![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মান্ধ নই কিন্ত নিজ ধর্মে প্রতি বিশ্বাস ও অন্য ধর্মকে শ্রদ্ধা করি
মেয়েটি,
ভার্সিটির এডমিশনের আগেও ফাস্টফুড খেত না,
পালন করত না বছরে ২/৩ টা জন্মদিন।
পড়ত না লালশাড়ি ভালবাসা দিবসে ।
ঘুরতনা টাইট জিন্স কিংবা টি-শার্ট পরে ।
এখন সে অনেক আধুনিক
ছেলে বন্ধুর সহিত করে অবাদে বিচরণ ।
হয়ত একদিন ব্রেকআপ হবে
মেয়েটির চোখে আসবে জল ।
নতুন করে মেয়েটি বাঁধবে সংসারের বাঁধন
বোকাসোকা কোন অভাগা টাকাওয়ালার সাথে ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮
আনামুল হক ইনাম বলেছেন: ধন্যযোগ বিজন সাহেব
৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
সাট-আপ
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২
আনামুল হক ইনাম বলেছেন: ডাউন,,,,,,,,,,,,,,,,!
৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
অমিত অমি বলেছেন: এখন আর ভার্সিটিতে যাওয়া লাগে না,স্কুল থেকেই এই গল্পগুলো শুরু।।
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
আনামুল হক ইনাম বলেছেন: আধুনিকতা বলে কথা
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: বেশ বেশ।