নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>দিন দিন কিছু মানুষ খেটে না খেয়ে সাহায্যের নামে প্রতারনার মাধ্যমে ২০/৩০/৫০ টাকা ইনকামের ধান্দায় নেমেছে! এদের কারনে সত্যি সত্যি যারা বিপদে পড়ে সাহায্য চাইতে আসে তারা বঞ্চিত হয় কিংবা মানুষের কাছে সাহায্য চাইতে গেলেই গালি খায়!
> দুপুরে এক লোক এসেছিলো, দরজা খুলতেই বলে- আপনাদের বাসার ঢালাইয়ের কাজ আমি করেছি, আমার মা মারা গেছে ১২ টার দিকে, বাড়ী যাবো, যাওয়ার ভাড়া নাই,আর এক ভাবীও টাকা দিয়েছে, আপনারাও দেন! আমি মামনীকে এসে বলি! এখন আমাদের বাসায় কে ঢালাইয়ের কাজ করেছে, কতজন মিস্ত্রি কি করেছে, সব মনে থাকার কথা নয়! মামনী তার গলা শুনেই বলে উঠলো কিছুদিন আগে ও মেয়ের বিয়ের কথা বলে টাকা নিয়ে গেছে! এই বলে মামনী কিচেনে যায়, (ভাত খাচ্ছিলো) থালা রেখে আসতে, আমরা দু’বোন তখন যে যার ঘরে! লোকটা বাইরে গেটেই দাঁড়িয়ে থাকে! তার মধ্যেই বাপি মসজিদ থেকে নামায পড়ে এসে ঘরে ঢুকেই (দরজার লক খোলাই ছিলো) কাউকে কিছু না বলে লোকটাকে গিয়ে ১০০ টাকা দেয়! লোকটাও চলে গেছে, মামনীও দরজা খোলার শব্দ শুনে কিচেন থেকে বের হয়ে এসে দেখে বাপী টাকা দিয়ে দিয়েছে!
>যাক ১০০ টাকা ব্যাপার না কিন্তু এইভাবে মেয়ের বিয়ে/ কেউ মারা গেছে/ অসুস্থ এরকম ভান করে এক শ্রেনীর লোক মানুষকে ঠকিয়ে টাকা নিচ্ছে! আর তাদের কারনেই যারা সত্যি বিপদে পড়ে সাহায্য চাইতে আসে তাদের অনেক সময় বিশ্বাস করা যায় না!
২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু হু......... !
২| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: এরকম হয় প্রায়ই । কি আর করবেন !
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু কি আর করবো? কিন্তু অই যে ওদের কারনে হয়তো যাদের সত্যিকারের সাহায্যের দরকার তারা পায় না!
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দানশীলতার সুযোগ নিয়ে অনেকেই এমত করে , কি আর করা ।
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই কি আর করা ......। কিন্তু অই যে ওদের কারনে হয়তো যাদের সত্যিকারের সাহায্যের দরকার তারা পায় না!
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: কিচ্ছু করার নাই।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
বলেছেন: