![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও কখনও বৃষ্টি যদি ঝড়ে দৃষ্টির পাতায়...কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়.....।ফেসবুকঃ https://www.facebook.com/engineer.alamgirkhan
কম্পিউটার টেবিল হয়তো পরে থাকবে ঘরের কোন এক কোনায়।
বিছানার চাদরটাও প্রতিদিনের মতই এক পাশে নেমে গিয়ে মাটিতে গড়াবে।
ড্রয়ারে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানিব্যাগ, চাবি, মোবাইল চার্জার, ব্রেসলেট, আংটি, হাবিজাবি অপ্রয়োজনীয় জিনিস।
এক পাশের আলমারিতে স্তুপ হয়ে থাকবে পরনের কাপড়, আলনায় ঝুলে থাকবে সদ্য বদলানো শার্ট অথবা টি'শার্ট।
আলনার এক পাশে পড়ে রইবে জুতোজোড়া।
দখিনের জানালাটার একপাশ খোলা থাকবে নিয়মিত...প্রতিদিন বিকেলে বাতাস আসলে পর্দাগুলো দোল খাবে।
মাঝ দুপুরের রোদের তীব্র আলোয় গমগম করবে চার দেয়ালের পরিত্যাক্ত ঘর।
এলোমেলো টেবিল এলোমেলোই থেকে যাবে।
তাকে রাখা বই গুলোয় একটু একটু ধুলো জমবে।
ধাঁধাঁময় প্যাঁচানো তারের ডেস্কটপ কম্পিউটার এক পাশেই পরে থাকবে, ধুলো জমবে কিবোর্ডে। হয়তো ছুটে যাবে নেট কানেকশান। একটি আইডি থাকবে ফেসবুকে... ব্লগে... ইন্যাকটিভ।নামের উপর মাউস রেখে হয়তো কেউ উকি মেড়ে যাবে।
আবেগি কেউ চাইবে আবার একটিভ হোক আইডিটা।
কেউ হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলেই ক্লোজ করে দেবে।
কেউ পুরনো পোস্ট দেখবে... কোন পোস্ট দেখে কারো ঠোঁটের কোনএকপাশে হেলে যাবে।
কারো কারো চোখে হয়তো এসে যাবে জল। যেখানে যা আছে যেমন হয়তো রইবে তেমন। কেউ কেউ হয়তো হাড়িয়ে যাবে চিরদিনের জন্য।
চাইলেই কি থাকা যাবে...একেবারের জন্য ???
এমনই এক সময়ের অপেক্ষায় আমরা সবাই। জোর করে ভুলে যাওয়ার চেষ্টায়
লেখাঃ Click This Link
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা ভ্রাতা
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন ইঞ্জিনিয়ার । ভালো থাকা হোক ।
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :-)
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮
জুয়েলইসলাম বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে । অতি বাস্তব কথা লেখেছেন ভাই