নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনে নৌকা না থাকলে আওয়ামী লীগ ভোট দিতে যাবে না

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৭



বিএনপি ও জামায়াত নৌকার ভোট পেতে আশাবাদী। অথচ নৌকার ভোটাররা বলছে নির্বাচনে নৌকা না থাকলে তারা মোটে ভোট দিতেই যাবে না। তবে অন্য ভোটাররাও যেন ভোট দিতে না যায় তারা সেই চেষ্টা করবে। এর মধ্যে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। জুলাই আন্দোলনে তারা হতবম্ব হয়ে গিয়েছিল।সময়ের সাথে তারা নিজেদেরকে সামলে নিয়েছে।

বাইডেন প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তনে আগ্রহী থাকলেও ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তনে আগ্রহী নয়। তারা সব দলের অংশগ্রহণে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন চায়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে আওয়ামী লীগ নির্বাচনকে প্রশ্নবিঁদ্ধ করতে চেষ্টা করবে। এ অযুহাতে তারা বাংলাদেশের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আদায়ের চেষ্টা করবে। ড. ইউনূস নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে গেলে তিনি আর নির্বাচিত সরকারের কোন রকম সহায়তা করবেন না। ফলে নির্বাচিত সরকারের বেকায়দায় পড়ে দ্রুত জনপ্রিয়তা হারাবার সম্ভাবনা আছে।তখন আওয়ামী লীগ নির্বাচীত সরকারকে অবৈধ আখ্যা দিয়ে পদত্যাগে বাধ্য করতে চেষ্টা করবে।

জাশি ও বিএনপিকে কাদা ছোঁড়াছুড়ি করতে দেখা যাচ্ছে। সেই কাদা মাখিয়ে এবং শুকিয়ে তারা স্টাচু হয়ে গেলে আওয়ামী লীগ সেই সুযোগ গ্রহণ করবে। ২০২৬ সালেই তারা ক্ষমতায় ফিরতে চায়। প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত।জাশি ও বিএনপিকে বেকায়দায় ফেলতে পারলে তারা আবারও তাদেরকে বনসাই বানাবে। আগামী নির্বাচনে বিএনপি/জাশি জয়ী হলে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে কি? ক্ষমতা পাওয়ার চেয়ে এটা ধরে রাখা কঠিন। ড. ইউনূস অনেক দিন ক্ষমতায় থাকার আশা করেছেন। সেটা সম্ভব নয় দেখে তিনি মানে মানে কেটে পড়ছেন।

রাষ্ট্র সংস্কার চেয়ে জনগণ আওয়ামী বিরোধীতায় নেমে ছিল। বহু দিন গত হলেও তারা সংস্কারের কিছু পায়নি। সংস্কারের নামে বিএনপি তাদের একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলছে। কিন্তু জনগণ তাদের একত্রিশ দফা বাস্তবায়নে রাস্তায় নেমেছে কি? সামনে আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে রাস্তায় নামলে এবং জনগণ তখন তাদেরকে প্রতিরোধ করতে রাস্তায় না নামলে বিএনপি ক্ষমতায় থাকবে নাকি ছেড়ে পালাবে? বিএনপির কার্যক্রম আমার ঠিকঠাক মনে হচ্ছে না। আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে আমার টেনশন কেন? আমি তখন তাদেরকে জামাই বাবার কথা বললাম। বিএনপির তবে করনীয় কি? তাদের সবচেয়ে বড়কাজ জুলাই ঐক্য ধরে রাখা। সেইটাতে সফল না হলে আওয়ামী লীগ তাদেরকে ফূদিয়ে উড়িয়ে দিবে। তাদের কিছু লোককে নমিনেশন না দেওয়া ঠিক হয়নি। এটা তাদের জন্য আত্মঘাতি হতে পারে।

ইউপি পর্যায়ের ছাত্র লীগ কর্মী দলের জন্য পঁচাত্তর হাজার টাকা খরচ করার কথা বলেছে। অতীতে এ দলটি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সাময়িক তারা একটু অসুবিধায় থাকলেও তাদের সে অসুবিধা কাটিয়ে উঠার সম্ভাবনা আছে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৪

জেনারেশন একাত্তর বলেছেন:




আওয়ামী লীগ ভোটে থাকতে হবে; না'হয় নির্বাচনে জয়ী হওয়ার পর, বাংলাদেশের কেহ ট্রাম্পের সামনে পড়লে, সে লাথি মারতে পারে। মনে আছে, জিলেনস্কিকে লান্চে ডেকে, গালি দিয়ে হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছিলো।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার এ মন্তব্যটি ঠিক আছে।

২| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৫

জেনারেশন একাত্তর বলেছেন:



ইউনুস মি্যা ট্রাম্পের অনুগ্রহ পাবার জন্য পাকীদের দ্বারা লবিং করাচ্ছে।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি এখন জাতিসংঘের মহাসচিব হতে চান।

৩| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২০

সৈয়দ কুতুব বলেছেন: ইহা আপনি এখন জানলেন ? সামুর পাঠকরা উহা জানে না ? :)

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাই সব কিছু জানে না।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:২১

সৈয়দ কুতুব বলেছেন: জামাত আওয়ামি লিগের ভোট পেতে চায় । আসলে বহু বছর লিগের লুংগির নিচে ছিলো । ভাই-বেরাদের হয়ে গেছে ।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপিও আওয়ামী লীগের ভোট পেতে চায়। কিন্তু তারা বলছে তারা ভোট দিতে নয়, বরং ভোট ঠেঁঁকাতে যাবে।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৮

নতুন নকিব বলেছেন:



আওয়ামীলীগের ভোটার ভাগ বাটোয়ারা হওয়ার সম্ভাবনা আছে।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের ভোট ভাগ হয় না।

৬| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:



আওয়ামী লীগ ভুল করছে; ওদের উচিত বিনা সমস্যায় ভোট করতে দেয়া; যেহেতু ভোটের রেজাল্ট সেনাবাহিনী ও দুতাবাস দিবে, ভোটে গিয়ে পরাজিত হওয়ার চেয়ে, এখন চুপ হয়ে থাকা।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক আপনার উপদেশ তারা কতটা শুনে!

৭| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০৯

জেনারেশন একাত্তর বলেছেন:



আওয়ামী লীগের উচিত দল গুছানো, মিছিল ইত্যাদি না করে ঘরে ঘরে গিয়ে নিশ্চয়তা দেয়া যে, তারা সংঠিত হচ্ছে।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা তাদের কাজ তাদের মত করে করছে। বিএনপি যে হারে চাঁদাবাজী করছে তাতে তাদের জনপ্রিয়তা যা বেড়েছে তা’ আবার শেষ হয়ে যাচ্ছে। তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগ তাদেরকে তাড়া দিলে জনগণ তাদেরকে রক্ষা করতে আসবে না।

৮| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:



বিএনপি কি এইবার প্রথমবার চাঁদাবাজি করলো? রাজকারের বাচ্চারা কি শুধু ১৯৭১ সালে মানুষ মেরেছে, নাকি বারবার ইহা করে চলছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.