তবতার কঠিন মায়ায়
ভালবাসা ও যাচ্ছে হারিয়ে ।।
অজানা আতঙ্কে তাই কাটছে সময় ।
না জানি কখন যে কি হয় ।।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২
সুমাইয়া সিদ্দিকা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: অজানা আতঙ্কে তাই কাটছে সময় ।
না জানি কখন যে কি হয় ।।
ভালোবাসা রবে চিরকাল...
সুন্দর হয়েছে+
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
কবীর বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ।