নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরন্ত -- ওমর শরীফ পল্লব।। ফেসবুকে আমাকে খুঁজে পাবেন এখানে- ospallab [অ্যাট] hotmai.com

দূরন্ত

আমি ওমর শরীফ পল্লব। ব্লগিং শুরু করি প্রায় এক যুগ আগে। এখনো লেখালেখিটাই ভালো লাগে। এছাড়া ভালো লাগে বন্ধুদের নিয়ে মজা করতে, ঘোরাঘুরি করতে, নানা ধরনের বিষয় পড়তে।

দূরন্ত › বিস্তারিত পোস্টঃ

সামুতে ১০ বছরের ব্লগিং : কিভাবে কেটে গেল এতগুলো বছর?

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

আজ হঠাৎ সামহয়্যার ব্লগে ঢুকে আমার তথ্যগুলো দেখে চমকে উঠলাম। কারণ বিষয়টি মোটেই হেলাফেলার নয় :)
আজ থেকে প্রায় ১০ বছর আগে যখন দেশে তত্ত্বাবধায়ক সরকারের একপ্রকার সেনাশাসন চলছিল, তখন একদিন আমি ব্লগিং শুরু করেছিলাম। কিভাবে ১০ বছর কেটে গেল বুঝতেই পারছি না :(
# বাংলায় ব্লগিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই সামহয়্যার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
# সামহয়্যারইন ব্লগের আগে বাংলা ভাষায় অন্য কোথাও ব্লগিংয়ের সুযোগ ছিল না। আর এ কারণে ব্লগটি তুমুল জনপ্রিয়তা পায়।
# সে সময় নিজের আসল নামে প্রায় কেউই ব্লগিং করত না। এখন অবশ্য বহু মানুষ নিজের আসল নামেই ব্লগিং করেন।
# সে সময় ফেসবুক থাকলেও তা জনপ্রিয় ছিল না। তবে এমনকি ফেসবুকেও বাংলা আসত না।
# প্রথম পোস্টটি ছিল ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭, সকাল ১০:০০ টায়। ব্লগিং শুরু করেছিলাম দূরন্ত নাম নিয়ে।
# প্রথমে আমি যে পোস্ট দিয়েছিলাম তা ছিল তত্ত্বাবধায়ক সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে। সে সময় মতপ্রকাশের প্ল্যাটফর্ম হিসেবেই যেন আত্মপ্রকাশ করে সামু।
# এরপর অবশ্য আমি উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে চলে যাই। সেখান থেকেই ব্লগিং করি বহু দিন। তখন দৈনন্দিন বহু বিষয় আমার এ ব্লগে তুলে রাখি। উচ্চশিক্ষা শেষে দেশে চলে আসি। এরপর ব্যস্ততার কারণে ব্লগিং করা হয় না।
# বিশ্বের নানা দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের জন্যও এটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে। আমিও সবার সঙ্গে দারুণ মজার সময় কাটিয়েছি এ ব্লগে। মন্তব্য, জবাব, নতুন পোস্ট ইত্যাদি দেখতে দেখতে যে কত দিনরাত পার হয়ে গেছে তার কোনো হিসাব নেই।
# এছাড়া বেশ কিছু ব্লগারের সঙ্গেও অনলাইনে যোগাযোগ হয়। তাদের অনেকের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে।
# এ ব্লগের পাশাপাশি আরও একাধিক ব্লগ গড়ে ওঠে। পরবর্তীতে ফেসবুক জনপ্রিয়তা লাভ করায় ব্লগের আবেদন ফিকে হয়ে এসেছে।
# প্রথম আলো ব্লগ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু একসময় তা বন্ধ হয়ে যায়। সেখানে থাকা আমার লেখাগুলোও হারিয়ে গেছে চিরতরে।
# এ ব্লগের সব তথ্য অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিত থাকায় সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্লগিংয়ের এ সুযোগ করে না দিলে হয়ত আমার বহু লেখাই কখনো পৃথিবীর আলো দেখত না।

মন্তব্য ৭১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৭

ডঃ এম এ আলী বলেছেন: সামুতে ১০ বছর পুর্তিতে অভিনন্দন রইল ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২১

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

২| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২২

দূরন্ত বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০ বছর পুর্তির অভিনন্দন নিন।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৪

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: দূরন্ত ,



দশ বছরেই যেন থেমে না থাকে আপনার এই ব্লগে পথচলা । এগিয়ে যান আরো কিছু দশক ।
অভিনন্দন রইলো সামুর সকল ব্লগারদের পক্ষ থেকে .................

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৪

দূরন্ত বলেছেন: ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ :)

৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দশ বছর পূর্তিতে অভিনন্দন।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

দূরন্ত বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ :)

৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

অগ্নি সারথি বলেছেন: অভিনন্দন।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৮

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪১

এম ডি মুসা বলেছেন: অভিনন্দন

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮

সুমন কর বলেছেন: অভিনন্দন রইলো। !:#P

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

দূরন্ত বলেছেন: ধন্যবাদ

১০| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: সময় পেলেই লিখতে চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

দূরন্ত বলেছেন: অবশ্যই। অসংখ্য ধন্যবাদ

১১| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



এক জীবনের খতিয়ান দেখে ভাল লাগল।


ভাল থাকবেন।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২০

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। জীবন কিন্তু এখনও শেষ হয়নি।

১২| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১২

আরাফআহনাফ বলেছেন: ১০ বছর পুর্তিতে অভিনন্দন জানবেন।

ভালো থাকুন - শুভ কামনা সবসময়।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।

১৩| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

মানবী বলেছেন: অভিনন্দন ভাইয়া! :-)
দেশে ফিরেছেন জেনে ভালো লাগলো।

আশা জীবন এখন অনেক অন্যরকম, নতুন আর আনন্দে ভরপুর।
অনেক ভালো থাকুন!

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

দূরন্ত বলেছেন: হায় হায় আপনি এখনও আছেন?
ধন্যবাদ আপু। আপনারও আর এক মাস পর ১০ বছর পূর্ণ হবে।
এখন আমার দুই ছেলে। ভালোমন্দ মিলিয়ে ভরপুর অবশ্যই :)

১৪| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

জাহিদ হাসান বলেছেন: আপনি অতিবুড়া ব্লগার । আপনাকেই সামুর প্রয়োজন, পাঠকের প্রয়োজন, সকলের প্রয়োজন। টিকে থাকুন হে অগ্রজ। B-)

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

দূরন্ত বলেছেন: হ্যাঁ, সেটাই ভাবছি। ব্লগিংয়ের বয়স তো কম হলো না। তবে বয়স হলেও এখনও টিকে আছি, এই আরকি...

১৫| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৬| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

আবার নিয়মিত হবেন এই আশা করি।

শুভকামনা রইল।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৭| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৬

নতুন বলেছেন: দশ বছর পূর্তিতে অভিনন্দন।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৮| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮

বাংলার হাসান বলেছেন: অভিনন্দন

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৯| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

ডঃ এম এ আলী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন অনুসরনের জন্য

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৮

দূরন্ত বলেছেন: এই ব্যবস্থা আগে ছিল না। নতুন করে শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ..

২০| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ স্বদেশ প্রত্যাবর্তন। আমিও আপনার মতো এক জন।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২১

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো তো....

২১| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল ব্যাপার হে!!!!!!!!! :)

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২১

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

মনিরা সুলতানা বলেছেন: বিশাল ব্যাপার ভাইয়া !!
অনেক অনেক শুভ কামনা :)

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২১

দূরন্ত বলেছেন: সেটাই তো ভাবছি- বিশাল ব্যাপার। অসংখ্য ধন্যবাদ :)

২৩| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: অভিনন্দন, আমরাও ক্রমান্বয়ে আপনার দিকেই এগিয়ে যাচ্ছি

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২২

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন রইলো

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২২

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন,
প্রত্যাবর্তনে স্বাগতম!

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২২

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৬| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৬

ওমেরা বলেছেন: ১০ বছর পুর্তির অভিনন্দন নিন।১০ বছর পুর্তির অভিনন্দন নিন।

২৭| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:২২

ঘওড়ইঐতিহ্য বলেছেন: congratulation

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৩

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৮| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:২৭

মানবী বলেছেন: "হায় হায়" ?? :(
থাকার কথা ছিলোনা?
আমি তো কখনও ব্লগ বর্জন ডাক দেইনি বা আন্দোলনে অংশ নেই নাই!!!! :``>>

আমি আপনার মতো করেই আছি ভাইয়া, লম্বা বিরতির পর ফিরেছি :-)
এখন বরাবরের মতো অনিয়মিত ভাবে নিয়মিত।

জেনে ভালো লাগলো। বাবুদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইলো!

১৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২২

দূরন্ত বলেছেন: পুরনো বলতে একমাত্র আপনাকেই পেলামতো তাই বললাম :(
আমিও কোনো দলাদলিতে ছিলাম না। এখনও নাই।
আরেকটা প্রশ্ন ছিল, আপনি কি বাড়িতে বাঘ পুষতে পেরেছিলেন? নাকি শেষ পর্যন্ত পোষা হয়নি?

২৯| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অভিনন্দন! :)
অনুপ্রাণিত হলাম। কিন্তু নিয়মিত ব্লগিং করে যাওয়া কঠিন হয়ে পড়েছে। মাথা লেখার চেয়ে দ্রুত চলে। তাই লেখা সম্ভব হচ্ছে না :(

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

দূরন্ত বলেছেন: সেটা সত্য। ধৈর্য আসল কথা। যদিও আমারও সেভাবে নেই...

৩০| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

টুশকি বলেছেন: অভিনন্দন! দশ বছর পূর্তিতে দশম লাইকটা আমার ছিলো :)

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বিশাল ব্যাপার...

৩১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: এখন কিন্তু আগের মতই নিয়মিত লেখা চাই।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

দূরন্ত বলেছেন: চেষ্টা করব অবশ্যই...

৩২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:১২

জাহিদ অনিক বলেছেন: দিনে দিনে অনেকদিন হলো আপনার ব্লগে !!


শুভ কামনা ও শুভেচ্ছা

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

দূরন্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা

৩৩| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

আমি ইহতিব বলেছেন: ১০ বছর!!! অনেকটা সময়। একদশক পূর্তির জন্য শুভেচ্ছা ও শুভকামনা।
চট করে নিজের ব্লগে গিয়ে দেখে এলাম আমার কতদিন হল সামুতে - মাত্র ৪ বছর ৯ মাস।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

দূরন্ত বলেছেন: আপনি ৫ বছর পূর্তি করতে পারেন। সেটাও কম কথা নয়।

৩৪| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আরণ্যক রাখাল বলেছেন: আবার লিখুন।
একবার থেমেছেন বলে আবার নতুন করে শুরু করা যাবে না, এর মানে নেই।
অভিনন্দন আপনাকে

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

দূরন্ত বলেছেন: তা ঠিক। শুরু করলাম আবার...

৩৫| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আপনাদের দেখানো পথেই আমরা হাটছি।। স্বাগতম।।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

দূরন্ত বলেছেন: শুভেচ্ছা রইল

৩৬| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মেহবুবা বলেছেন: অভিনন্দন ।

১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

দূরন্ত বলেছেন: কয়দিন পরে আপনারও ১০ বছর হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.