নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।\nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।\nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।\nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

সুমাইয়া সিদ্দিকা

সুমাইয়া সিদ্দিকা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন Vs বাস্তবতা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮



আমি তো ভালবাসতে চাইনি।চাইনি কোন বাঁধনে জড়াতে তোমার সাথে। জানতাম তো এই ভালবাসা নিয়ে আমরা কখনও এক সাথে সারাজীবন কাটাতে পারবনা। পরিবার,সমাজ আমাদের থাকতে দিবেনা। আর আমরাও পারবনা তাদের কষ্ট দিয়ে নিজেদের সুখি করতে। সবই তো বুঝি।তারপর ও যে মানতে পারছি না। আজ যখন সবার খুশির কথা ভেবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ তাও সহ্য করতে পারছিনা কেন?আমি তো জানি তুমি আমাকে ভালবাস কতটা,ভাগ্য আমাদের নিয়ে খেলছে তাই অনেক কিছুই বিসর্জন দিতে হবে। সবই তো বুঝি তবুও বিশ্বাস করতে পারিনা যে।

কেন আমরা একটু স্বার্থপর হলে কি হয়?সবাই তো নিজকে নিয়ে ভাবে আমরা ভাবলে ক্ষতি কি?এক জীবনই তো,আবার তো আসবনা তোমার জন্য পৃথিবীতে।তবুও কেন একটু আমাদের জন্য বাঁচতে পারবনা।

চল না আমরা চলে যাই দুরে কোথাও।যেখানে আমরা দুজন দুজনের জন্য বাঁচব। শেষ দিনটি পর্যন্ত থাকব এক সাথে। একসাথে দেখা স্বপ্ন গুলো পুরন করব। ছোট্টও একটা ঘর হবে।একটা কিছু করে খাওয়া পরা ঠিকই চালিয়ে নিব। তোমার সাথে কথায় কথায় ঝামেলা করবনা দেখো। ঘুরতে নিতে বায়না ধরবনা শুধু একটু হাত ধরে হাঁটলেই হবে। একটুও ঝগড়া করবনা দেখো সত্যি বলছি।আমার জন্মদিন ভুলেও গেলেও রাগ করবনা, সেই সুইট হাসিটা দিবে জন্মদিনের গিফট, আর কিছু লাগবেনা তো । বিশেষ দিন গুলোর কথাও আমিই মনে করিয়ে দিব। ঠিক তুমি যেভাবে চাও সেরকম হব,একটুও তোমার বকা দিতে হবেনা। খাওয়ার জন্য প্রতিদিন বলতে হবে না। একটুও জ্বালাব না তোমায় এখনের মত।শুধু এই ভালবাসা দিয়ে ধরে রেখ সারা জীবন। আর কিছুই লাগবেনা।

কী পাগল আমি তাই না, যা হবেইনা তা নিয়ে কত কি ভেবে বসে আছি। আরে হবে না তাই বলে কী ভাবতেও পারবনা নাকি। তুমি তো পার খুব সহজে বাস্তব কে মেনে নিতে। আবেগ দিয়ে তো জীবন চলে না এই বলে আমাকে বুঝাতে। কিন্তু কি করি বল এত সহজ যুক্তি যদি মন মানত তো তবে তো মানুষ আর ভালবাসার জন্য জীবন দিতনা। আমি তো আবার এত বোকা নইযে না পেয়ে মরে যাব।মরে গেলত কষ্ট বুঝার ক্ষমতা ও শেষ হয়ে যাবে সব সমস্যার সাময়িক সমাধান ও হবে।কিন্তু আমি যে বেঁচে থেকে কষ্টটা বুঝতে চাই, একদিন আমরা বাঁচব এক সাথে এই আশায় থাকতে চাই।আমাকে নিয়ে তোমার লেখা গল্পটা যে এখনও শেষ হয়নি ওটা তো শেষ করতে হবে।

আমরা ভুল সময়ে ভুল মানুষটাকে ভালবেসে ফেলেছি।কি করা বল ভালবাসা তো হিসেব করে হয়না কিন্তু আজ মনে হয়,আগে যদি এটা ভাবতাম বাস্তবতার কাছে অনেক যতনে গড়া ভালবাসা ও তুচ্ছ হয়ে যায়। তবে আজ এই অসহায় অবস্থায় পড়তে হতনা।
আজ মনে হয় আমাদের ভালবাসা শুধু কল্পনার জগতের জন্যই এসেছিল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

বাংলার নেতা বলেছেন: ভালবাসা বিষয় টা খুব জটিল? এ থেকে দুরে থাকাই শ্রেয়।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সুমাইয়া সিদ্দিকা বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু এখন আর দূরে থাকিবার উপায় নাই যে।

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

মোঃ আমানউল্লাহ বলেছেন: এই জন্য ই তো বলি “সারাজীবন দূর থেকেই ভালোবেসে যাবো”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.