![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল তোমার বুকের মাঝে
আমার একটা ঘর,
ধীরে ধীরে ভাঙছে সেটি
করছে মোরে পর।
আমিই নাকি তোমার কাছে
অনেকখানি পাওয়া,
তাই বুঝি আজ কেঁদে মরে
আমার শত চাওয়া।
থাকব আমি তোমার মনের
রানি সারা জীবন,
এ যেন আজ কল্পলোকের
হারিয়ে যাওয়া স্বপন।
ভালবাসা আজ খুঁজে বেড়াই
একূল ওকূল ভুলে,
হারাই অতীত সুখের মাঝে
ভেসে চোখের জলে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫২
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।
+++