নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদুঈনের দরবার

উহারা প্রচার করুক হিংসা,বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য,শান্তি এক আল্লাহ জিন্দাবাদ

দুরন্ত বেদুঈন

সত্য প্রকাশে নির্ভীক মানুষ

দুরন্ত বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

বাবু হত্যা ও তৎসমাচার

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯

ওয়াশিকুর বাবু নামের এক ব্লগার কে খুন করা হয়েছে এবং খুনী হাতেনাতে ধরা পড়ছে এবং যথারীতি কতিপয় কু** বাচ্চা ইসলাম এবং মুসলিমদের গালাগালি করে ফেসবুক গরম করছে।

বিভিন্ন লিঙ্ক ধরে ওয়াশিকুর বাবুর টাইমলাইনে উপস্থিত হইলাম এবং যেয়ে দেখলাম যথারীতি নাস্তিক নামের একজন নোংরা মানসিকতার ইসলাম বিদ্বেষী। তার ইসলাম বিদ্বেষের দুইটা উদাহরণ দেই, একটা প্রোফাইল পিকচারে নগ্ন দুইটা ছেলে মেয়ে ( থ্রি এক্স স্টাইলের ছবি), সেখানে লেখা সে নাকি বেহেশতে যাইয়া এই ছবি তুলে আনছে, মুসলিমদের বেহেশতে নাকি এসবই চলে। (নাউজুবিল্লাহ)

তার আরেকটা স্ট্যাটাসে সে রীতিমত স্লোগানের মতো করে লিখেছে "ইসলাম ধংস হোক"

হুম, কাউকে খুন করা কোন সমাধান হইতে পারেনা। অবশ্যই খুনিদের বিচার চাই।

কিন্তু, কথা হইলো যে সব কুত্তার বাচ্চারা এখন ইসলাম আর মুসলিমদের গালি দিয়ে ফেসবুক গরম করছে সেসব কুত্তার বাচ্চারাই কয়েকদিন আগে কোন কবি নাকি কারে "মালাউন" কইছে এইটা নিয়া চেইত্যা মেইত্যা এক্কেরে ফায়ার। তুমি মুক্তমনা, তুমি কোন ধর্মে বিশ্বাস করোনা তারপরেও অন্য এক ধর্মের লোকেরে মালাউন বলায় তুমি চেতে যাও, তাইলে আমি যে ধর্ম বিশ্বাস করি অন্তর থেকে সেই ধর্ম কে নিয়ে কেউ এরকম করলে তার উপর চেতা আমার কেনো নাজায়েজ হবে?

এই জায়গায় হয়তো বলতে পারে, তুমি লেখার জবাব লেখা দিয়ে দাও, খুন কেনো করবা?

উত্তর হইলো, তোমার আমার লেখার ক্ষমতা আছে, তোমার আমার ইন্টারনেট ব্লগ আছে, কিন্তু খুনটা যারা করেছে তাদের তো এসব নাই। ওয়াশিকুর বাবুর যেমন ইসলাম কে আক্রমণ করার সহজলভ্য অস্ত্র ছিলো "লেখা" তেমনি যারা খুনটা করেছে তাদের ওয়াশিকুর বাবুকে আক্রমন করার সহজলভ্য অস্ত্র "চাপাতি"। যার কাছে যে অস্ত্র সহজলভ্য সে তো সেই অস্ত্রই ব্যাবহার করবে। তুমি কোনদিন একটা মাদ্রাসার এতিম ছাত্র কে ডেকে বলেছিলে "ভাই এদিকে আয়, এটা হইলো কম্পিউটার, এখানে টিপ দিলে এইটা চালু হয়, এমনে নেট কানেক্ট করে, এমনে ব্লগে ঢুকে, এমনে ব্লগে লেখে"। না, বলো নি, শেখাও নি। কেবল তুমি না, তুমি, আমি , আমরা, সরকার কেউ শেখায় নাই। তাইলে তুমি বলদের বাচ্চা কেমনে আশা করো তাঁরা লেখার জবাব লেখা দিয়ে দিবে?

আর এখন এইটা নিয়া তুমি ইসলাম কে গালি দিতেছো? মুসলিম কে গালি দিতেছো? বাংলাদেশের একসময় শীর্ষ সন্ত্রাসী ছিলো প্রকাশ, বিকাশ। তার জন্য তুমি হিন্দু ধর্ম কে গালি দিয়েছো?

গুজরাট দাঙ্গায় কত শত মুসলিম কে পুড়িয়ে মারা হয়েছে তার জন্য হিন্দু ধর্ম কে গালি দিয়েছো?

মায়ানমারে রোহিঙ্গাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে তার জন্য তুমি বৌদ্ধ ধর্ম কে গালি দিয়েছো?

হিটলার লাখ লাখ ইহুদী মারছে, তার জন্য তুমি খ্রিষ্টান ধর্ম কে গালি দিয়েছো?

আজ দুজন অশিক্ষিত, আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত, সমাজের উঁচু শ্রেনীর কাছে অবাঞ্চিত দুজন খুনীর জন্য তুমি ইসলাম ধর্ম কে গালি দিলে আমি তোমাকে তো কু** বাচ্চা বলবোই, মাইন্ড করার কিছু নাই।

সংগৃহীত

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫

ডি এম শফিক তাসলিম বলেছেন: ভাই থাক অফ যান !!! েএদেশে বিশেষ এক ব্যাক্তির ছবি ব্যাঙ্গ করলে হাফ এন আওয়ার এরেস্ট উইদআউট ইনভেস্টিগেশন , আর ওই র্সবচ্চো ব্যাক্তি যার নামে পাচ বার দরুদ পড়ে সেই মহামানবের পিন্ডি চটকানোর সময় কবি নিরব বনে যান ।।এ দেশে উগ্রবাদের দুটি ধারা এইচঅাইভির মত ছড়াচ্ছে একটি হল ইসলাম বিরোধী উগ্র গোষ্ঠী যারা মুক্তবাকের অাড়ালে খিস্তি খেউড় অাউড়ায়, দুই হচ্ছে যারা ধর্মের প্রকৃত জ্ঞান না নিয়ে অন্ধ হয়ে ইসলামের সুমহান অাদশের অপব্যাখ্যা করছে। মজার বিষয় হল এ দুদলেরই একটি মিল অাছে সেটা হল এদের কারোই ধর্মের প্রকৃত জ্ঞান নেই! উভয়ই ধর্মের ক্ষতি করছে! একদল মুসলমান পরিচয়ে অন্যজন নাস্তিক পরিচয়ে।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

দুরন্ত বেদুঈন বলেছেন: দুই উগ্রমনা নাস্তিক আর ধর্মবিদ্বেষী তথা ইসলামবিদ্বেষী দেশ থেকে না যাবে ততদিন এই দেশে শান্তি পাবেনা ।
আল্লাহ দুইদলকেই হেদায়েত দিন এই দোয়া করি

২| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬

জ্যামিতিক লাভ বলেছেন: সফিক ভাই@ সহমত।

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

যোগী বলেছেন:
ইসলামে কোথাও বলা হইনি কেও ইসলামকে গালী দিলে তাকে হত্যা কর। তাহলে যারা বাবুকে হত্যা করল তারা কী ভাবে মুসলিম?

আপনিও কুত্তার বাচ্চা শব্দটা এই পোষ্টে কয়েক বার ব্যাবহার করলেন। এটা কী ইসলামের বিধান?
যদি বিধান না হয় তাহলে আপনিই কী ভাবে নিজেকে মুসলিম দাবি করেন?

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

দুরন্ত বেদুঈন বলেছেন: যদি আমি আপনার কথাটি ধরে নেই তাহলে আপনি পোস্টের শেষে দেখবেন লেখা আছে সংগৃহীত । মুক্তমনাদের গালি দিলে কারও কারও জ্বললেও নবীরে গালি দিলে কিন্তু জ্বলে না তাই দেখতেছি কয়দিন ধরে ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

বিদগ্ধ বলেছেন: বাবু মুসলিম না, এর হত্যাকারীও মুসলিম হতে পারে না। ইসলামে হত্যাকারীর স্থান নেই।

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৭

যোগী বলেছেন:
@বিদগ্ধ, কথাটা অনেকটা ঠিক বলেছে।
সেই সাথে এই পোষ্ট দাতাও নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেনা।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮

ডি এম শফিক তাসলিম বলেছেন: গরু পাচার বন্ধ হলে ভারতের ক্ষতি ৩৯,০০০ কোটি টাকা
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফ জওয়ানদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশে গরু পাচার পুরোপুরি বন্ধ করে দিতে হবে যাতে বাংলাদেশিরা গরুর মাংস খাওয়া ছেড়ে দিতে বাধ্য হয়।
বিএসএফ জওয়ানরা সত্যিই যদি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পালন করেন তবে প্রতি বছর ভারতের ক্ষতি হবে ৩১,০০০ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়া’র। এবার ভয়াবহ অামাশয় তত্বে নাস্তিক রা নিশ্চুপ !!! কারন তারা নাকি যুক্তিতে বিশ্বাস করে !!!

৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৬

বিলোয় বলেছেন: একটা ভাদা ব্লগার আছে, এই যোগী ব্লগার তার মধ্যে একটা। বাংলাদেশের খায়, রেপিন্ডিয়ার পা চাটে।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

বিলোয় বলেছেন: বাংলাদেশে নাস্তিক রাজিব, অভিজিৎ, ওয়াশিকুরদের যে দাম সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন, ইলিয়াস আলী, চৌধুরী আলম ও শত শত বিএনপি জামাতদেরনেতাদের সেই দাম নাই।

আজ মিডিয়া খুজে বেড়ায় নাস্তিকদের কিভাবে মারে, কে মারে, কারা মারলো সেটা নিয়া বিশাল বিশাল রিপোর্ট তৈরি করে প্রকাশ করে কিন্তু এই বাংলার মানুষ বিএনপি জামাতের নেতাদের সেই মুল্য আজ বাংলাদেশে নাই।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬

দুরন্ত বেদুঈন বলেছেন: আসলে কারোরই দাম নাই দেখছি

৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

জুলহাস খান বলেছেন: ব্লগে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইসলাম বিদ্বেষীরা ইসলাম প্রিয় মানুষদের ইসলাম শেখায়। আর কে মুসলিম আর কে মুসলিম না সেটার সার্টিফিকেট দেয়।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৫

দুরন্ত বেদুঈন বলেছেন: হা হা হা
সত্য কথা বলার জন্য অনেক ধন্যবাদ

১০| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তখন ওরা বলে এটা আমাদের সমস্যা নয়।

কিন্তু ইসলাম ধর্ম তাদের এক মাত্র সমস্যা।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৬

দুরন্ত বেদুঈন বলেছেন: ঘুরে ফিরে একই বৃত্তে আসে খালি তবুও স্বীকার করেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.