| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানালি আমায় রাম আর বাম,
করলি তোরাই যত্ত আকাম ।
নাম-দিলি হেফাযতে ইসলাম ,
আজীবন কইরা যত্ত কুকাম ।
কইলি আবার আমায় নাস্তিক,
তুইযে নিযে কিসের আস্তিক!
মউদুদিবাদরে কইলি সেরা ,
তোর মাথায়যে উঠছে কেরা
ফতোয়াবাজীর মুন্ডি খাড়া ।
মুজাহিদ বাহিনী বানাইছিলি ৭১ এর সময়,
ধর্মের ২টা কথা কইলে, ভুলবে কি মন সবার ?
গুলাপী বেগমের ছবি লইয়া নামাজ যখন পড়ছিস,
একটা বারও মনে হয়নাই, ধর্মের নামে পাপ করছিস ?
মাদ্রাসার পোলাপাইনরে খেপাইয়া নিয়া আইছিস,
ওরা আদৌ জানেওনা , কি গুবলেট পাকাইছিস ,
জামাত থেকে আলাদা হওয়ার ধরলি খুব এক ভান,
সাকার টাকা দিয়া খাইলি কলিজা সিঙ্গারা আর নান ।
ভন্ডামিটা ছাইড়া এইবার ভাল হইয়া যা,
ধর্মের নামে আর কোন কুকাম করিস না ।
ধর্ম আমার, ধর্মযে তোর, ধর্মটা যার যার ।
আল্লার-ওয়াস্তে, মনে রাখিস, দেশটাযে সবার ।
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
0গাংচিল বলেছেন: আলতামাশ বলেছেন: ১-হেফাজতে ইসলাম কি কুকাম করছে ভাই?
২-তারা কবে মওদউদিবাদীদের সেরা বলল?
৩-মুজাহিদ বাহিনী বানাইছে, এটার কোন ঐতিহাসিক দলিল আছে? আড়াইশ টাকা দামের মালানার কথায় কাজ হইব না।
৪-হেফাজতে ইসলামের কোন নেতা ছবি নিয়ে নামায পড়েন নি। যেই ছবিটা আপনারা প্রচার করেন সেটা জামাতের।
৫-সাকার টাকা খেয়েছে, এর নির্ভরযোগ্য প্রমাণ কেউ কোনদিন দেখাতে পারবে না। অপপ্রচার হলেই সেটা সত্য হয়ে যায় না।
আর যে সকল মুসলিম ভাইরা, হেফাজতে ইসলামের দাবিগুলোর প্রতি সমর্থন জানান নি, তাদের সুরা বাকারার দুইটি আয়াত তুলে দিলাম,
তোমরা কতক অংশ বিশ্বাস কর আর কতক অবিশ্বাস কর? যারা এমন করবে দুনিয়ার জীবনে তাদের কপালে দুর্গতি ছাড়া কিছু নেই। কিয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করানো হবে। আল্লাহ তায়ালা তোমাদের কাজ কর্ম সম্পর্কে বেখবর নন। এরাই তারা যারা পরকালের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। অতএব তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে। (আল বাকারাঃ ৮৬,৮৭
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৮
শয়ন কুমার বলেছেন: হাতেগোনা কয়েকজন ধর্ম বিদ্বেষীদের শাহবাগে অবাঞ্চিত ঘোষণা না করে উল্টো হরতাল ঢেকে সাধারণ ধর্মপ্রাণ মানুষের সিম্পাথির মুখে লাথি মারলো শাহবাগের বলদ নেতারা । শাহবাগের ধর্মপ্রাণ সাধারন জনগনের কাতারে না দাঁড়িয়ে শাহবাগের হাতেগোনা কয়েকজন ধর্মবিদ্বেষীদের রক্ষায় এগিয়ে গেল শাহবাগের বলদ নেতারা।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
আলতামাশ বলেছেন: ১-হেফাজতে ইসলাম কি কুকাম করছে ভাই?
২-তারা কবে মওদউদিবাদীদের সেরা বলল?
৩-মুজাহিদ বাহিনী বানাইছে, এটার কোন ঐতিহাসিক দলিল আছে? আড়াইশ টাকা দামের মালানার কথায় কাজ হইব না।
৪-হেফাজতে ইসলামের কোন নেতা ছবি নিয়ে নামায পড়েন নি। যেই ছবিটা আপনারা প্রচার করেন সেটা জামাতের।
৫-সাকার টাকা খেয়েছে, এর নির্ভরযোগ্য প্রমাণ কেউ কোনদিন দেখাতে পারবে না। অপপ্রচার হলেই সেটা সত্য হয়ে যায় না।
আর যে সকল মুসলিম ভাইরা, হেফাজতে ইসলামের দাবিগুলোর প্রতি সমর্থন জানান নি, তাদের সুরা বাকারার দুইটি আয়াত তুলে দিলাম,
তোমরা কতক অংশ বিশ্বাস কর আর কতক অবিশ্বাস কর? যারা এমন করবে দুনিয়ার জীবনে তাদের কপালে দুর্গতি ছাড়া কিছু নেই। কিয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করানো হবে। আল্লাহ তায়ালা তোমাদের কাজ কর্ম সম্পর্কে বেখবর নন। এরাই তারা যারা পরকালের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। অতএব তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে। (আল বাকারাঃ ৮৬,৮৭)