নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাচ্চারা যদি শিক্ষককে ভয় দেখায়......

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

>এখনকার পিচ্চিরা এমনি দুষ্টু যে ওদের সাথে পেরে ওঠা কঠিন! একদিন কেজি ক্লাসে রুমের দেয়ালে একটা শুঁয়োপোকা দেখে ভয়ে চিৎকার করে ক্লাস থেকে বের হয়ে যাই, এরপর দরজার কাছে বসে ক্লাস নেই, সারাক্ষন একটা আতঙ্কে থাকি!
>এখন কেজি ক্লাসে গেলেই দুষ্টু কিছু বাচ্চুকে দুষ্টামির জন্য শাসন করলেই, পরে ওরা কেউ পেছনে বসে বলে- ম্যাডাম অই যে দেয়ালে শুঁয়ো পোকা, ম্যাডাম আপনার গায়ে শুঁয়ো পোকা! আজিব কারবার!
>>আমাদের সময়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলতেই ভয় পেতাম, সমীহ করে চলতাম! আর এখনকার বাচ্চুরা করে বদমাইশী! রংপুর ক্যান্টের ইংলিশ মিডিয়াম (মিলিনিয়াম স্টারে) এ যখন জব করতাম ওরা তো আমার পাশে এসে আমার হাইটের সাথে ওদের হাইট মাপতো আর বলতো- মিস ইউ আর সো টল! রুমে ঢুকলেই প্রতিদিন তোতাপাখির মত বলতো- মিস ইউ আর লুকিং ভেরি নাইস! একদিন এক মেয়ে গাল টেনে বলে- মিস ইউ আর লুকিং সো নাইস! এরপর আমার প্রতিদিনের শাড়ি সুন্দর- এই নিয়ে গবেষণা !
>>এইসব কারবার দেখে ভয়ে আমি কলেজে জব করিনি!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: কলেজে একটা জব নেন।

গতকাল রাতে যখন আয়মান (আমার বড় ছেলে) কে ঘুম পারানি গল্প বলছিলাম তখন সে আমাকে ভয় দেখাচ্ছে

<< বাবা ভা.............ও, কথা বলে এএএএএএ না, ইত্যাদি



ওরা আসলে এমনি, মেনে নিন




ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মাথা খারাপ ভাইয়া! সেভেন থেকে মাস্টার্স পড়া পর্যন্ত যে হারে টিজিং এর শিকার হয়েছিলাম, এরপর যাবো অই বুইড়া গুলাকে পড়াতে! তবে পিচ্চিদের এই বদমাশিগুলাতে অনেকদিন থেকে অভ্যস্ত ! কারন স্কুলে জব করছি সেই ২০০১ থেকে! মাঝে মাঝে মন্দ লাগে না মজাই লাগে!

২| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এইবার আমিই প্রথম লাইক দিয়েছি।

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ অনেক ধন্যবাদ সন্ত্রাসীর ভাই!

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

 বলেছেন: ++++++++ :D

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হ্যাই সব প্লাস! হহা ধন্যবাদ !

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

টয়ম্যান বলেছেন: মিস ইউ আর লুকিং ভেরি নাইস! একদিন এক মেয়ে গাল টেনে বলে- মিস ইউ আর লুকিং সো নাইস! এরপর আমার প্রতিদিনের শাড়ি সুন্দর- এই নিয়ে গবেষণা ! +++++

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহা! ওরা তোতা পাখির মত বলতো- প্রতিদিন! একদিন বলেছিলাম, প্রতিদিন কি বল তোমরা তোতা পাখির মত এইসব! ওরা ক্লাস- টু এর বাচ্চা ছিলো! ধন্যবাদ !

৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: <<এইসব কারবার দেখে ভয়ে আমি কলেজে জব করিনি!

:P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সঠিক সিদ্ধান্ত! কলেজে তো আর পিচকিরা না;) সব বড় বড় ডিজিটাল পিচকি ;) :):)

তাদের দুষ্টামিও বড় বড়ই হবে :P :P B-) :)

.

.
.
.
.
.
এ এই এই এই.... টেবিলের পাশে ওটা কি.??????????????

আ আ আ্ াআ্ আআআআ

শুয়াপোকা নাতো !!!!!!!!!!!!!!!!!!!!!

X( X(( :( ;) :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এইতো ভাইয়া বুইঝা গেছেন! কখন বুইড়া বান্দরগুলা চোখ মেরে বসে! হাহহাহা! কারন আমি যখন মাস্টার্স এ পড়ি সে সময় ইন্টার পড়ুয়া এক সুদর্শন ছেলে যেভাবে পিছু ধরেছিলো-- সেইটা সহ স্কুল/ কলেজ লাইফের টিজিং এর ঘটনা ভুলি নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.