নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদুঈনের দরবার

উহারা প্রচার করুক হিংসা,বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য,শান্তি এক আল্লাহ জিন্দাবাদ

দুরন্ত বেদুঈন

সত্য প্রকাশে নির্ভীক মানুষ

দুরন্ত বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

উল্টো হাওয়া

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

মুক্তমনা/নাস্তিক নামক কালপ্রিট গুলো কর্তৃক ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মাদ (সাঃ) এবং ইসলাম ধর্মীয় বিভিন্ন রীতিনীতি নিয়ে চরম পর্যায়ের নোংরা ও আপত্তিকর কথাবার্তা শুনে আহত হয়েছি অনেকববার!!
-
ওদের নানান ধরনের হঠকারী যুক্তি এবং অশালীন ভাষার সামনে কিছু বলার মত বা প্রতিবাদ করার আগ্রহ অনেকেরই হতোনা।
আমারও হতোনা।
তাই বাধ্য হয়েই চুপিসারে এড়িয়ে যেতে হত!!
-এই কারণেই ওরা নিজেদের যুক্তিমালাকে সবসময় অকাট্য ভাবতো।
আর নিজেদের জ্ঞানের পরিধিকেও অসীম মনে করতো!!
-কিন্তু সকল ক্রিয়ারই যে একটি বিপরীতমুখী পার্শ্বপ্রতিক্রিয়া থাকে এইটা সম্ভবত ওদের অনেকেই ভুলে গেছিলো।
-
ক্ষুরধার যুক্তির সজ্জন নাস্তিকদের অনেকেই এখন নিজেদের নানান মতবাদের পক্ষে প্রয়োজনীয় যুক্তি তুলে ধরতে না পেরে ব্লক করছেন প্রতিপক্ষকে!!
-বেশি চেপে ধরলে তাদের অনেকেই এখন বলেন, বুদ্ধিমানদের নাকি কথায় কথায় যুক্তির দরকার হয়না!!!!
-
হাওয়া এখন উল্টো বইতে শুরু করছে।
এখন ধার্মিক যুক্তি চায় আর নাস্তিক বলে যুক্তির প্রয়োজন নাই।
-তবে বিশ্বাসের হাওয়া যেদিকেই বয়ে যাক ব্যাপার না। একটা বিষয় কিন্তু এখনো ঠিক আগের মতোই আছে এবং এই ব্যাপারে কোন ধরনের বিতর্ক নিষ্প্রয়োজন ...,... মন মানসিকতা/রুচিবোধ /ভাষাজ্ঞান ইত্যাদি
দিকগুলো পর্যালোচনা করলে নাস্তিক গুলোর কোয়ালিটি একদমই আগের মত আছে।
একেকটা মুক্তমনার বিবেক হল একেকটা সেপটিক ট্যাঙ্কের মত এবং মুখ সেপটিক ট্যাঙ্কের বায়ু নিঃসরণ পাইপের মত!!
এটা কখনো বদলাবে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিহিংসামূলক কথাবার্তা না বলে ধর্মকে সংস্কার করতে উদ্যোগী হোন, মানবকল্যানমুখী করে তুলুন । ধর্ম হচ্ছে মানুষকে প্রভাবিত করার মুখ্যম হাতিয়ার । এর মধ্যে মানবতাবাদ প্রবেশ করাতে পারলে পৃথিবী স্বর্গীয় উদ্যান হয়ে ওঠতো ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫১

দুরন্ত বেদুঈন বলেছেন: প্রতিহিংসাটাও আজকে তারাই দেখায়

২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩

মো: খায়রুল বাসার বলেছেন: ইসলাম ধর্মের সংস্কার অন্যদের মত প্রয়োজন নাই । কারন ইসলাম ধর্ম মানবকল্যানমুখী ও মানবতাবাদী ধর্ম । প্রতিহিংসা অন্যরাও (যারা উগ্র) আরও বেশী করে । মিডিয়া সবসময় ইসলাম বিরুধী ।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:০০

দুরন্ত বেদুঈন বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.