নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

মোহাম্মদ আলমগীর খান

কখনও কখনও বৃষ্টি যদি ঝড়ে দৃষ্টির পাতায়...কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়.....।ফেসবুকঃ https://www.facebook.com/engineer.alamgirkhan

মোহাম্মদ আলমগীর খান › বিস্তারিত পোস্টঃ

একদা মসজিদের শহর ঢাকা এখন পতিতালয়ের শহর! দেখার কেউ আছে কি?

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

দেহ ব্যবসায় সরকারী বেসরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

আমাদের সবার ঘরের আশে পাশেই পতিতালয়! ছাত্রী, চাকুরে, এনজিও কর্মীর ছদ্মবেশে চলছে পতিতাবৃত্তি। এই সমাজে বাস করছি আমরা!



দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে সরকারী বেসরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। আইন প্রয়োগকারী সংস্থার যোগসাজস ও রহস্যজনক নীরবতার সুযোগে রাজধানী ঢাকার ৪৯টি থানার প্রায় পৌনে ১শ স্পটে ৪ শতাধিক হোটেল ও ২ সহস্রাধিক বাসা-বাড়ী ও ফ্ল্যাটে চলছে জমজমাট দেহ ব্যবসা। আর এর সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। আর এদের খদ্দের হচ্ছে চাকুরে, পেশাজীবি, ছাত্র সহ সব শ্রেনীর পুরুষ।



বারিধারা বনানী ও গুলশান এলাকার দেড় শতাধিক গেষ্ট হাউজে রাতের বেলায় চলে মদ জুয়া ও দেহ ব্যবসা। কাজ হাসিলের জন্য এখানে আয়োজন করা হয় ওম্মা ওম্মা নাইট, থার্সডে নাইট ও ককটেল পার্টি। এসব পার্টিতে দেশী-বিদেশী কলগার্লরা অংশ নেয়। এছাড়া ৪ শতাধিক হোটেলের পাশাপাশি ২ সহস্রাধিক রেস্তরা, বিউটি পার্লার, ম্যাসেজ পার্লার, ক্লাব, বার, রেষ্ট হাউজ, ফ্ল্যাট ও বাসাবাড়ীতে চলছে দেহ ব্যবসা। জানা যায়, নগরীর ৮৫ ভাগ আবাসিক হোটেলে প্রতিদিন প্রায় ৫ হাজার নারী গণিকাবৃত্তিতে রত।



বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরাও এখন দেহ ব্যবসায় নেমে গেছে। মূলত বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ফ্ল্যাট বাসা কেন্দ্রিক। তাছাড়া বিভিন্ন পাঁচ তারকা হোটেলে মনোরঞ্জনের কাজে ব্যস্ত থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গুলশান, নিকেতন, ধানমণ্ডি, বসুন্ধরা আবাসিক এলাকায় এইরকম প্রায় ১৯ টি ফ্ল্যাট বাড়ির সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে আরেকটি গ্রুপ আছে এসকর্ট (চাহিদামত খদ্দেরের সুবিধাজনক স্থানে) সার্ভিস দিয়ে থাকে।



মিনি পতিতালয় গুলোতে দেহ ব্যবসার পাশাপাশি মাদকদ্রব্যের ব্যবহারও হয় ব্যাপক। হোটেলের আসরে বাংলা মদ থেকে শুরু করে দামী গ্রীন লেবেল, হুইস্কি রয়াল সেলুট ও জীন ভোদকাসহ সবই থাকে। সাধারণ মানুষের চোখে ফাঁকি দিতে হোটেল নাইট এ্যাংগেল থেকে কোক, পেপসী ও আরসি কোলার খালি বোতলে মদ কিনে নিয়ে যায় খদ্দররা।



এক সময় ঢাকার ইংলিশ রোড ও নারায়নগঞ্জের টানবাজারে ছিল পতিতালয়। আম্লীগ সরকার অপরিকল্পিতভাবে পতিতালয় তুলে দেয়ায় ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঐ সব পতিতারা। শহরের অলিতে গলিতে তারা বিচরন করতে থাকে। কয়েক বছরে অনেকটা গা সহা হয়ে গেছে নগরবাসীর। এর উপরে প্রায় তিন হাজার বাসাবাড়ি, হোটেল রেস্তোরা ক্লাবে চলছে এখন গণিকালয়! এ যেনো এক প্রেতপুরী!



এরা নাকি নারীদের উন্নয়ন করছে! গণিকাবৃত্তিতে উৎসাহিত করে এ কেমন উন্নয়ন? একদা মসজিদের শহর ঢাকা এখন পতিতালয়ের শহর! দেখার কেউ আছে কি? নাকি সমাজ সভ্যতা সব ধংসের দিকে ঠেলে দেব আমরা? এখনো সময় আছে শক্ত হাতে এসব দমন করার। আর দেরী না করে নৈতিকতা ও ধর্ম শিক্ষা বাড়ান। নইলে এ সমাজ টিকবে না।









খবরের লিংকঃ Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায়রে দেশ ও জাতি কোথায় গিয়ে ঠেকছে!

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৮

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: আপনার এই কথার উত্তর আমার কাছে নাই

২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

নতুন বলেছেন: ভন্ড মানুষেদের দেশে এটাই সাভাবিক....

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: আপনি কুন দেশের মানুষ নতুন ?

৩| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: দেখার মতো লোকের তো অভাব নেই। আপনি নিজেও তো দেখছেন শুনছেন। পতিতাবৃত্তি তথা বাইজী বাড়ি তো সৌদি দুবাইতেও ভরপুর। নেই কোনখানে? এই সমাজই পতিতাসৃষ্টি করেছে। অথচ এই সমাজ বা সমাজের পুরুষেরাই পতিতাদের দেখে নাক সিঁটকায়।

গোপণে যান একদিন। ফুর্তি করে আসুন।

ভণ্ড বাঙালীর ধর্মই তো এটাই। গোপণে যায় ফূর্তি করতে ,ফিরে এসে বলে নাউজুবিল্লাহ। এসব নাকি মেনে নেওয়া যায় না।
আমার একটা লেখা পড়ুন। মজা পাবেন।
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

৪| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

আহলান বলেছেন: কোথায় যাচ্ছি আমরা ...মরার ভয় নেই ...

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:১২

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: মরার ভয় নাই
ভয় আছে বাইচা থাইকা ইনজয় না করতে পারার।

৫| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১

গরম কফি বলেছেন:
দেহ ব্যাবসা হয়তো ওখনই সমূলে বন্ধ করা যাবেনা ... তবে এর বিরুদ্ধে জন সচেতনতা আর ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে হবে । অবাক হয়ে ভাবি শিবিরের মতো ধর্ম ভিত্তিক দলের কার্যলয়ের দেয়াল ঘেষেও পতিতালয় আছে কিন্তু তারা টু শব্দ টি করেনা । হয় সেলুকাস ।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৬

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: কিসের মধ্যে কি শুঁটকী ভর্তায় ঘি
শিবির ধর্ম বিত্তিক দল না শিবির হইলো ধর্ম ব্যাপারী দল।

৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

এম এম কামাল ৭৭ বলেছেন: ব্যবসাটিকে সুন্দর পরিবেশে, নির্ভয়ে এবং আইন গত ভিত্তি দিয়ে চালালন সুযোগ করে দেওয়া যেতে পারে।

প্রত্যেক 'সমাজের ময়লা' ফেলার একটা স্বীকৃত স্থান হতে পারে এমন ব্যবসা।

পৃথিবীর আদিম এই পেশাকে ঘৃনার চোখে দেখার কোন সুযোগ নাই।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:২০

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: এম এম কামাল ৭৭ বলেছেন: ব্যবসাটিকে সুন্দর পরিবেশে, নির্ভয়ে এবং আইন গত ভিত্তি দিয়ে চালালন সুযোগ করে দেওয়া যেতে পারে।

ভাইজান কি কনডম বেচেন নাকি ?


৭| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩

এম এম কামাল ৭৭ বলেছেন: যুক্তিতে না এসে শেষ লাইন টা লিখে খুব মজা
পেলেন !!!!

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ব্যবসাটিকে সুন্দর পরিবেশে, নির্ভয়ে এবং আইন গত ভিত্তি দিয়ে চালালন সুযোগ করে দেওয়া যেতে পারে।

প্রত্যেক 'সমাজের ময়লা' ফেলার একটা স্বীকৃত স্থান হতে পারে এমন ব্যবসা।

পৃথিবীর আদিম এই পেশাকে ঘৃনার চোখে দেখার কোন সুযোগ নাই।

আপনার কুন কথার যুক্তি দেবো বলেন ?
আপনি কি জানেন আপনি কি লিখেছেন ?
আপনি আপনার মন্তব্যে তিনটি কথা বলেছেন এর মাঝে প্রথম কথার উত্তর অবশ্যই পেয়েগেছেন
দ্বিতীয় কথা দ্যে আপনি গোটা নারী জাতিকে অপমান করেছেন
তৃতীয় কথারও কুনো যুক্তি হয় না কুনো সমাজই চায়না পতিতা বৃত্তির মত পেশা
আপনি কি চান কুনো নারী পতিতাবৃত্তি করুক???
যুক্তি খুঁজেন ভালো করে খুঁজেন, পেয়ে যাবেন হয়ত নিজের বিবেকের কাছে

৮| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

তামিম ইবনে আমান বলেছেন: পতিতালয় বেশি গুরুত্বপূর্ন

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: তামিম ইবনে আমান পতিতালয় কেন বেশি গুরুত্বপূর্ন ?

৯| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

ডিজিটাল বোকা বলেছেন: ভাই এগুলো বলে লাভ নাই।
যেখানে আমাদের মিডিয়াগুলো পতিতা ব্যবসা করে , সেখানে আমরা এই নিয়ে চিল্লায়া কোন কিছু হবে না।

আমাদের মিডিয়াই তো দেখাচ্ছে কোথাই কাপড় কতটু খুলতে হবে , কাকে কিভাবে আনন্দ দিতে হবে ।
তারা মাঝে মাঝে এগুলো নিয়ে খবর প্রচার করে, এগুলোও তাদের ব্যবসার একটা অংশ।

যত দিন পর্যন্ত আমাদের মাঝে আল্লাহর ভয় না আসবে , তত দিন পর্যন্ত যত আইনই করা হোক না কেন এগুলো বন্ধু হবে না।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ২:০১

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: যত দিন পর্যন্ত আমাদের মাঝে আল্লাহর ভয় না আসবে , তত দিন পর্যন্ত যত আইনই করা হোক না কেন এগুলো বন্ধ হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.