নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহ্য জীবনের ব্যথা
জীবন খুব ছোট ।সময় গুলোকে মূল্য দিচ্ছি না।জীবনের সময় দ্রুত চলে যাচ্ছে। জীবনের ঘড়ি যখন থেমে যাবে -কিছুই করার থাকবে না।
সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে মৃত্যুর কাছাকাছি চলে যাই তবুও টাকা ধরা দেয় না। জীবন যেভাবে যাচ্ছে,সেভাবেই যেতে দিন ।
হাজার মাইল দৌড়ালেও লক্ষ্যে পৌছানো যায় না।
কিছুদিন আগে একটা নিউজ দেখলাম -সবার জন্য খাদ্য নিশ্চয়তা এবং খাবার অপচয় রোধে সভা সেমিনারে বিশাল খাবার অপচয় করেছেন ।সম্মানিত অতিথিদের যে খাবার দেয়া হয়েছে তারা তা খাননি ।কিন্তু সেমিনার ছিল খাবার অপচয় রোধ করা ।
সভা ,সেমিনারে না করে সমস্যা সমাধান করা উচিৎ ।
নিজেকে শো অফ করা থেকে বিরত থাকুন প্লিজ
মানুষের রক্তের কোন মূল্য নেই ।তবে রাস্তায় ডিব্বা থেকে কেন এত রং পড়ল এ নিয়ে চিন্তিত সবাই ।
গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিয়ে আমরা ফালতু জিনিস নিয়ে মেতে থাকি ।
আমি তাকে সাহায্য করার চেষ্টা করছি -সে কিনা আমাকেই মেরে ফেলতে চাইছে
আমার কাছের মানুষ শত্রু ।সেটা আমি কখনোই জানি না।শেষ বেলায়ও তাকে ভালবেসে যাই
পৃথিবী দেখার জন্য ,বই আপনার জানালা ।
ভার্চুয়াল সোস্যাল লাইফ ।মারাত্বক নেশা ।এ নেশা থেকে বেরিয়ে পরিবারে সোস্যাল নেটওয়ার্ক তৈরি করুন ।
মানবিক মূল্যবোধ হারিয়ে আমরা অপরের অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছি
আরো কইয়েক্টা ছিল কিন্তু সামু আর নিচ্ছে না।
সংগ্রহ -ইন্টারনেট ।
ধন্যবাদ
২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭
এডওয়ার্ড মায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুমন দা ।
এবার পূজোর লাড্ডু খাওয়া হয়নি ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪০
পথঘাটের কথা বলেছেন: সময় উপযুগি লেখা।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৩
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩২
আমি নশ্বর বলেছেন: ছবি গুলা কয়েকটা পর্ব করে দিতে চেষ্টা করেন ,তবেই অন্য অর্থবহ ছবিগুলা আর না দেখা থাকবেনা বলে আশা করছি ।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫
এডওয়ার্ড মায়া বলেছেন: দেবার চেষ্টা করছি ।সাথে থাকার জন্য ধন্যবাদ
৪| ২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪১
রক্তিম দিগন্ত বলেছেন:
প্রতিটা ছবিই অর্থবহ। জীবনের মৌলিক গল্প ও শিক্ষার প্রতিফলন ফুঁটে আছে ছবিগুলোতে।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৭
এডওয়ার্ড মায়া বলেছেন: পোষ্টে বিশেষ নজর রাখার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ।
৫| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭
অগ্নি সারথি বলেছেন: ৩ নম্বরটা।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ অগ্নি দা।
ভাল আছেন নিশ্চয় ।
৬| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলো অর্থবহ। ভাল লেগেছে
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০
এডওয়ার্ড মায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় ব্লগার ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৯
দিগন্ত জর্জ বলেছেন: ছবি দিয়ে বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। আপনার ক্যাপশনগুলোও প্রাণবন্ত। ধন্যবাদ শেয়ার করার জন্য।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪
এডওয়ার্ড মায়া বলেছেন: মূল বিষয়ের উপর মন্তব্য দেবার জন্য ধন্যবাদ ।
ভাল থাকবেন।
৮| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৩
নীলপরি বলেছেন: ভালো লাগলো । শেয়ার করার জন্য ধন্যবাদ ।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৬
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার ভাল লাগা পেয়ে আপ্লুত হইলাম ।ভাল আছেন নিশ্চয় ।
৯| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫১
বিলিয়ার রহমান বলেছেন: ছবিগুলো প্রতিকী!!এর বাস্তবতা নির্মম!
অনেক সুন্দর শিক্ষনীয় পোস্টের জন্য মায়া ভাই আপনাকে ধন্যবাদ!
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৯
এডওয়ার্ড মায়া বলেছেন: গঠনমূলক মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ভাইয়া ।
সুস্থ এবং সুন্দর থাকুন।
১০| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
যে কয়েকটা বাকি আছে সেগুলো দিয়া আরেক্টা পোস্ট দেন।
অর্থবহ ছবির সাথে বর্ণনা দেয়াতে বুঝতে সুবিদা হইসে।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেকদিন পর প্রিয় ব্লগার !
ভাল আছেন নিশ্চয় ।
বাকিগুলা দেয়ার চেষ্টা করব ।
ধন্যবাদ অনেক ।
১১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪২
আরিফসুমন বলেছেন: সময় উপযোগী ছবি। ভাল লাগল।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৪
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।
১২| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
স্বপ্নহীন স্বপ্নদর্শী বলেছেন: মনে হচ্ছিলো বাস্তব জিনিস আয়নাই দেখলাম।
অসাধারন।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার গভীর পর্যবেক্ষনে ধন্যবাদ ভ্রাতা ।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: শিক্ষামূলক, ভালোলাগা জানিয়ে গেলাম।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫২
অরুনি মায়া অনু বলেছেন: দারুণ ছবি গুলো। চমৎকার বর্ণনা।
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন কালেকশান!
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
ইমন হাসান007 বলেছেন: গঠনমুলক লেখা।
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০
রাই্হান পাটওয়ারী বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: লেখা আর ছবিগুলো অর্থবহ।
শেয়ার করার জন্য ধন্যবাদ। +।