| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধ মামলা নিয়ে সমগ্র বাংলাদেশ ও বিশ্ব জুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে । কেউ বলছে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছেনা, কেউ মুখ ফুটে বলতে যেয়েও বলতে পারছে না । কেউ আবার ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মত বিচারে বাধাও প্রদান করতে চাচ্ছে ।
বাচ্চু রাজাকারের ফাসির রায়ের বেশ কিছুদিন যেতে না যেতেই আরেক যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারের রায় । সত্যিই চমকপ্রদ ও সন্তোসজনক, যদিও রায়ের বাস্তবায়ন নিয়ে সন্দেহ এখনো রয়েই গেছে । এদিকে জামাত-শিবির রায় দেয়ার আগেই ধিন তাই ধিন করে রাস্তায় নেমে নিযেদের অস্তিত্ব জানান দিতে ব্যাস্ত হয়ে উঠেছে । এমনকি সাঈদীর পক্ষে এখন থেকেই মানব বন্ধন, সভা ইত্যাদি করা হচ্ছে ।
যুদ্ধাপরাধীদের বাচাতে একদিকে তাদের হরতাল-অবরোধের নামে সর্বসাধারনের জান-মালের ক্ষতি সাধন, আর অন্যদিকে সরকার এই সুযোগকে পুজি করে সাধারন মানুষের দৃষ্টি তাদের ব্যার্থতা থেকে দূরে সরাতে ব্যাস্ত ।
নিযেদের কুকর্ম ঢাকতে যারা ধর্মকে ব্যাবহার করেছে এবং করে যাচ্ছে তাদের রক্ষার জন্য মানব বন্ধন, সভা, প্রতিবাদ ইত্যাদি যারা করে যাচ্ছে সেসব বেজন্মা ছাগলের ৩ নম্বর বাচ্চাদের প্রতি ধিক্কার দেয়ার ভাষা আমার জানা নেই । তারা যেন পড়নের লুঙ্গি খুলে মাথায় পাগড়ী পতিধান করে নিযেদের সুন্নতি প্রমানে ব্যাস্ত ।
এসব নাটকিয়তার শুরু আছে , কিন্তু শেষ এত সহজে হয়না । এর প্রেক্ষাপট শেষ হতে হতে ক্ষমতার পালা বদলের নিয়মে দেশের সরকার পাল্টে যায় । দেশদ্রোহী হয়ে যায় দেশপ্রেমিক , য্যদ্ধাপরাধী হয়ে যায় মন্ত্রী । শুধু শ্যধু ছাগলের ৩ নম্বর কিছু বাচ্চা, আর কিছু সাধারন মানুষ মারা পরে ।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
ই এম খান বলেছেন: এবার ইন-শা-আল্লাহ, সব যুদ্ধাপরাধীদের বিচার হবে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
সহীদুল হক মানিক বলেছেন: কারো কোনো মাফ নাই।সব রাজাকারের বিচার এই বাংলার মাটিতে করতে হব