নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাকেই বিশ্বাস করবে সেই করবে অবিশ্বাসের কাজটাই।\nযাকেই ভালবাসবে সেই আঘাত করতে চাইবে।\nতারচেয়ে বরং এগুলো নিজের জন্যই রাখি।\nআমি ভালবাসি নিজেকে,বিশ্বাস করি নিজেকেই ।।।।☺☺

সুমাইয়া সিদ্দিকা

সুমাইয়া সিদ্দিকা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ যুদ্ধ খেলা

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

সবচেয়ে কঠিনতম যুদ্ধ পৃথিবীর,যেখানে কোনো অস্ত্র নেই,নেই কোনো গোলা বারুদের গন্ধ,নেই ঢাল তলোয়ারের ঝনঝন শব্দ তবুও সেই যুদ্ধে রক্ত ক্ষরণ হতে থাকে অবিরত,কেউ হয়ত মরেও যায় চিরতরে তবুও পৃথিবী তা জানতেও পারেনা।

নিজের সাথে,মনের সাথে যুদ্ধ।
পাওয়া না পাওয়ার দোলাচলে দোদুল্যমান মনটাকে একমুখো করা ভয়ঙ্করতম যুদ্ধের ন্যায়।

মনকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা বিধাতা সবাইকে দেননি।যারা পেরেছে তারা হয়ত মহামানব টাইপের মানুষ।

আমার মত নগন্য একজনের পক্ষে এটাতো যুদ্ধই কেবল।।।

কিছু চাওয়া পাবো না জেনেও তার জন্য ব্যাকুল হয়ে থাকা। বাস্তবতার দোহাই দিয়ে তাকে পাবোনা মনে করে হার মেনে নিলেও মনকে বুঝানো বড়ই কষ্টসাধ্য।

মানুষের সব চাওয়া কখনো পূরন হয়না।।আমরা হয়ত সর্বোচ্চ চেষ্টা করতে পারি আর না হলে তা ভাগ্যে নেই বলে নিজেকে বুঝাতে থাকি।

কিন্তু মন-তাকে বুঝাবে কার সাধ্যি !!!!

সে তো আর এত যুক্তি তর্ক মেনে চলেনা।।

বড়ই বেহায়াপনা করে বেড়ায়।।যতই বলি বাদ দাও ওসব ভাবনা কিন্তু না ততই বুঝি মনটা আরো জিদ ধরে,বেশি বেশি করে ভাবাতে থাকে।।

কেন যে আমাদের মনটাকে হৃদয়টাকে মস্তিষ্কের আদেশ মত সবসময় চালাতে পারিনা।।তাহলে তো মনটা সবই বুঝত।।বাস্তবতা বুঝতে পারত।
এর একটা যুক্তি আছে আমার-যেহেতু মস্তিষ্কের চালনার জন্য রক্ত সঞ্চালনটা হৃদয় থেকে হয় তাই বুঝি এর প্রায়োরিটি ও বেশি থাকে।।☺☺☺

যুদ্ধ করে যাই নিজের সাথে মনের সাথে।।একটু তো বুঝো।
যা নেই তা নিয়ে ভাবতে নেই।।।
কিন্তু বুঝলে তো !!!

ঠিক আছে আমিও কম জেদি না তোমাকে বুঝিয়েই ছাড়ব।।যা নয় তা ভুলতে বাধ্য করে।।
যা হবার নয় তা ভাবতে বন্ধ করব।।।
পারবই তো,পারতেই হবে।।।

ভাগ্য নিয়তি বলে কিছু ব্যাপার আছে যা আমরা চাইলেও এড়াতে পারিনা,কেউ এই না পাওয়ার ব্যাথা
ভুলতে গিয়ে নিজেকেই শেষ করে দেয়।।

কী বোকা হয় আবেগী মানুষগুলো !!!

আরে আমি থাকা না থাকায় এই পৃথিবীর কিছু তো আসবে যাবেনা।।
কেন শুধু শুধু চলে যাব,সব খেলা না দেখেই।।

আমরা পারি মনকে বুঝাতে বাধ্য করে নিজেকে নতুন ভাবে গড়ে তুলতে।।
এই ক্ষমতাটুকু আমাদের হাতেই আছে।

আমরা জানিও না কী পরিমাণ অফুরন্ত শক্তি আছে আমাদের মাঝে।।

সবাই পারেনা এই শক্তিটুকু খুঁজে নিতে,যে পারে সেই মনের সাথে এই অদৃশ্য যুদ্ধে জয়ী হতে পারে।।
নিজেকে নতুনভাবে আবিষ্কার করার মধ্যে দিয়ে মনকে বশীভূত করার শক্তি অর্জন করতে পারলেই পৃথিবীতে আবার জয়ীর বেশে বাঁচা যাবে।।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.