নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ সংস্কার,উদার চিন্তা-ভাবনা,দেশপ্রেমে জাগ্রত ! \nজীবনে অনেক ইতিবাচক কাজ করার স্বপ্ন যার দ্বারা অন্যের স্বপ্ন বাস্তবায়িত হবে

আনামুল হক ইনাম

ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি

আনামুল হক ইনাম › বিস্তারিত পোস্টঃ

নারকেল জিঞ্জিরার দ্বীপে

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

হাঁটব তোমার হাতটি ধরে

নারকেল জিঞ্জিরার দ্বীপে ।
তোমায় নিয়ে হারিয়ে যাব
ছেঁড়া দ্বীপের বনে ।

সমুদ্রের পানিতে ভিজব দু'জন
খেলব জলকেলি ।
তোমার পাশে কাটিয়ে দেব
সকাল-সন্ধা-রজনী ।

তোমায় নিয়ে উপভোগ করব
সূর্য উদয়-অস্তের খেলা ।
তোমায় নিয়ে ভাসাব
কেয়া গাছের ভেলা ।

চাঁদনী রাত কাটয়ে দিবে
খোলা দ্বীপের মাঝে ।
মন্দ লোকের কোন কথা
আসবেনা কোন কাজে ।

তোমার গলে পড়িয়ে দিব
ঝিনুক,কড়ির মালা ।
তোমায় আমি ভালবাসব
খেলব প্রেম খেলা !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫

আনামুল হক ইনাম বলেছেন: আরো ভাল করতে হবে

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

মুসাফির নামা বলেছেন: অসাধারণ।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.