নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।\nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।\nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।\nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

সুমাইয়া সিদ্দিকা

সুমাইয়া সিদ্দিকা › বিস্তারিত পোস্টঃ

গোলক ধাঁধার জীবন

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩


মায়া ভালবাসা অবহেলা ব্যাপারগুলো এত গোলমেলে যে এর গোলক ধাঁধায় পড়ে সারা জীবনই যেন বেড়াজালে আটকে যায়।।।

আর আমি সেই বেড়াজালের কোনো একটা ফাঁক ফোকর খুঁজে নিয়ে সেটা থেকে বের হতে চাইছি কিন্তু পারছিনা।।।

যা বুঝলাম ভালবাসা আমাদের যতটা না উদার করে তার চেয়ে বেশি রকম স্বার্থপর করে তোলে।
যাকে তুমি ভালবাস তাকে সব দিকেই ধরে রাখতে চাইবে।ভালবাসা দিয়ে মায়া দিয়ে আটকে রাখতে চাইবে নিজের করে।

সারাক্ষণই তার খেয়াল রাখছ কী করছে কেন করছে এসব ব্যাপার জানতে চাইছ,খেল কিনা ঘুমালো নাকি সব কিছুতেই যেন এক অলিখিত অধিকারবোধ চলে আসে।।

প্রথম প্রথম হয় কী সেই মানুষটার কাছে ও এই ব্যাপারগুলো বেশ ভালই লাগে ভাবতে থাকে সে কতই না কেয়ারিং কত ভালবাসে ।।

এভাবে যখন চলতে থাকে একটা সময় তোমার মানুষটার মনে হতে থাকে সে তো আরেক জনের কাছে যেন অদৃশ্য কোনো জালে আটকে আছে।।দম বন্ধ মনে হতে থাকে তার এই শিকলে।।
এই জালটা থেকে সে তখন বের হবার পথটাই খুঁজতে থাকে।

আস্তে আস্তে হয় কি সে তার এই জাল থেকে বের হতে গিয়ে হয়ত তোমাকে অবহেলা করতে থাকবে।।এড়িয়ে চলতে থাকবে।।
একটা সময় তুমিও বুঝে যাবে সে এই শিকলটা ভাঙতে চাচ্ছে।।

হুম এবার তোমার পালা,ছেড়ে দাও তাকে।।
কয়দিন তার খবর নেয়া কেয়ার করা এসব ছেড়ে দাও।।
দেখো কী হয়!!!!!

মানুষটা হয়ত প্রথমে খেয়ালই করবেনা পরে ঠিকই মনে হতে থাকবে আরে,ও যে কোনো ফোন দিল না,খেলাম কিনা জানতে চাইলো না ,একটা মেসেজ ও দিলনা !!!!

ব্যস তার মনে আবার তোমাকে হারানোর ভয়টা চলে আসবে।।।
ভাবতে থাকবে সে কী আমায় আর ভালবাসেনা।।

বুঝবেও না যে তোমার ভালবাসার অবহেলা করেছে বলেই তুমি একটু একটু করে দূরে সরে গিয়েছ।।তোমার ভালবাসার প্রকাশটা কে সে শিকল ভেবেছে বলেই হয়ত তাকে শিকলটা মুক্ত করে দিতে চাইছে।।

তার আবার সেই ফিলিংসটাই হয়ত আবার তোমার প্রতি তার হারানো ভালবাসাটা ফিরিয়ে আনবে।।যদি খুব বেশি দেরি না হয়ে থাকে হয়ত তুমিও আবার পারবে তাকে নতুন করে ভালবাসতে।।

আবার কখনো কখনো হয় কী এই দূরত্বটাই দুজন মানুষকে নিয়ে যায় দুই মেরুতে।।।

দুজন কাছের মানুষ তখন হয়ে যায় সম্পূর্ণ অচেনা দুজন নতুন মানুষ।।

ভালবাসা বেশি হলেও সেটা গ্রহনযোগ্য কিন্তু অবহেলা সামান্যটুকুও যেন মৃত্যুদন্ড প্রাপ্ত অপরাধ।।

আর আমরা মানুষগুলো তো এমনি,কাছের মানুষদের প্রতি আমাদের ভালবাসার প্রকাশটা কম থাকে ভাবি সে তো আমারই আছে তবে আর ভয় কী।।

কিন্তু এটাই তো ভুলে যাই ভালবাসা শুধু কাছে পেলেই তো শেষ হয়ে যায় না একে আগলে রাখতে হয় প্রতি নিয়ত এর যত্ন নিতে হয় তবেই ভালবাসা ভালবেসেই জড়িয়ে থাকবে জীবনভর।।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

কানিজ রিনা বলেছেন: ভালই লিখেছ বেশ যুক্তি আছে। ধন্যবাদ,

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১

সুমাইয়া সিদ্দিকা বলেছেন: ধন্যবাদ তোমাকে ও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.