![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
"যতদূর হাত যায়,
শুধুই স্তনের কোমলতা।
...পরম করুনাময় হে ঈশ্বর,
তোমার কবিরে
হাত ধ'রে নিয়ে চলো
অস্তহীন স্তনের ওপারে।
আমি বাঁচি।"
"... তোমার যুগল স্তনের রূপ আমি
কীভাবে বর্ণনা করতে পারি,
যখন দেখি তোমার একটি স্তনই
আকাশের চেয়ে বড়।" (!)
"যেমন প্রত্যহ মানুষ ঘরের দরোজা খুলেই
দেখে নেয় সবকিছু ঠিক আছে কি-না, তেমনি প্রত্যহ
শাড়ির দরোজা খুলে স্ত্রীকে উলঙ্গ করে
দেখে নিতে হয়, ভালো করে দেখে নিতে হয়;
জঙ্ঘায়, নিতম্বে কিংবা সংরক্ষিত যোনির ভিতরে
অপরের কামনার কোন চিন্হ আছে কি-না।"
=======================================
এসব কোন নিষিদ্ধ অশ্লীল সাহিত্য নয়, বহুজনের প্রিয়, স্বাধীনতা পদক প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা থেকে উদ্ধৃত। 'প্রেমের কবিতা' নামের বইটি কাকলী প্রকাশনী থেকে ২০০৮ সালে প্রকাশিত হয়।এ ই বইটির বেশিরভাগ কবিতার বিষয়বস্তু কাম, রতি, বীর্য, স্তন, নাভি । এমন চটি লেখক কিভাবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়?
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৩
আনামুল হক ইনাম বলেছেন: হা-হা-হা
২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৯
প্লেবয় বলেছেন: আহা কতদিন চটি পড়া হয় না !! যাক, এই চান্সে কিছু চটি কোবতে পড়া হল। মন্দ কি !!
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৪
আনামুল হক ইনাম বলেছেন: হুম,,,মন্দের ভাল
৩| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৩
মুচি বলেছেন: সাহিত্যের অন্যতম সমৃদ্ধ মাধ্যম চটি। সবাই চাইলেই কি আর লিখতে পারে?
আসল কথায় আসি, চাইলেই আপনি গুন হতে পারবেন না। গুন মানুষ হিসেবে কেমন সেটা বিচার করব না, কিন্তু আধুনিক বাংলা কবিতায় তার স্বকীয় যে স্থান তা এইসব ফালতু পোস্ট করলেও তার কিছু হবে না।
আপনি অনেক ভালো মানুষ হতে পারেন, কিন্তু গুনের কবিতার সমান কবিতা লিখতে হলে আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে।
ধন্যবাদ।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫২
আনামুল হক ইনাম বলেছেন: আধুনিক বাংলা কবিতায় তার অবদান অস্বীকার করছে কে ?
৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৩
তানজির খান বলেছেন: স্তন, যোনী এগুলোকে শুধু যৌনাঙ্গ বলেই চেনেন? কামকে শুধু তৃপ্তির মাধ্যমই ভাবেন?
জেনে রাখুন স্তনেই আপনার জীবনের প্রথম ক্ষুধা মিটিয়েছিলেন মায়ের কোলে। যোনী আপনার পৃথিবীতে আসার পথ। কাম আপনার জন্মের উৎস।
সাহিত্য নিম্ন শ্রেণীর মানুষের জন্য নয়।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮
আনামুল হক ইনাম বলেছেন: জি,,,,আপনিও গুণের মত চটি লেখা শুরু করে এফবিতে পোস্ট দিয়ে পদকের আবদার করে উচু শ্রেণীর প্রামাণ দিন ! গুনের মত করে ! ধন্যযোগ খান সাহেব
৫| ২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৭
ফরিদ আহমাদ বলেছেন: গুণের এমন খারাপ লিখার পরিমাণ কিন্তু খুব বেশিনা।
ভালো লিখায় ভরপুর যেমন"এমন বলছিনা ভালোবাসতেই হবে" অথবা "শুধু বিধাতাই জানেন"
বাংলা সাহিত্যের দামি সম্পদ।
৬| ২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৯
মুক্ত মনের বাক্য বলেছেন: "" তুমাদের মায়ের যোনি নিয়ে এতো বিশ্রী আলাপ করিতেছো, একটি ছবি তুলিয়া আমাগোরে দেখিবার সুযোগ করিয়া কেনো দিলেনা, হে যোনির সন্তান "" এটা আরো উচ্চ ও উপরের স্তরের সাহিত্য !! সব ক্ষেত্র একটি ছবি বা মিল রেখে চিত্র দেয়া উচিৎ কারন এতে পাঠকের হৃদয় বেশী আকৃষ্ট হয়ে পুলকিত হয়,,
৭| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৮
আহলান বলেছেন: কলা-র কি শেষ আছে ভ্রাদার! নৃত্য কলা শিল্পকলা যৌন কলা .... সব কিছুকে আর্ট হিসাবে দেখতে হয় ...কি বলেন ?
৮| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩
বিজন রয় বলেছেন: গুণ খুব খারাপ তাই চটি লিখেছেন।
৯| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
বিপরীত বাক বলেছেন:
"... তোমার যুগল স্তনের রূপ আমি
কীভাবে বর্ণনা করতে পারি,
যখন দেখি তোমার একটি স্তনই
আকাশের চেয়ে বড়।" (!
১০| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
সুশীল দত্ত বলেছেন: লম্পট
১১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২
খন্দকার আঃ মোমিন বলেছেন: মাশাল্লাহ যে জিনিশ টা তাবৎ দুনিয়ার কেউ বুজে নাই বুজেছে খালি গুনের মত চতি লেখক ও তার গুণধর সাগরেদ তানজির খান ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১১
ফারগুসন বলেছেন: গুনের গুন ২০০৮ এর আগে্ই ফুরিয়ে গেছিল তা্ই এসব লিখেছে---------------নস্ট ছেলে বোলে কথা হা-হা-হা