![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি ক্রীড়াকেভালবাসি দেশকেভালবাসি সামুকেভালবাসি পড়তেভালবাসি দেশের মানুষকেভালবাসি আমার জীবনকে
প্রিয় বাচ্চু ভাই,
তোমার কিসের এত রাগ? কার উপর তুমি রাগ কর? কাদের কাছে তোমার রাগের কথা বলছো? ঐ উচ্চবিত্ত কুলাংগারদের কাছে? যারা ৭৫,০০০টাকা (হারাম আয়ের টাকা)দিয়ে হিন্দিংলিশ ও উলংগ গান শুনে তাদের কাছে?
মনে রাখবা বাচ্চু ভাই আমরা ৯০% বাংগালী কিন্তু আমাদের অন্তর থেকে তোমাকে ভালোবাসি। আজ তোমাদের (আমাদের) যে অপমানটা করেছে, তা কি আমরা সহজে ভুলে যাবো? না কখনো না।
যতদিন তোমার গিটারের আওয়াজ আমাদের কানে বাজবে ততদিন আমরা তোমাকে প্রাণভরে ভালোবেসে যাবো। আর ঐ কুলাংকারদের ধিক্কার জানিয়ে যাবো।
"তুমি কেন বোঝ না, তোমাকে ছাড়া আমি অসহায়....
আমার সবটুকু ভালোবাসা তোমায় গিরে................"
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৭
সুমন কর বলেছেন: মনে রাখবা বাচ্চু ভাই আমরা ৯০% বাংগালী কিন্তু আমাদের অন্তর থেকে তোমাকে ভালোবাসি। আজ তোমাদের (আমাদের) যে অপমানটা করেছে, তা কি আমরা সহজে ভুলে যাবো? না কখনো না।
যতদিন তোমার গিটারের আওয়াজ আমাদের কানে বাজবে ততদিন আমরা তোমাকে প্রাণভরে ভালোবেসে যাবো। আর ঐ কুলাংকারদের ধিক্কার জানিয়ে যাবো।