নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>রাত গভীর হচ্ছে... অফিস থেকে বাসায় এসে ক্লান্ত ছেলেটা ধীরে ধীরে সিড়িঘরের দিকে এগিয়ে যাচ্ছে... তারপর চুপচাপ একদম মাথায় গিয়ে বসে... চেনা পরিবেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকা ছেলেটার হাতে চায়ের মগ, চায়ে চুমুক দিয়ে পকেট থেকে বের করে একটা প্যাকেট .. আলগোছে দুমড়ানো প্যাকেট থেকে একটানে বের করে সিগারেট আর নিজে নিজেই বলতে থাকে- ধুস শালা লাইটার কই? চারপাশে খুঁজতে থাকে, দেখে পাশেই পড়ে আছে লাইটারটা ... এরপর খসখস করে লাইটার জালিয়ে সিগারেট ধরায়... প্রতি রাতেই এভাবে যে মগে চা নিয়ে আসে তা ভর্তি হয়ে যায়... নিকোটিনের ছাইয়ে! খটখট করে মোবাইলে কিসব লিখে... চোখ যায় চ্যাটে ... রাত জাগা পাখিরা সব জেগে আছে! ধুশ শালা! কার সাথে কথা কমু।। আবারো মনে মনে বলে! ঘরে যেতে হবে...তার আগে আর একটা সিগ্রেট ধরায়... ছাদের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ে... আর বলতে থাকে শালার বাস্তবতা...!
> মাঝ রাত অব্ধি বিছানায় এপাশ- ওপাশ করে মেয়েটা বিছানা ছেড়ে উঠে পড়ে... ! জানালাটা খুলে দেয়... বাইরে তাকায়... আলোআঁধারির খেলায় একটু হালকা বাতাস ছুঁয়ে যায় তাকে... এলো চুল উড়তে থাকে... মুখে এসে পড়ে ... ! মুখ থেকে চুল সরাতে গিয়ে গালে কিছু একটা অনুভব করে... মনে পড়ে বৃষ্টি নেমেছিলো কিছুক্ষন আগে... পাশে থাকা মোবাইলটার সুইচ অন করে... ঝট-পট করে একেবারে চলে যায় ইনবক্সে...! ছটফট করে উঠে ... হতবিহবল হয়... চোখ থাকে স্থির... ! একটার পর একটা মেসেজে চোখ বুলিয়ে যায়... একটা একটা করে দৃশ্য চলে আসে... মেয়েটা একাকী হাসে... রেগে যায়... মন খারাপ করে... অবাক হয়... ! মনে পড়ে, প্রতিদিন ভাবে ডিলেট করে দেবে মেসেজগুলা... প্রতি রাতে ডিলেট করতে এসে আর করা হয় না... সব চিন্তা বাদ দিয়ে ডুবে যায়...মেসেজের গভীরে...রাত বাড়তে থাকে... বুঝতে পারে মেয়েটা পাল্লা দিয়ে বেড়ে চলেছে ছুপা জ্বরটা ... !
২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা! ফাস্ট তো হলেন, এখন মিষ্টি না না থুক্কু আইস্ক্রিম খাওয়ান !
২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
বলেছেন: ++++++++
২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সব লেখাতেই +++! কি কমু ভাই?
৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: ছুপা জ্বর
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তবিক বাস্তবতাটা ধরা দিলে ছুপা জ্বরটা ভাল হয়ে যাবে আশা করি।
৫| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: বাস্তবিক বাস্তবতাটা ধরা দিলে ছুপা জ্বরটা ভাল হয়ে যাবে আশা করি।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা! দেখা যাক ভাইয়া, গল্পের শেষটা কি হয়! ছুপা জ্বর ভাল হয়ে মেয়েটা বেঁচে যায় না কি জ্বর বাড়তে বাড়তে অইপারে চলে যায়! ভাল থাকুন সন্ত্রাসীর ভাই!
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কখনো ফাস্টু হইতে পারিনা এই বার আমায় ঠেকায় কে ?
এই বার পড়া ইস্টার্ট করি ।