নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার

ই এম খান

পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষগুলোর মাঝে আমি একজন বলে আমার বিশ্বাস ।

ই এম খান › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধের বিচার চাওয়ার মানেই, আওয়ামিলীগকে সমর্থন করা নয় ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

আওয়ামিলীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম নির্বাচনী মেন্ডেট ছিল যুদ্ধাপরধীদের বিচার, আর যে আস্বাসে ভর করে সমগ্র জাতি বিশেষ করে যুব সমাজ তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের সংসদে পাঠায় । বিচার কার্য শুরুর সময় বেশ আশার বানী পাওয়া যাচ্ছিল , কিন্তু কিছু দিন গড়াতে না গড়াতেই যা ফিকে হয়ে যায় । একদিন শোনাগেল বাচ্চু রাজাকার পালিয়ে গেছে, অথচ এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোন সংবাদ নেই । কিছুদিন যেতে না যেতেই মামলার রায় এল, বাচ্চু রাজাকারের ফাসী । অথচ বাচ্চু রাজাকারের আগে যাদের বিচার কার্য শুরু হয়েছে যেমন নিজামী, মুজাহিদ, সাঈদী , গোলাম আজম , তাদের বিচারের কোন সুরাহা এখনো হয়নি । অন্যদিকে পলাতক একজনের ফাসীর রায় দিয়ে সরকারের মুই কন হনু রে ভাব । পদ্মা-সেতু কেলেঙ্কারি, দ্রব্যমূল্য, তেল, গ্যাস, বিদ্যুত ইত্যাদি যে-কোন ইস্যুতে কেউ কথা বলতে গেলেই সরকারের সকল সাংসদ মুখস্থ একখানা ডায়লগ মেরে দিচ্ছেন , '' যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চাল করার জন্যই এসব ষরযন্ত্র করা হচ্ছে ।'' পলাতক এক রাজাকারের বিচারের রায় নামক মুলা জনগনের সামনে ঝুলিয়ে , আর বাকি রাজাকারদের বিচারের আশ্বাস দিয়ে সরকারের বাকি সময়টা কাটিয়ে দেয়ার চেষ্ঠায় সরকার ব্যাস্ত । এমনকি পরবর্তি নির্বাচনে আওয়ামিলীগের নির্বাচনী ইসতেহারে বোধ করে এমনটা লিখা থাকবে '' আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, আগামীতে ক্ষমতায় এলে বাকিদের বিচার করা হবে।'' তবে সেই আগামী আদৌ আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ।



তবে আমরা সর্বসাধারন , যুদ্ধাপরাধীদের বিচার চাই, তার মানে এই নয় আওয়ামিলীগ সরকারের সব ছল-চাতুরি মেনে নেব । তাদের মনে রাখা উচিৎ ২০০০ সালের নির্বাচনে তাদের কেমন ভরাডুবি হয়েছিল । ৭ বছরের ব্যাবধানেই চার দিলীয় জোট আরও করুন পরিনতির শিকার হয় । জোর করে ক্ষমতায় টিকে থাকা যয়না তা অতীতে বহুবার প্রমানিত হয়েছে, কেউ টিকতে পারবেও না। জনগন প্রয়োজনে আগামী নির্বাচনে 'না' ভোট প্রদান করবে, তবু তাদের ছল-চাতুরি মেনে নেবে না । তাই আওয়ামিলীগ সরকারের প্রতি আহ্ববান , জনগনের কাঙ্খিত পথে চলেন, প্রকৃত সকল যুদ্ধাপরাধীর বিচার এই সংসদী আমলেই শেষ করেন , লুটপাট বন্ধ করেন। অন্যথায়, জনগন আপনাদের আস্তাকুরে ছুড়ে ফেলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.