নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহ্য জীবনের ব্যথা
যারা থিয়েটার করেন তারা মানুষ হিসেবে চমৎকার ব্যাক্তিত্ববান হয় এবং কিছুটা পাগলা কিসিমের আবার অতি মাত্রায় লুইচ্চা হয়.
আমার প্রিয় একজন মানুষ তিনি থিয়েটার করেন.ঘটনার পর্যায়ে আমাকে তিনি এক নাট্য কর্মশালায় নিয়ে গেছেন.তিনি অতি চমৎকার মানুষ।আমার অভিজ্ঞতায় দেখা- যারা টুকটাক ব্লগিং করেন তারা সাধারন হয়েও একজন রিক্সাওয়ালার সাথেও ভাল বন্ধুত্ব করতে পারেন আবার একজন উচ্চ শ্রেণীর মানুসষদের সাথেও আন্তরিক হয়ে উঠেন।এটা আমার বাস্তব অভিজ্ঞতায় দেখা।যারা থিয়েটার করেন তাদের মাঝেও এটা আমি লক্ষ্য করেছি।আমি একদিন থিয়েটার কর্মী হয়ে গেছিলাম । ক্লাসের রিহার্সেল হচ্ছিল এবং নাট্যশাস্ত্রে রস নিয়ে বোঝাচ্ছিলেন।আমি যা বোঝেছি তা আপনাদের সাথে রস নিয়ে ফ্রী জ্ঞান বিতরন করব ।
মানুষের মুখায়ব দিয়ে ৮ প্রকার এক্সপ্রেসন দেয়া যায়।যারা থিয়েটার করেন তারা জানেন।
নাট্যশাস্ত্রে রস ৮ প্রকার। এগুলো হলো
−শৃঙ্গার রস, হাস্য রস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস ও অদ্ভুতা রস।আদতে রস ৯ প্রকার।
−শৃঙ্গার, বীর, করুণ, অদ্ভুত, হাস্য, ভয়ানক, বীভৎস, রৌদ্র ও শান্ত।
১. শৃঙ্গার: প্রেমে পড়লে যে এক্সপ্রেসন আসে তা শৃজ্ঞার রস। নরনারীর দৈহিক সম্ভোগের ইচ্ছায় প্রেমপ্রকাশে এই রস মানে অতি খুশি।
২. বীর: সাহসী ,দয়া, ধর্ম, দান এবং যুদ্ধের নিমিত্তে এই রস দেখা যায়।
৩. করুণ: প্রেমে ব্রেকাপ হলে,প্রেমে ছ্যাকা খেলে প্রিয়জন হারালে ইত্যাদিতে এই রসের সৃষ্টি হয়। মূলত শোকের ভাব প্রকাশ পায়।
৪. রৌদ্র: তেজি ভাব থেকে এই রস আসে।ভয়ঙ্কর রূপ হলো এই রস।
৫. অদ্ভুত: আশ্চর্যজনক কোনো বিষয় উদ্ভুত অথবা বিস্ময়কর ভাবই হলো অদ্ভুত রস।
৬. ভয়ানক: । বিপদজনক বা ভীতিপ্রত কোনো বিষয় থেকে মুখাবয়বে এই রস আসে।
৭. বীভৎস: কুৎসিৎ বিষয়ের প্রতি ঘৃণা থেকে বিভৎস রসের সৃষ্টি হয়।
৮. হাস্য: হাসি/ঠাট্টা অথবা কৌতুকজনক আচরণ থেকে এই রসের উদ্ভব হয়।
৯. শান্ত: মনে মনে যে সুখ আসে তা হল শান্ত রস।
আরো এক প্রকার রস পাওয়া যায় তা হল সন্তানের প্রতি স্নেহ থেকে যে রস আসে তা বাৎসলৎ রস।
রস নিয়ে যারা বিস্তারিত পড়তে চান তাহারা লিংকে ঘুতা মারেন।
ধন্যবাদ
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯
এডওয়ার্ড মায়া বলেছেন: গাজী সাব আপ্নে খালি সোজা দুষ্টমি করেন।আমি কিন্তু সোজা সরল।
বয়স অল্প মাত্র ২৭ ।
মাঝে মইধ্যে অতি প্রচলিত শব্দের সঠিক অর্থ জানা থাকে না অথবা ঐ সময় মনেও আসে না।
বাংলা ভাষায় লুইচ্চা এমনটি শব্দ যা মুখে মুখে প্রচলিত হয়ে গেছে।
সম্ভবত হিন্দি লোফার মুভি থেকে লম্পট বাংলায় লুচ্চামি এসেছে যার স্বভাবে লাম্পট্য ভাব প্রবল; নারীসঙ্গমে অতি আগ্রহী ব্যক্তি।
হৈছে কাক্কু !
২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
বিলিয়ার রহমান বলেছেন: পোস্ট পড়ে অদ্ভুত রসে আসক্ত হয়ে গেলাম!
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪
এডওয়ার্ড মায়া বলেছেন: মন্তব্যে রসে টুইটুম্বর ।
ধন্যবাদ বিলিয়ার ভাই।
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬
সুমন কর বলেছেন: আহা.....এতো রস !!
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭
এডওয়ার্ড মায়া বলেছেন: আমি যা রস নিয়ে সুমন দা তার কিছুটা আপনাদেরও দিয়ে দিলাম ।
ধন্যবাদ সুমন দা
৪| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩
অতঃপর হৃদয় বলেছেন: খেজুর রস খান না???
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪
এডওয়ার্ড মায়া বলেছেন: এই গরমের মইধ্যে ঠান্ডা পানি মিলে না আবার খেজুরের রস
তোম্রা মিয়া পানি দিতে পারনা-খেজুরের রস নিয়া পইড়া আছ !
৫| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
রস তত্ত্ব পড়ে মজা পেলাম !
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৫
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা জানবেন।
৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো পোষ্টখানা। অনেক কিছুই জানলাম। +
১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
এডওয়ার্ড মায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভ্রাতা ।
ভাল থাকবেন।
৭| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:২১
অগ্নি সারথি বলেছেন: নয়টা রস পইড়া আর রস পড়ার খায়েস নাই। রসাল পোস্ট বালাইচে।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০০
এডওয়ার্ড মায়া বলেছেন: বৈশাখের রস রস শুভেচ্ছা অগ্নি দা ।
ভাল থাকবেন।
৮| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: বৈশাখী আগমনে এত রস সইব কেমনে।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০০
এডওয়ার্ড মায়া বলেছেন: বড় চিন্তার বিষয়
ধন্যবাদ ভাই
৯| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: হঠাৎ নাট্যরস নিয়ে লিখলেন!
এবার তাহলে নন্দনতত্ত্ব নিয়ে লিখে ফেলুন।
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪
এডওয়ার্ড মায়া বলেছেন: এক নাট্য কর্মশালায় গিয়েছিলা বিজন দা-ত সেখান থেকে যা জানলাম সেটাই শেয়ার করলাম।
বিশেষ কিছু না।
ধন্যবাদ।ভাল থাকবেন।
১০| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রসে রসে টইটুম্বুর পোস্ট!!!
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
এডওয়ার্ড মায়া বলেছেন: আপ্নে ভাই যে রস ঢেলে রম্য লিখেন -সেই রসের এক্সপ্রেসন কিভাবে হয় সেটাই জানানোর চেষ্টা করছিলাম।
ধন্যবাদ লিটন দা
১১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০২
টারজান০০০০৭ বলেছেন: এক্কেরে রসময় গুপ্ত !
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।
১২| ২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: আমি ব্লগারের খাতায় নাম লেখানোর আগে থেকেই ধনী গরীব সবার সাথে আন্তরিকতার সাথে মিশি শাকিল ।
অনেকদিন পর গুরুত্বপুর্ন বিষয় নিয়ে লেখায় ভালোলাগা রইলো
+
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
এডওয়ার্ড মায়া বলেছেন:
জুন আপু আপনার প্রতি সবসময় শ্রদ্বা ।
এই যে মাথা নুইয়ে দিলাম
আমি এখনো অপেক্ষায় বাংলার লেডি ইবনে বতুতার বই বের হবে -আমি সেই বই কিনতে জাতীয় গ্রন্থমেলায় যাবো।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপু।
১৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,
শান্ত রসে ভিজে ওঠার মতো লেখা ।
তবে লুইচ্চা হলে যে কেউ যে কোনও রস পেতে পারেন এখান থেকে।
শুধু একটা রস তারা পাবেন না এখানে । তা - খেজুরের রস ...
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার মন্তব্যে একটা ভিন্ন রস পাবো এ নিয়ে কোন সন্দেহ ছিল না জী,এস দা
যে রস দিয়েছেন ভিজে একাকার
আন্তরিক ধন্যাদ এবং কৃতজ্ঞতা।
বৃষ্টিস্নাত রাতে নিশ্চয় ভাল আছেন।
দোয়া এবং ভালবাসা দাদা
১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: নানাবিধ রস নিয়ে রসালো পোস্ট ।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১
এডওয়ার্ড মায়া বলেছেন: বিলম্বিত মন্তব্যে দুঃখিত সেলিম ভাই।
পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ কবি।
১৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:১৩
ধ্রুবক আলো বলেছেন: কেমন আছেন ভাই?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২
এডওয়ার্ড মায়া বলেছেন: প্রতিউত্তর বিলম্ব হইছে ভাই।
দু;খিত।
আশা করি -আপনিও ভাল আছেন।
১৬| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
গেম চেঞ্জার বলেছেন: নাট্য শাস্ত্রের রস জানলাম। আপনি কি আজকাল থিয়েটারে যাচ্ছেন?
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪
এডওয়ার্ড মায়া বলেছেন: না রে ভাই।আমি আপাতত পেটের ধান্ধায় আছি।থিয়েতার,আবৃতি আমাকে দিয়ে হবে না।থিয়েটারের সাথে আমার যোগাযোগ আছে।
আমার কোর্স টিচার থিয়েটার করেন। "কাদামাটি" নামে উনার একটি দল আছে।সেই সূত্রে তিনি আমাকে ইনভাইট করেন এবং
মাঝে মাঝে আমাকে সেখানে নিয়ে যান।যেমন আজকেও তিনি আমাকে ইনভাইট করছেন শিল্পকলা একাডেমীতে সন্ধ্যায় ৭টায় জাদুর লাটিম দেখার জন্য।
ওটার কোরিওগ্রাফী করছেন আমার সেই স্যার।
নাটকে পারফর্ম করছেন - কন্ঠশীলন আবৃতি সংগঠনের অনেকেই।
কন্ঠশীলনে আবৃতির ক্লাস করেন আমার ই জুনিয়র বন্ধু
আপনি যাবেন নাকি ?? গেলে চলেন ??? সেই স্যারের সাথে পরিচয় করিয়ে দিব সাথে ফ্রী চা
১৭| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫
গেম চেঞ্জার বলেছেন: না মায়া-দা,
সেরকম অবসর হাতে নেই।
ধন্যবাদ আপনাকে!
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
লুইচ্চা একটা বিশ্রী শব্দ। ইহার সঠিক মানে কি?