নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

মোহাম্মদ আলমগীর খান

কখনও কখনও বৃষ্টি যদি ঝড়ে দৃষ্টির পাতায়...কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়.....।ফেসবুকঃ https://www.facebook.com/engineer.alamgirkhan

মোহাম্মদ আলমগীর খান › বিস্তারিত পোস্টঃ

রাজাকার সাহেব একদা মন্ত্রী ছিলেন অত:পর...

১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮

তুমি যদি অন্যের ব্যথায় ব্যথিত না হও, তবে তোমার কি আর মনুষ্যত্ব থাকে !?

এর মানে এই না যে #নেজামী সাহেবের (একদা মন্ত্রী ছিলেন- সাহেব বলিয়া সম্মান দেওয়া উচিত তার উপর এখন উনি ইহলোক ত্যাগ করিয়াছেন) ব্যথায় ব্যথিত হতে হবে ।

রাজাকার ছিলেন, ফাঁসি হওয়াটাই স্বাভাবিক নয় কী !?
সব রাজাকারের ফাঁসি হওয়া উচিত ।
আইয়ামে জাহেলীয়াত থুক্কু আওয়ামীলীগে থাকা রাজাকারদেরও ফাঁসি হওয়া উচিত ।

একটা কথা সবারই জানা থাকা উচিত যে, মহান আল্লাহ্ তাআলা বলেছেন- আমার বান্দা'রা যদি সামান্য ব্যথায় উহ্ বলে উঠে তবে আমি সেই উহ্- কষ্টের বিনীময়ে বান্দা'দের গোনাহ্ মাফ করে দেই । সোবহানাআল্লাহ্ ।

এই বিশ্বভ্রম্মান্ডের মহান স্রষ্টা এও বলেছেন
যে, কোনও আমল'দার ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে রূগে ভোগে অথবা কঠিন কোনও শাস্থি প্রাপ্ত হয়, তবে বুঝে নিও সে কোনও কঠিন পাপ করেছিলো যার শাস্থি সে পাওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করা হয় ।

~শুধু এই বিষয়টা যদি চিন্তা করেন তবে নেজামী সাহেবের ৭১এ করা গুনাহ্ কতোটা মাফ হয়েছে সেটা শুধুমাত্র আল্লাহ্ মালুম । এই লজিকে আপনারা অফ জান । #হরতাল না দিয়ে (সাধারণ মানুষকে কষ্ট দিয়েন না) আল্লাহর কাছে উনার রূহের মাগফেরাত কামনা করুন ।

#জামাতে_ইসলামী #ছাত্র_শিবির'কে আমার অপছন্দের কারণ !?
#১ ধর্মীয় মতপার্থক্য
#২ ধর্মীয় মতপার্থক্য
#৩ ধর্মীয় মতপার্থক্য
#৪ দেশ দ্রোহী - #রাজাকার

এখানে একটা লজিক আছে, দেখবেন ? দেখেন !
আমার বোঝ হওয়ার পর থেকেই ধর্মীয় মতপার্থক্যের কারণে যাদেরকে আমি ঘৃণা করি তারাই এই দেশের বিরুধ্যে ছিলো !
রাজাকারের এই বিষয়টা আমি পরে জানতে পেরেছি অনেক পরে বড় হয়ে যখন বাঙলাদেশের ইতিহাস পড়ি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:৫১

অপরাধ দমন কমিশন বলেছেন: বুঝতে হবে তার অপরাধের মাত্রাটা কত ছিল ?
আল্লা মাফ করুন ।

২| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:১১

বাংলার জামিনদার বলেছেন: শয়তান মরছে, বিচার পাইছে। যারা তার জন্য ইনিয়ে বিনিয়ে কাদছে, তাদের জন্য শুধুই করুনা আর লাত্থি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.