![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে
আজকাল পত্রিকাগুলোতে খবরের চেয়ে বিজ্ঞাপনই সবচেয়ে বেশি দেখা যায়। মনে হয় বিজ্ঞাপনের জন্যই পত্রিকা। খবরের জন্য না।
এটা এক ধরনের মহা বিরক্তিকর আবার কারো জন্য উপকারও বটে।
চলুন আজকে আমি আপনাদের নতুন মডেলের বিজ্ঞাপন দেখাই :
১. গার্ল ফ্রেন্ড আবশ্যক
গায়ের রং : অবশ্যই মেগান ফক্স (দুধে আলতা)
উচ্চতা : ৫'.৫''--৫'.৮''
বয়স : ১৮ থেকে ২২ বছরের মধ্য। বয়স কম বেশি আবেদন করবেন না।
চোখ : কিছুটা রানী মুখার্জীর মত (অথবা হরিণের মত হতে হবে) কানা, টেরা গ্রহন যোগ্য হবে না।
অভিজ্ঞতা : দুই বছরের হিন্দি মুভি দেখার অভিজ্ঞতা থাকতে হবে।
যা প্রয়োজন: অবশই ঢাকায় বাড়ি গাড়ি থাকতে হবে। সাথে একজন শ্যালিকা।
বি:দ্র: ছ্যাকা খাওয়া কোন লোক আবেদন করলে সরাসরি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
যোগাযোগের ঠিকানা:
৪২০ ব্যাচেলর নগর
গাবতলা, ঢ়াকা- ১১০০০
মোবাইল : ০১৫১৯০৩০৪৫৭
০২. হারিয়েছে
আমার শখের কবুতরটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের ফতুয়া এবং লাল রং এর থ্রি কোয়াটার। মাথায় ছিল সবুজ বর্ণের কেপ। ডান পায়ের কোনার আঙুলটা ছোট।
কেউ যদি দয়া করে পেয়ে থাকেন তাহলে তাকে পুরস্কৃত করবো। পুরস্কারের অংকটা বহুত হাজার টাকা।
যোগাযোগ :
৬৯ নাই পাড়া, খালি নগর, ঢাকা-১৫০০
মোবাইল : দু:খিত তারে খুজতে গিয়ে মোবাইলটা ছিনতাইকারি নিয়ে গেছে।
৩. বিক্রয় হবে
আমার ৩ নম্বর ফেসবুক আইডিটা বিক্রয় করিব। আমি ছেলে হলেও এটা মেয়ে নামে ব্যবহার করি। তাইতো ৭ হাজার ফ্রেন্ডের মধ্য ৫০০০ হাজার ফ্রেন্ডই মেয়ে।
যোগাযোগ : সরাসরি ই-মেইল অথবা মোবাইলে।
ই-মেইল : [email protected]
মোবাইল : +৯৯ ০১২৩৪৬৭৮৯০
ধন্যবাদ সবাইকে।
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
এম আই এইচ রাজন বলেছেন:
২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১
মহিদুল বেস্ট বলেছেন: হায়! হায়! এইটা কি করছেন?
১ম বিজ্ঞাপন ভাল লাগছে!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৭
এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
রাজ্জাক রাজ বলেছেন:
Typed with Panini Keypad
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬
এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১
এম আই এইচ রাজন বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
যা প্রয়োজন: অবশই ঢাকায় বাড়ি গাড়ি থাকতে হবে। সাথে একজন শ্যালিকা।
গার্লফ্রেন্ডের শ্যালিকা থাকতে হবে ??
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৩
এম আই এইচ রাজন বলেছেন: গার্লফ্রেন্ডের ছোট বোন
৬| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
এন এফ এস বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
এম আই এইচ রাজন বলেছেন:
৭| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
হাসিব০৭ বলেছেন:
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
এম আই এইচ রাজন বলেছেন:
৮| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
মোমেরমানুষ৭১ বলেছেন: এই বিজ্ঞাপনটাই আমি খুজছি..... একটু এডিট কইরা..
১. গার্ল ফ্রেন্ড আবশ্যক, সব কিছু মিলে গেলে বিবাহের গ্যারান্টি......
গায়ের রং : অবশ্যই মেগান ফক্স (দুধে আলতা)
উচ্চতা : ৫'.৪''--৫'.৬''
বয়স : ১৮ থেকে ২১ বছরের মধ্য। বয়স কম বেশি আবেদন করবেন না।
চোখ : কিছুটা রানী মুখার্জীর মত (অথবা হরিণের মত হতে হবে) কানা, টেরা গ্রহন যোগ্য হবে না।
বিশেষ যোগ্যতা: আমাকে মন-প্রাণ উজাড় করে ভালবাসতে হবে। আস্তিক হতে হবে। ধর্ম-ইসলাম। পড়াশোনা: নিম্নে দ্বাদশ শ্রেণী
অভিজ্ঞতা : বিশেষ কোন কিছু নেই।
অবশ্য পালনীয়: ফোন দিলে কখনও যেন ওয়েটিংএ বা বিজি না পওয়া যায়
যোগাযোগের ঠিকানা:
ব্লগের নিক মোমেরমানুষ৭১ ( আসল নাম অন্য আরেকটা)
উত্তরা, ঢ়াকা- ১২৩০
মেইল,ফেসবুক : [email protected]
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬
এম আই এইচ রাজন বলেছেন: কিছু হইল?????????
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দু:খিত তারে খুজতে গিয়ে মোবাইলটা ছিনতাইকারি নিয়ে গেছে।