নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।\nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।\nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।\nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

সুমাইয়া সিদ্দিকা

সুমাইয়া সিদ্দিকা › বিস্তারিত পোস্টঃ

বাণী চিরন্তন

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

পরীক্ষার জন্য বড় বড় মানুষদের কথাগুলোও মুখস্থ করতে হয়।।।।
এগুলো পড়তে পড়তে আমার ও কিছু কথা নিজের কাছে বাণী চিরন্তন মনে হয় ।।।।।।।☺☺☺☺☺




■ ঢিলটি মারলে নাকি পাটকেল টি খেতে হয়।।।
কিন্তু কারো কারো ক্ষেত্রে মনে হয়,পাটকেল তো খাওয়া দূরের কথা ঢিলটাই যেন বাউন্ডারি পার হয়ে সিক্স হয়ে যায় ।।।


■ কখনো কখনো কারো অনুপস্থিতি ই যেন অনেক বেশি উপস্থিতি
জানান দেয় ।।।


■ জীবনে হোঁচট খাওয়া টা অনেক জরুরী।যেখানেই হোঁচট খাবে জীবনটা সেখান থেকেই নতুন ভাবে শুরু হবে।।।


■ নিজের প্রয়োজনে মানুষ কতই না মিথ্যা বলতে পারে ......।।।


■ একটা সম্পর্ক শেষ করতে সামান্য খানি অবহেলাই যথেষ্ট ।।।


■ ছোট একটা জীৰন তাও সেটা নিজের মত করে কাটানো যায় না
বন্দী সব বেড়াজালে ..........।।।


■ মানুষ বড় ভয়ংকর প্রাণী ।।।


■ পেয়ে যাওয়া মানেই কি মুল্য হীন হয়ে পড়া.......।।।


■ তোমার প্রয়োজনে তোমার স্বার্থে তোমার ইচ্ছে অনুযায়ী কেউ কে এত অবহেলা করোনা ,যেন পরে আবার নিজেকেই না পস্তাতে হয় ।।।


■ সত্যিকার মানুষ চেনার যদি কোনো ডিটেক্টর থাকত,তাহলে হয়ত মানুষ দেখতে জাদুঘরে যেতে হত।।।


■ কিছু কথা যেন মিথ্যাই সুন্দর,সত্যটা জানতে গেলেই তা মনে হয় কুৎসিত হয়ে পড়ে ।।।


■ ন্যাড়া নাকি বেল তলায় একবার ই যায় ।।।।
কিন্তু আমার মনে হয় এটা ভুল কথা।কারন প্রথমবার গেলে বেলটা পড়বে পরে তো সে আবার যাবে বেলটা কুড়িয়ে আনতে।।।
মানুষ ও তাই একই ভুল করতে বারবার বেল তলায় যায়।।


■ ভয়ংকর প্রাণী তারাই যাদের মুখে একরকম কথা,অন্তরে আরেক রকম ইচ্ছে আর কাজে ভিন্ন রকম প্রকাশ।।।।


■ কে তোমাকে কতটুকু যোগ্য ভাবে তা তোমার যোগ্যতা নয়, তোমার নিজেকে তুমি কতটুকু যোগ্য মনে কর তাই তোমার যোগ্যতা। কে কী বলে তাতে কী আসে যায় !!!!


■ 'নিঃস্বার্থ' শব্দটা নিঃস্বার্থ ভাবে শুধু বই পুস্তকেই পাওয়া যায় !!!!!


■ কৃতজ্ঞতা স্বীকার করতে ও যোগ্যতা লাগে।


■ যে জিতে যায় সে কী বিজয়ী !!!
নাহ যে হারে সেই আসল বিজয়ী কারন জিতার গুরত্ব টা সেই বুঝতে পারে।।।


■ জীবনে কেউ কে পাওয়ার আগ মুহূর্তে এবং হারিয়ে ফেলার পরের মুহূর্তে সেই মানুষটার উপস্থিতি কতটা মূল্যবান ছিল বুঝা যায়।।


■ কারো প্রতি যখন ভাল লাগা থাকে তখন তার সবই শুধু ভালই লাগবে এমনকি খারাপ লাগা গুলোও ভালোতে ডাইভার্ট হবে!!!!
আর যদি তার প্রতি কোনো কারনে অসন্তুষ্টি আসে তখন তার সবই খারাপ লাগবে ভাল লাগা গুলোও তখন আর ভাল লাগবেনা আর খুঁজে খুঁজে যেন কিভাবে খারাপ লাগানো যায় তাই বের করবে ।

বিধাতা আমাদের মন নামক বস্তুটা দিয়া পুরাই এক গোলক ধাঁধায় ফালাই রাখছে !!!!!

■ ভালবাসার মানুষের কাছে ছোট হওয়াটা দোষের কিছুনা,ইগো টা একপাশে রেখেই তো সম্পর্ক টা গড়তে হয় কিন্তু এর ফলেই আসলে আমরা ভালবাসা কে অনেক সহজলভ্য করে ফেলি।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

সাঈদ এন কে বলেছেন: দারুন লিখেছেন বোন, আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.