নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

মোহাম্মদ আলমগীর খান

কখনও কখনও বৃষ্টি যদি ঝড়ে দৃষ্টির পাতায়...কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়.....।ফেসবুকঃ https://www.facebook.com/engineer.alamgirkhan

মোহাম্মদ আলমগীর খান › বিস্তারিত পোস্টঃ

ইমাম মাহদী (আ: ) এখন মাতৃগর্ভে ...!

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আশ্চর্য হচ্ছেন ? বিশ্বাস হচ্ছে না ?

তবে পোষ্টটি আপনার/আপনাদের জন্য । পড়ুন :)

১৬-১২-২০১০ সালে সিলেটের জিন্দাবাজার কাজী ইলিয়াসে অবস্থিত রয়েল হসপিটালে জনৈকা বেগম-কে আমি এক ব্যাগ ও+পজিটিভ রক্ত ম্যানেজ করে দেই আমার এ+পজিটিভ রক্ত (রেড ক্রিসেন্ট থেকে) একচেঞ্জের মাধ্যমে ।

এখন জানুন বাস্তবতা ...
রয়েল হসপিটালে সিলেট উসমানী মেডিক্যাল কলেজের গাইনী বিভাগের সহ-অধ্যাপিকা ও সার্জন আফরোজা বেগম শিলা নামের একজন নামিদামী ডাক্তার ঐদিন অপারেশন করেন । ভদ্র মহিলার জড়ায়ুর কী এক সমস্যার কারণে বাচ্চাদানী কেটে ফেলা হয় ।

ওই ভদ্রমহিলার বয়স এখন ৪০+ প্লাস :)
আশ্চর্যের ব্যপার হচ্ছে, উনি এখন বাচ্চাদানী ছাড়াই গর্ভবতী ।
আরও ভয়ঙ্কর আশ্চর্যের ব্যপার হচ্ছে, উনার গর্ভে নাকি ইমাম মাহদী (আ: ) এসেছেন ।

অতি সাধারণ ব্যপার হচ্ছে, উনি গত ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর ১৬ বছরের ছোট, ২৪ বছর বয়সের এক ছেলের (আপন চাচাতো ভাই) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।

নগণ্য সাধারণ ব্যাপার হচ্ছে, প্রথম বিয়ের ১৫ দিনের মধ্যেই উনার ডিবোর্স হয় । তারপর হয় উনার দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ বিয়ে
দ্বিতীয় স্বামীর সাথে ডিবোর্স হয়নি ! তৃতীয় স্বামীর সাথেও ডিবোর্স হয় নি ! অত:পর চতুর্থ বিয়ে !

অতএব হালালভাবে উনার বিবাহ হয়েছে তিনবার - অথচ হালালভাবে তালাক হয়নি একবারও !
এছাড়াও আরও কয়েকজনের সাথে বিবাহ ছাড়া শারিরীক সম্পর্কের তথ্য পাওয়া গেছে (যদিও এই ব্যপারে আমি ১০০% শিওর না) ।
এইসব মেয়েদেরকে বেশ্যা বললেও কম হবে ।

কোনও বেশ্যার ঘরে অন্তত হজরত ইমাম মাহদী (আ: ) জন্মাবেন না ।

এখন মজার বিষয় হচ্ছে, ইমাম মাহদী (আ: ) উনার গর্ভ থেকে নাই হয়েগেছেন । লোক জানাজানি হওয়ার কারণে ।

যেখানে ধর্ম বলেছে যে হজরত ইমাম মাহদী (আ: )র জন্ম হবে নবীয়ে করিম হজরত মোহাম্মদ (সা: )র বংশ থেকে ।
(ইমাম মাহাদীর পিতার নাম হবে আবদুল্লাহ আর মাতার নাম হবে আমিনা । রাসুল উল্লাহ (সা: ) এর মা বাপের নামে)

বিশেষ দ্রষ্টব্য: ভদ্রমহিলার সাথে জ্বিনের আছর আছে । উনার ছেলে এবং মেয়ের মাঝেও জ্বিনভর করে এবং ওরা বর্তমান ভবিষ্যত বলে দেয় ।
অতএব একটু খেয়াল কইরা ভাইলোগ ...

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পোষ্টটি কন্টিনিউ হবে যদি আমি উনার জ্বিনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হই :)

নির্মম সত্য: এই ঘটনায় মিথ্যা বানোয়াট কোনও কিছুই নাই ।
কারও কোনও প্রকার সন্দেহ থাকলে রয়েল হসপিটাল অথবা ডাক্তার আফরোজা বেগম শিলা'র সাথে যোগাযোগ করে দেখতে পারেন ।


জগতের সকল প্রাণী সুখি হোক :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

বাংলার ফেসবুক বলেছেন: ২য় বার পড়লাম ওর আগেও এই পোষ্ট পড়েছি।

২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: পোষ্ট টি দ্বিতীয়বার প্রসব করার কারণ হচ্ছে প্রথমবার সামু কর্তৃপক্ষ এটি ডিলিট করে দেন :)
তাই দ্বিতীয়বারের মত প্রকাশ :)

ভালো থাকবেন :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

এসব চলবে না..... বলেছেন: মা***রে আমার কাছে নিয়া আসেন। বাচ্চা ডেলিভারী করাইয়া দেই। হারামজাদী।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: পাওয়ার আছে । পারবেন না । লগে জ্বীনপরীর আছর আছে । হেব্বি পাওয়ারফুল লেডি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.