| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনীল মোরশেদ
আমি কিছুটা শামুকের মতো....
ইচ্ছে হলেই সময় চুরি করতে পারো .........
তোমার জন্য অনেক সময় বন্দি আছে পেটমোটা এই বয়াম জুড়ে ।।
হয়তো কোনও অবসরে.........
তোমার আমার খুনসুটিতে ভাঙবে বয়াম,
উড়বে সময়,
খুঁজবো আমায় তোমার চোখের আয়না জুড়ে।
গল্পে গল্পে দিন গড়াবে ,
মন হারাবে সবুজ নীলের দৃশ্যপটে
কল্পলোকই সত্যি হবে;
মিথ্যে হবে ফাঁকির শহর তোমার আমার রঙিন তুলির আঁচড় পেয়ে
ইচ্ছে হলেই সময় চুরি করতে পারো .........
তোমার জন্য অনেক সময় বন্দি আছে পেটমোটা এই বয়াম জুড়ে ।।
২|
০৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৭
সুনীল মোরশেদ বলেছেন: ধন্যবাদ…
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৯
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।
ভালো থাকুন ।।