![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখছি, ভাবছি আর অপরাহ্নের আলোয় হাঁটছি ।
ঢাকা থেকে শ্যামলী পরিবহনের ঢাকা টু কক্সবাজারের গাড়ীতে উঠেছি রাত সাড়ে নয়টায়।
১২ঃ৩৬ এ গাড়ী কুমিল্লা থামল। বলা হল বিশ মিনিটের বিরতি।
ভেবেছিলাম নামব না। আবার ভাবলাম সবাই যেহেতু নামছে, আমিও নামি।
ভেবেছিলাম রেস্টুরেন্ট এ ঢুকব না। কিন্তু সবার মধ্যে থাকা প্রবণতাটা আমাকে প্রভাবিত করল।
ভেতরে ঢুকলাম। যেই টেবিলেই আমি বসি, ওটা "স্টাফ টেবিল" বলে আমাকে তুলে দেওয়া হয়। খালি টেবিল গুলো "স্টাফ টেবিল" আর অন্যগুলো ইতিমধ্যেই দখল হয়ে গেছে।
তারপর খালি টেবিল দেখলেই ভয় লাগে, এটাও বুঝি স্টাফ টেবিল। আরেকটাতে বসতে গেলাম, ওটা নাকি মহিলা টেবিল।
বিরক্ত হয়ে বের হয়ে এলাম।
ঢুকলাম পাশের একটা ফাস্ট ফুডের দোকানে।
ঢুকে বসেই আছি। কেউ আর অর্ডার নিতে আসেনা। এর মধ্যে ১০ মিনিটের বেশি পার হয়ে গেছে। ভাবলাম নো প্রব্লেম। বাংলাদেশের টাইম তো, বিশ মিনিটের জায়গায় গাড়ী ত্রিশ মিনিট তো থামবেই।
এদিকে অর্ডার নিতে কেউ আসেনা। সময় পেরিয়েই যাচ্ছে।
আমি ভাবলাম কোনো খাওয়ার আগে পে করতে হয় কিনা!
এই প্রি পে সিস্টেমটা আমার বাজে লাগে। এর জন্য আগে একবার খুব বিব্রত হয়েছি।
আরে ব্যাটা আমি কি কি খাব তা কি আগে থেকে জানি!
খাব। তারপর বিল দেব। এটাই তো সিস্টেম।
আমি গিয়ে বললাম, ভাই এখান থেকে আমাকে বার্গার দেন। কোন গুলো কি বার্গার?
সে বলল- সবগুলোই চিকেন বার্গার।
বিল আগে দিতে হয় কিনা জানতে চাইলাম। সে বলল টেবিলে গিয়ে বসেন।
একটু পর বার্গার নিয়ে এল। সাধারণত মেয়েদের জন্য টেবিলে এনে দেওয়া হয়। ছেলে হলে self service.
বার্গারে কামড় দিয়েই টের পেলাম কুমিল্লাতে সবজিকে 'চিকেন' বলা হয়।
আমি আরো মুরগী ভেবে ভুল করেছিলাম।
ভুলটা আমরই। এদের ভাষা তো আর আমি জানিনা।
ভাগ্যিস ২ টা অর্ডার করিনি। নাহয় নিজেই মুরগী হয়ে যেতাম।
সবজি দিয়ে বানানো 'কুমিল্লার চিকেন বার্গার' অনেক কষ্টে খেলাম।
নতুন কিছু অর্ডার করব ভেবে রেস্টুরেন্ট এর একটা ছেলেকে ডাকলাম।
ছেলেগুলো সব মহিলা যাত্রীদের সেবায় ব্যস্ত।
আমাদের দিকে তাকানোর টাইম নেই।
সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম একজনকে।
কুমিল্লার রস মালাই নাকি বিখ্যাত। রসমালাই অর্ডার করলাম।
সে আমাকে বলল- কত কেজি?
ইয়াল্লাহ। কয় কি! এখানকার মানুষেরা কি এক সাথে কয়েক কেজি করে খায়?
ওয়েটারের পেছনে থাকা আয়নায় দেখলাম আমার চোখ দুটি ততক্ষণে রসগোলার আকার ধারণ করেছে।
হঠাৎ মাথায় আসলো, এখানকার মানুষের ভাষায় কেজি মানে অন্যকিছু নয়তো!!
বললাম- এখানে খাব।
সে হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গীতে বলল_ খাওয়ার জন্য বিক্রি করা হয়না।
আমিতো পুরাই টাস্কি খেয়ে গেলাম।
খাওয়ার জন্য নাহলে এই রসমালাই দিয়ে কি করার জন্য বিক্রি করা হয়? প্রশ্ন করতে গিয়ে দেখি সে ইতিমধ্যেই অন্য ২ জন মেয়ে কাস্টমারের দিকে রওনা দিয়েছে।
কি আর করা। সেই প্রথম ছেলেটির কাছে ফিরে গেলাম। যে বার্গার দিয়েছিল।
তাকে রসমালাই দেওয়ার কথা বললাম।
ছেলেটি হৃদয়বান।
রসমালাইর সাথে আমাকে আরো কয়েকপ্রকারের মিষ্টি এনে দিল সে।
খাওয়া দাওয়া করে উঠলাম। একজন এসে বলল আপনি কি ৩৫১২ নাম্বার গাড়ীর যাত্রী?
আমি বললাম জ্বী।
- আপনার জন্য গাড়ী দাঁড়িয়ে আছে।
ঘড়িতে তাকিয়ে দেখি আধাঘন্টা হয়ে গেছে।
বাইরে এসে দেখি গাড়ী অনেকদূর চলে গেছে। সেখানে আবার দাড়িয়েও আছে।
গাড়ীর কাছা কাছি আসতেই ড্রাইভার প্রচন্ড মেজাজের সাথে বলল, এই ছোঁড়া! বাড়ি কই তোর?
ড্রাইভার আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে। বুঝলাম এরপর গালি দিবে।
তার কানের কাছে গিয়ে বড় করে শুধু একটা কথা বললাম, কক্সবাজার।
সাথে সাথে চুপ হয়ে গেল। একটা কথাও বলেনি আর।
এভাবে থেমে যাবে আশা করিনি।
পরে বুঝলাম, তাকে যে প্রতিদিন কক্সবাজার যেতে হয়।
মনে রাখবেন, কুমিল্লাতে 'চিকেন বার্গার' কিন্তু সবজি দিয়ে বানানো হয়!
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬
ইমোশনাল কিলার বলেছেন: হা হা হা! জ্বী ভাই, ভাল বলেছেন। সবজির তৈরী চিকেন বার্গার।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
হাসান মাহবুব বলেছেন: আধা ঘন্টার মধ্যে ভালোই অভিজ্ঞতা অর্জন করলেন!
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৭
ইমোশনাল কিলার বলেছেন: আর পাঁচ মিনিট দেরী হলে, সারারাতের অভিজ্ঞতা অর্জনের জন্য বাধ্য থাকতে হত। গাড়ী আমাকে ফেলেই চলে যেত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেইরাম অভিজ্ঞতা
সব্জি দিয়ে চিকেন
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
ইমোশনাল কিলার বলেছেন: হাহ হা হা ! নতুন অভিজ্ঞতার সাথে একটা বিষয়ও শিখলাম। ভবিষ্যতে কখনো কুমিল্লা গেলে সবজি দিতে বলবেন। আশা করি তখন চিকেন পেয়ে যাবেন। ওরা উল্টাটাই বুঝে হয়তো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
কুমিল্লার লোকেরা বুঝে গেছিল যে, আপনি কক্সবাজারের লোক!
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩
ইমোশনাল কিলার বলেছেন: কুমিল্লার লোকদের কি ধারণা কক্সবাজারের মানুষ সবজি আর মুরগীর পার্থক্য বুঝেনা!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০
আরণ্যক রাখাল বলেছেন:
৬| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৬
কেএসরথি বলেছেন: যাক পেট ভরে খাওয়া হয়েছে তো।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩৯
ইমোশনাল কিলার বলেছেন: জোর করে গিললেও পেট মোটামুটি ভরেছিল। রসগোল্লা গুলো ভাল ছিল। যেহেতু টাকা দিতে হয়নি।
৭| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: শেষের জবাবটা অন্তত ভালো দিছেন। মজা পাইছি।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪১
ইমোশনাল কিলার বলেছেন: আপনি মজা পেয়েছেন শুনে আমি আনন্দ পাইছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪
প্রেতরাজ বলেছেন: হা হা হা।বেশ মজা পেলাম।
চিকেন মানে সবজি।
গুগল অনুবাদে এড করতে হবে।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৫
ইমোশনাল কিলার বলেছেন: মজা পেয়েছেন শুনে আনন্দিত হলাম।
গুগল এমনিতেই বা কম কী! হয়তো ইতিমধ্যে অনেককেই এই অনুবাদই দেখিয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
মুক্তকণ্ঠ বলেছেন: আমার বিশ্বাস, কুমিল্লার লোক গড়পড়তা সবই বাটপার। ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু আমার কোনো ভালো অভিজ্ঞতা নেই।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪৮
ইমোশনাল কিলার বলেছেন: আপনার অভিজ্ঞতা জানার অপেক্ষায় ।
১০| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০
প্লাবন২০০৩ বলেছেন: যাক ভাই, আপনিতো চিকেন বার্গারের অর্ডার দিয়েছিলেন তাই সব্জি বার্গার দিয়েছে । আমারতো মনে হয় আপনি মাটন বার্গার অর্ডার দিলে কাঠাল পাতার বার্গার বা বীফ বার্গার অর্ডার দিলে ঘাসের বার্গার দিয়ে দিতে পারত ।
ঐ সব রেষ্টুরেন্ট গুলোর বেশির ভাগেরই এই অবস্থা । হাইওয়েতে তো তাই বেটাদের এত্ত সাহস ! জানে বেশির ভাগ যাত্রীরাই একা থাকে সেইজন্যই সব্জিকে চিকেন বলে চালায়, পুরান ঢাকার মহল্লা এলাকায় এরকম করলে তো বেটাদের নীচের *চী দুটোকে মুরগীর ডিম বানিয়ে পোচ করে ফেলত ।
সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ ।
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৩
ইমোশনাল কিলার বলেছেন: ভাল বলেছেন। মাথায় থাকবে। ভুলেও কখনো মাটন বা বীফ বার্গার অর্ডার করবো না। কাঁঠাল পাতা খাওয়ার কোনো ইচ্ছা নাই।
এমন উপস্থাপনাকে সুন্দর বলার জন্য ধন্যবাদ।
১১| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০২
চৈত্র শেষে বলেছেন: মজা পেলাম পড়ে। তবে কুমিল্লায় খাওয়াদাওয়ার অভিজ্ঞতা খারাপ না তেমন, বার্গারের চেয়ে ভাত-জাতীয় খাবারে মনেহয় মুরগী মুরগীই থাকে, সবজি হয়না!
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫৮
ইমোশনাল কিলার বলেছেন: ভাত এর সাথে গরু মাংস আছে বলেছিল। ভাগ্যিস খাইনি। আল্লাহই জানেন এরা গরুর নামে কি খাওয়ায়।
অভিজ্ঞতা পরিবর্তনের জন্য সামনের বার বার্গার খাওয়ার অনুরোধ জানাচ্ছি।
অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ।
১২| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১১
সুমাইয়া আলো বলেছেন: :v :v
১৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫
মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ............. অভিজ্ঞতা শুনে মজা পেলাম, তবে চিকেনের জায়গায় সবজি পাওয়ার পরও আপনার প্রতিবাদহীনতায় কিঞ্চিত বিস্মিত হলাম ..
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:০১
ইমোশনাল কিলার বলেছেন: প্রতিবাদ করার জন্য কাউকে পাইনি। ওরা আমার ব্যাপারে এত বেশী উদাসীন ছিল যে, বিল নিতেই ভুলে গেছে। ডাকাডাকি করেও সাড়া পাইনি।
অনুভূতি জনানোর জন্য ধন্যবাদ।
১৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একবার চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার একটি ভাল হোটেলে খেতে বসলাম, বার্গারে কামড় দিতেই পচা গন্ধ বের হলো --খাওয়া বাদ দিলাম ------
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২২
ইমোশনাল কিলার বলেছেন: হোটেল গুলো বাইরেই শুধু ফিটফাট আপু। ভেতরে পুরাই সদর ঘাট। আর কর্মচারী গুলো একেকজন সদরঘাটের কুলি।
১৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১৬| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১
সোজা কথা বলেছেন: হাহাহাহাহা। মজার অভিজ্ঞতা ছিল।
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫
ইমোশনাল কিলার বলেছেন: জ্বী ভাই। শুধু অভিজ্ঞতাটাই মজার ছিল। কিন্তু যেটিতে মজা পাবার জন্য ঢুকে সেটি ছিল তিক্ত। :p খাবারের কথা বলছিলাম।
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬
ইমোশনাল কিলার বলেছেন: জ্বী ভাই। শুধু অভিজ্ঞতাটাই মজার ছিল। কিন্তু যেটিতে মজা পাবার জন্য ঢুকে সেটি ছিল তিক্ত। :p খাবারের কথা বলছিলাম।
১৭| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: কাল রাতে অফ লাইনেই পড়েছিলাম।
অাপনার কিছু মজাদার অভিজ্ঞতার কথা জানলাম।
ভালো লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭
ইমোশনাল কিলার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমার ভাল লাগার পরিমানও বাড়ল।
১৮| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৯
আদম_ বলেছেন: হাহাহাাহাা
লেখার হাত আছে আপনার।
আসলেই কি আপনার বাড়ি কক্সবাজার? না হলে , ভ্রমণ পোস্ট দেন। আমি নিশ্চিত আপনার পোস্ট অনেক সুন্দর হবে।
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০
ইমোশনাল কিলার বলেছেন: ধন্যবাদ ভাই। জ্বী ভাই, আমার বাড়ি কক্সবাজারের মহেশখালী। তবে প্রচুর ঘুরাঘুরি করি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। লেখার উৎসাহ পেলাম।
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪
কলমের কালি শেষ বলেছেন:
মজার তো !!
২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২
ইমোশনাল কিলার বলেছেন: কি বলেন ভাই মজার! একবার খেয়ে দেখলেই টের পাইবেন :p
২০| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯
রঙতুলি বলেছেন:
কুমিল্লা তে এমনিতেই সন আ_নিস গ্রুপের লোক
কখনই নিস না
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
হামিদ আহসান বলেছেন: সবজির তৈরী চিকেন বার্গার .......হা হা হা