নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি আলাপ সম্পূর্ন নিষিদ্ধ

এম আই এইচ রাজন

ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে

এম আই এইচ রাজন › বিস্তারিত পোস্টঃ

চমৎকার মজার মজার জোকস্। অবশ্যই হাসি পেতে হবে। জোকস্ ভান্ডার থেকে সংগ্রহ। কেউ একবার পড়লে এখন পড়ে মাইন্ড করবেন না।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪২

০১. গরম চা



১ম চাপাবাজঃ আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!

২য় চাপাবাজঃ কি বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!





০২. চাপাবাজি-১



একবার এক অনুষ্ঠানে এক বাংলাদেশি, সাউথ আফ্রিকান আর ইন্ডিয়ান গল্প করছে। আলোচনার বিষয়বস্তু ক্রিকেট।



ইন্ডিয়ান: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল, স্টাইকার এন্ডে ছিল শচীন। বোলার বল করল, শচীন সেটা থার্ডম্যানের দিকে ঠেলে দিয়ে ৩ রান নিল, ফিল্ডার সেটা ছুড়ল নন-স্টাইকার এন্ডে। ওভার থ্রো তে শচিন আরও তিন রান নিয়ে নিল। এবার ফল্ডার সাবধান হয়ে সেটা ছুঁড়ে দিল উইকেট কিপারের দিকে, উইকেট কিপার ধরতে পারল না আর বলটা চলে গেল বাউন্ডারির ওপারে ফলে চার রান। ৩+৩+৪ =১০ আমরা জিতে গেলাম।



সাউথ আফ্রিকান: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমদের গ্রায়েম স্মিথকে তো তোমরা চেন। তার গায়ে মারাত্মক জোর। সে এমন জোরে মারল জে বল স্টেডিয়াম পার হয়ে কয়েক শ গজ দূরে গিয়ে পড়ল। আম্পায়ারের কোন উপায় ছিল না। সে ১২ রান দিয়ে দিল। আমরা জিতে গেলাম।



বাংলাদেশি: একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমাদের আশরাফুলকে তো তোমরা চেন, সে সেইরকম মারকুটে ব্যাটসম্যান। বোলার বল করল আর আশরাফুল সজোরে ব্যাট চালাল। ব্যাটের আঘাতে বল ভেঙে দুইটুকরা হয়ে গেল। এক টুকরা উড়ে বাউন্ডারি পার হল আর অন্যটুকরা গড়াতে গড়াতে বাউন্ডারি পার হল। ফলে আমরা ৬ + ৪ = ১০ রান করে ফেললাম। আমরা জিতে গেলাম।





০৩. চাপাবাজি-২



দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-

প্রথম চাপাবাজ: জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।

দ্বিতীয়চাপাবাজ: অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলেতো।



০৪. চাপাবাজি-৩



তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ননা করছে।



প্রথম বন্ধুঃ "জানিস আমি স্বপ্নে দেখলাম মরুভুমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।"



দ্বিতীয় বন্ধুঃ "আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্নমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি।"



তৃতীয় বন্ধুঃ "আমি স্বপ্নে দেখলাম এতো কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস।"



০৫. ছাত্র-শিক্ষক



ম্যাডাম সাহিত্যের ক্লাসে টেস্ট নিতে গিয়ে ছাত্রদের বললেন, তোমরা এমন একটা ছোট গল্প লেখ, যাতে একই সংগে রহস্য, যৌনতা, রাজকীয়তা, ধর্মীয় আবেশ সবই থাকে। সময় ২০ মিনিট।



২ মিনিট যেতে না যেতেই একজন হাত তুলে বললো, ম্যাডাম আমার শেষ এত কম সময়ে শেষ দেখে ম্যাডাম তো রীতিমত অবাক।



ম্যাডাম: যে চারটা বিষয় বলেছিলাম তার সবগুলো তোমার গল্পে আছে তো?

ছাত্র: জ্বী ম্যাডাম।

ম্যাডাম:তোমার গল্প পড়ে শোনাও দেখি।

ছাত্র: ওহ আল্লাহ, রাজকুমারী আবার প্রেগন্যান্ট! কে করলো আকামটা!!!



০৬. ছাত্র-শিক্ষক -(ESPN)





শিক্ষকঃ ধ্রুব, বলতো এসিসি (ACC) তে কী হয়?

ধ্রুবঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

শিক্ষকঃ ভালো । এবার অয়ন বলতো বিবি (BB) তে কী হয়?

অয়নঃ বাংলাদেশ ব্যাংক, স্যার।

শিক্ষকঃ খুব ভাল , নন্দদুলাল তুমি এবার বলতো ইএসপিএন (ESPN)-এ কী হয়?

নন্দদুলালঃ সারা দিন শুধূ খেলা হয়, স্যার।



ধন্যবাদ সবাইকে।















মন্তব্য ৩৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০১

আমি বীরবল বলেছেন: সত্যি ভাল লেগেছে। +

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩০

এম আই এইচ রাজন বলেছেন: ভালো লাগার জন্যইতো লেখা। ধন্যবাদ

২| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০২

আমি বীরবল বলেছেন: প্রিয়তে।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩১

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৭

কাম্রুল বলেছেন: ভাল্লাগ্লো...

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩২

এম আই এইচ রাজন বলেছেন: ধন্নোবাদ

৪| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৮

সবার প্রিয় বলেছেন:
ভালবাসি ক্রীড়াকে
ভালবাসি দেশকে
ভালবাসি সামুকে
ভালবাসি পড়তে
ভালবাসি দেশের মানুষকে
ভালবাসি আমার জীবনকে

এই চাপাটা জোসসসসসসসসসসস

আর তাছাড়া পোস্ট এর চাপা গুলাও দারুন। +

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৪

এম আই এইচ রাজন বলেছেন: ওই কি বলতে চান আপনি আমার প্রোফাইল বুঝি চাপা হলো? আপনাকে মাইনাস

+ এর জন্য ধইন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:১১

ডট কম ০০৯ বলেছেন: সত্যি ভাল লেগেছে

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৫

এম আই এইচ রাজন বলেছেন: সত্যি একটা ধন্যবাদ

৬| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:১১

মঈনউদ্দিন বলেছেন: ভাল লেগেছে তয় হাসি আসে নাই


কৌতুক গুলো পুরান

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৭

এম আই এইচ রাজন বলেছেন: না কাঁদাই ভালো।
আগেই তো বলেছি পুরান।
নো মাইন্ড

৭| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:১৫

টানজিমা বলেছেন: ছাত্র-শিক্ষক -(ESPN)

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৮

এম আই এইচ রাজন বলেছেন: ছাত্র-শিক্ষক -(ESPN)?????????
ভালো/খ্রাপ?????

৮| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩০

আঁতেল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪০

এম আই এইচ রাজন বলেছেন: হায় হায় বেশি হাসবেন না। পরে পাবনা পাঠাই দিবো।

৯| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৩৮

বলাক০৪ বলেছেন: ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪১

এম আই এইচ রাজন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:৫৬

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: valo lagse:)

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:৩০

এম আই এইচ রাজন বলেছেন: Dannobad Aponake.

১১| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৩০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ফাটফাটি হয়েছে।++++

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৪

এম আই এইচ রাজন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১২| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৩:৩৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: ১ বলে ১০ রানের থিওরীটা দারুন লেগেছে।

২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৭

এম আই এইচ রাজন বলেছেন: হা: হা: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বিএনসিসি=???????????????????????
একটু বললে ভালো হত।
বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর??????????

১৩| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৫

তায়েফ আহমাদ বলেছেন: পছন্দৈছে...........

৩০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৬

এম আই এইচ রাজন বলেছেন: হাঁচানি, তাইলে বালা অইছে।

১৪| ২৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

তুষারকনা বলেছেন: হাহাহাহাহাহাহাহা

৩০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৬

এম আই এইচ রাজন বলেছেন: হাহাহাহাহাহাহাহা

১৫| ২৮ শে জুন, ২০১০ রাত ১০:৪০

বোরহান_ইকই বলেছেন: ভাল্লাগ্লো.
পছন্দৈছে.

০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪৮

এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৬ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৬

বিদ্রোহী সৈনিক বলেছেন: ৫...... =p~ =p~ =p~

১০ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০৩

এম আই এইচ রাজন বলেছেন: আপনারে দেইখা আমার ভয় লাগে।

১৭| ১৩ ই মে, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: হাসি পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.