নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশপ্তক কালের বুকে বিদ্রোহী আমি, চির বিপ্লবী মহাজাতক!

কবি ইমতিয়াজ হোসেন

কালের কবি

কবি ইমতিয়াজ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ডিপ্রেশান বা বিষন্নতা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২



সামান্য এংজাইটি, টেনশান বা মন খারাপ বা মেজাজ খারাপই #ডিপ্রেশন এটা বাজে ধারণা। অনলাইনের এই যুগে সম্ভাবত এই শব্দটার সবচেয়ে বেশি অপপ্রয়োগ হয়।
সকালে ঘুম থেকে উঠা হল না ডিপ্রেশান, এক্সাম আশানুরূপ হল না ডিপ্রেশান, কেউ বকা দিল ডিপ্রেশান, ইত্যাদি অনেক উদাহরণ দেয়া যাবে
এসব আসলে ডিপ্রেশান নয়
ডিপ্রেশান হল ক্রণিক প্রসেস।

কয়েক মাস থেকে কয়েক বছর ব্যাপি বিস্তৃত কিছু অতীত মানসিক ট্রমার কারণে এটা হতে পারে ।

আমার কাছে ডিপ্রেশান হল-

"কোন শারীরিক বা মানসিক ট্রমা বা আঘাত বা অপ্রাপ্তি অথবা ডেলিউশান যা আপ্নাকে আপ্নার দৈনন্দিন মোটিভেশানকে কমিয়ে দেয়, জীবনের লক্ষ্যকে বিচ্যুত করে একাকিত্বের গহ্বরে তলিয়ে দেয়, যা পুন:পুন চক্রাকারে চলতে থাকে "

বিভিন্ন কারণেই ডিপ্রেশান হতে পারে, যেটা কিছু দিন থেকে ভাল হয়ে যায়, আবার কিছু বছরের পর বছর চলতেও পারে।
বেশ কিছু কারণ যা আমি কাছ থেকে দেখেছি তার কারণগুলো বলতে চেষ্টা করব।
এর আগে পার্সোনালিটি নিয়ে বলে রাখা ভালো, সাধারণত ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট এই দুই টাইপের মধ্যে ইন্ট্রোভার্ট রাই অধিকতর ডিপ্রেশানে ভুগে থাকে।
কারণ এরা বেশি সংবেদি আর কোমল হৃদয়ের হয়, এদের কথা সামাজিক মেলামেশা পরিমিত হয়ে থাকে তাই এরাই হার্ট হবার জন্য বেশি অনুকূলে থাকে।

তো বেশ কিছু কারণের মধ্যে কিছু উল্লেখ করার মত হল :
১ ফ্যামিলিয়াল রিলেশান ক্রাইসিস, যাদের বাবা মা এর সাথে সম্পর্ক ছোট বেলা থেকে ভালো না তারা ছোট বেলা থেকেই মানসিক ট্রমার মধ্যে চলতে থাকে যেটা পড়ে বিশাল আকারে ডিপ্রেশান বা বিষণ্ণতাতার কারণ হয়ে দাঁড়ায়।
২ বিভিন্ন ব্যাপারে বাবা মায়ের ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানা পোড়েন।
৩ খুব পছন্দের প্রিয়জনের মৃত্যু।
পৃথিবীর বহু সুইসাইড এর অন্যতম কারণ প্রিয় বন্ধু বা প্রেমিকার অপমৃত্যু।
৪ প্রেমে টানাপোড়েন, কিংবা প্রেমিক বা প্রেমিকা কতৃক প্রতারণা।
এটা আধুনিক যুগের ছেলে বা মেয়েদের দীর্ঘমেয়াদী ডিপ্রেশানের অন্যতম কারণ।
৫ পার্সোনাল অতিরিক্ত মাত্রার গিল্টিনেস, হয়ত এমন কিছু অতীতে হয়েছে যা ধর্মীয় বা সামাজিক মূল্যবোধে পাপ বলে বিবেচিত তার জন্য অতিমাত্রার পাপবোধ থেকেও ডিপ্রেশান আসতে পারে।
৬ একাডেমিক দুর্বল পারফরমেন্স, বারবার ভালো ও সাধ্যমত চেষ্টা করার পরেও সফলতা না আসা কিংবা পছন্দের ইনসস্টিটিউটশানে ভর্তি না হতে পারাও ডিপ্রেশানের কারণ হতে পারে।

৭ চাকুরীবা জব সেক্টর যুতসই না হওয়া, কিংবা সেখানে বস কতৃক নিগৃহীত হওয়া বা আশানুরূপ স্যালারি না পাওয়া।

৮ ক্রনিক কোন রোগ বা পঙ্গুত্ব যা ঠিক হবার নয়।

৯ খুব বেশি আর্থিক চাপ, ও পারিবারিক দায়িত্ব

১০ হাইপোকন্ড্রিয়াক ডেলিউশান যেখানে রোগি মনে করে তার বিশেষ রোগ আছে এই মিথ্যা বিশ্বাসে অনেকে মানসিক ভাবে বিষন্নতায় ভুগতে পারে।

এগুলার বাইরেও অনেক কারণ আছে যা মানুষকে বিষন্নতায় আচ্ছন্ন করে ফেলতে পারে।

এখন এর কিছু লক্ষণ গুলা দেখা যাক
১ ব্যক্তিগত অনুভূতিকে লুকিয়ে রাখা
২ ব্যক্তিগত ভালো বা মন্দ থাকার পরোয়া না করা
৩ কাজে বা পড়াশোনাতে উদ্দীপনা না থাকা
৪ সোসাল উইথড্রোয়াল, বা ব্যক্তিগত একাকিত্ব বেছে নেয়া
৫ অন্ধকার, নীরবতা কে বন্ধু হিসেবে বেছে নেয়া
৬ খুব মাত্রাতে নীরব বা চুপ হয়ে যাওয়া
৭ খুব বেশি গিল্টিনেস এ ভোগা
৮ হাসি আনন্দ থেকে সরিয়ে রাখা এক্সপ্রেশন লেস হয়ে যাওয়া
৯ সব ব্যর্থতার জন্য নিজেকেই দায়ি করা
১০ আসন্ন বিপদের জন্য বা মৃত্যুর জন্য তীব্র সঙ্কা
১১ সুইসাইডাল থট বা এটেম নেয়া বা সুইসাইড
১২ ব্যক্তিগত রিলেশানে ঝামেলা
আরো অনেক রয়েছে।

প্রভাবঃ বিষন্নতা খুব সাধারণ মনে হলেও এটা খুবই মারাত্মক, এটা ব্যক্তিগত অগ্রগতি, পড়ালেখা, জব, পারিবারিক সামাজিক জীবন স্থবির করে ফেলে।
এরা উর্বর সম্ভাবনাকে ধ্বংস করে ফেলে।
হয়ে যায় সুইসাইড অপমৃত্যুর মত ঘটনা।

মুক্তির উপায়ঃ
এটা থেকে মুক্তির ভালো উপায় হল নিজেকে বোঝানো, বা সাইকো থেরাপি, ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট তারা কাউন্সিলের মাধ্যমে আর মেডিসিন (TCA, SSSRI) দিয়ে অনেকটাই সাহা্য্য করেন।
নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করা, সব কিছু সহজভাবে মেনে নেবার ট্রাই করা।
পজিটিভলি চিন্তা করতে হবেই, আশাহত বা হাল ছেড়ে দেয়া যাবেনা।
আর সাধ্যের অতিরিক্ত প্রত্যাশা না করা,বেশি প্রত্যাশা আর প্রাপ্তির গ্যাপই আশাহত করে আমাদের।
নিজের সমস্যার মূল কারন কি তার সমাধান নেয়া,
সংগ্রামী মানুষগুলার প্রচেষ্টা গুলো দেখা,
অতীতকে ভোলার চেষ্টা করা, যে সময় আছে তার সদ্ব্যবহার করা, কারন জীবন সীমিত সময়ের বিষন্নতায় যে প্রতিভা যে সময় নষ্ট হচ্ছে তার জন্য মূল্যদিতে হয় আরো বেশি।
আরো মনে রাখা দরকার এই বিষাদের জগতে আপ্নি বা আমি একা নই, তারা সারভাইভ করলে আমরাও পারব।
আর মোদ্দা কথা হল আপ্নার বা আমার মূল্যায়ন হল আমার চূড়ান্ত অবস্থান, সে কনসাইন্স আর ডিগনিটি মাথায় রাখতেই হবে।
আমাদের চূড়ান্ত অবস্থাতে আসতে যে সেক্রিফাইস করতে হয়েছে তা কেউ দেখবে না।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

স্রাঞ্জি সে বলেছেন:

গুরুত্ববহ একটা পোস্ট...... ধন্যবাদ নিবেন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

করুণাধারা বলেছেন: আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন। আজকাল কেবল তরুণ নয়, সব বয়সের মানুষের মধ্যে ডিপ্রেশন দেখা যাচ্ছে। অনেকেই ডিপ্রেশনকে "মন খারাপ" বলে ভুল করেন। এ ব্যাপারে সচেতনতা কাম্য, যদিও কেউই নিজের ডিপ্রেশনকে স্বীকার করতে চান না!

এ বিষয়ে আমার একটা লেখা আছে। সময় করে পড়ে দেখবেন, আশা করি।

ডিপ্রেশন

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

উদাসী স্বপ্ন বলেছেন: আয়াতুল কুরসী তিনবার পড়লেই তো ডিপ্রেশন থাকার কথা না

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: বিষন্নতা ধনীদের রোগ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: ধন্যবাদ

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: করুণাধারা ভাইয়া ধন্যবাদ, আপ্নার লেখাটা পড়ব অবশ্যই

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমি অনেক ইন্ট্রোভার্ট আর খুব বেশি বিষণ্ণতায় ভুগি

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

করুণাধারা বলেছেন: কোন মন্তব্যের উত্তর দেবার সময় মন্তব্যের উপরের সবুজ তীর চিহ্ন ক্লিক করে উত্তর দিলে তাহলে মন্তব্যকারী নোটিফিকেশন পান যে উত্তর দেয়া হয়েছে, না হলে জানতে পারেন না প্রতি মন্তব্য করা হয়েছে।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সমাধান চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.