| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনীল মোরশেদ
আমি কিছুটা শামুকের মতো....
অখণ্ড অবসরের খেলাচ্ছলে পাথর গোণা মুহূর্তের মায়াজাল পেরিয়ে প্রতিদিনের চর্বিত চর্বণে পাথর হয়ে ওঠা......... দিন রাতের গল্পগুলো ছেঁকে তবু জীবনের পাত্রে এখনও কিছু প্রাণ জমা হয়......... স্বপ্ন দেখায় স্বপ্ন হয়ে ওঠার ......... বুকখোলা বিবর্ণ শার্টের মধ্যবিত্ত আয়েশি যুবকের পাঠগুলো হারিয়ে যাচ্ছে সন্ধ্যা শেষে অফিস ফেরত বাড়ি ফেরা মানুষের কর্পোরেট পোশাকের ভিড়ে......... খুব চেনা গানগুলো থেকে শব্দ চুরি করে কাঠপেন্সিল দিয়ে নিজের মনের মতো গল্প তেমন আর একটা লেখা হয় না মনের খাতায়......... প্রতিদিনের বিভ্রান্তিতে মোড়া আগত মুহূর্তগুলো এখনও হাতছানি দেয় পুরনো দিনগুলোকে......... তাইতো মাঝেমধ্যে খুব একটা মন্দ লাগে না পুরনো সময়ের নেশায় বুঁদ হয়ে থাকতে ......... হাজার বছরের মানুষের প্রাচীনতার মাঝেও প্রতিটা মানুষ কতটা নতুন কিংবা প্রতিদিনের রূপ বদলানো নতুন মানুষের মাঝেও কতটা প্রাচীনত্ব ........ হয়তোবা মানুষ এভাবেই গল্প জমা করে বেঁচে থাকে ......... তাইতো এত কিছুর মাঝেও অনেক ছোটো গল্প দিয়ে সাজানো এ জীবন খুব একটা মন্দ লাগে না........
©somewhere in net ltd.