নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।\nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।\nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।\nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

সুমাইয়া সিদ্দিকা

সুমাইয়া সিদ্দিকা › বিস্তারিত পোস্টঃ

কোন একদিন

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩



কোন একদিন কোনো পূর্ব সংকেত ছাড়াই হয়ত হুট করে চলে যাব !!
আমার fb id টা হয়ত deactivate করার ও সুযোগ পাবনা।। virtual জগতের আমিটা রয়ে যাব।

আমি দেখবোনা জেনেও অনেকেই টাইমলাইনে পোস্ট করবে,খারাপ লাগা জানাবে,বেঁচে থাকতে যারা ভালবাসা জানায়নি তারাও তখন অনেক আবেগ নিয়ে কষ্টের কথা বলবে।।।
আফসোস আমিতো জানবোনা!!!!

নতুন নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তারা তো জানবেওনা যে id টা মৃত।।
কাছের মানুষগুলো হয়ত কিছুদিন টাইমলাইনে ঘুরে আসবে,ছবি দেখবে,ব্যস এক সময় তারাও ভুলে যাবে বাস্তবের মত fb তে ও আমি মৃত।।

আমার ফোন নাম্বারটা কয়দিন হয়ত মানুষগুলো রাখবে পরে অপ্রয়োজনীয় মনে করে ডিলিট করে দিবে।।

আমার মোবাইলের লকটা হয়ত ওপেন করে আমার সব প্রাইভেসি পরিবারের মানুষগুলো জেনে যাবে।।

পছন্দের জিনিসগুলো হয়ত তখন নতুন মালিকানায় চলে যাবে না হয় কিছুদিন অনেক যত্নে সংরক্ষিত থাকবে।।

মানুষগুলো তখন আমার ভাল দিক নিয়া কথা বলবে যেন কোনোদিন আমি কোনো অন্যায়ই করিনি।।

তাদের ভালবাসা যে আমি দেখবোনা তখন,কেন যে মানুষগুলো বেঁচে থাকতে ভালবাসার কথা জানায়না।।

কাছের মানুষগুলো যাদের ছাড়া এখন আমার চলেনা অথবা যাদের আমি ছাড়া চলেনা,তারাও দিব্যি তখন জীবন কাটাবে হয়ত আমার কোনো শূন্যতাই অনুভব করবেনা।।হয়ত অনেক ভালই থাকবে আমি ছাড়া।

কেমন যেন লাগে কোনো একদিনের এই কঠিন সত্যটা ভাবতে।।এই একদিনের অপেক্ষাতেই চলছে জীবন।।

ইশশশ যদি বিধাতা তুলে নেয়ার আগে একটু সংকেত দিত তাহলে হাতের কাজগুলো একটু গুছিয়ে নেয়া যেত!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন:
কাছের মানুষগুলো যাদের ছাড়া এখন আমার চলেনা অথবা যাদের আমি ছাড়া চলেনা,তারাও দিব্যি তখন জীবন কাটাবে হয়ত আমার কোনো শূন্যতাই অনুভব করবেনা।।হয়ত অনেক ভালই থাকবে আমি ছাড়া।
এটাই পৃথিবীর নিয়ম।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এটাই পৃথিবী! এটাই নিয়ম!
পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম।
আসলেই মৃত্যুটা যদি বলে কয়ে আসত...!!

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে;
স্থির কবে নীর হায়রে জীবন নদে!

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০০

ফেরদৌসা রুহী বলেছেন: কাছের মানুষগুলো যাদের ছাড়া এখন আমার চলেনা অথবা যাদের আমি ছাড়া চলেনা,তারাও দিব্যি তখন জীবন কাটাবে হয়ত আমার কোনো শূন্যতাই অনুভব করবেনা।।হয়ত অনেক ভালই থাকবে আমি ছাড়া।

এটাই বাস্তবতা। এসব নিয়ে আমিও খুব ভাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.