নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এই যাওয়ার বুঝি শেষ নেই রে......!

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

ঘুম ভেঙ্গে গেলেই আমার তোর কথা মনে পড়ে......

আমি হুরমুরিয়ে তোকে ফোন করতে যাই...!

বিকেলে ছাদে একা একা হাঁটতে গিয়ে

আমি বারবার তোকে পাশে অনুভব করে ......

আঙ্গুলের ভাজে তোর আঙ্গুল খুঁজতে যাই...।

মোবাইলে এই সেই অফারের আসা মেসেজ টোনে

চমকে গিয়ে ...তোর মেসেজ ভেবে আনন্দে তা পড়তে যাই...... !

চারপাশে জুড়ে থাকা এত্ত এত্ত মানুষের ভিড়েও

নিজেকে একা লাগলে আমি ডুবে যাই তোর-ই টানে

চ্যাটে আর মোবাইলে থাকা মেসেজগুলিতে ......।।

সন্ধ্যায় মিস করতে করতে চুপি চুপি চলে যাই

তোর-ইআঙিনাতে ......ঘুরঘুর করি তোর আশেপাশে !

রাতে ঘুম না এলে -ঘুম আসছে না মেসেজে

ভরিয়ে ফেলি ড্রাফটস বক্সটাকে...!

বৃষ্টি হলেই ছুটে যাই ভিজতে একটুখানি জ্বর বাঁধাতে

পরে তোর সেবা নেবো এই ভাবনাতে...... !

আজো আমায় চুড়ি কিনে দিলি না এই আক্ষেপে...

মাঝে মাঝে হাতে চুড়ি পড়ে রিনিঝিনি শব্দে হারিয়ে যাই ...!

তুই গাধাটা ভ্যালেন্টাইনে নীল টিপ/ নীল লিপিস্টিক দেয়ার কথা বলেছিলি দেখে

রাতের বেলা চুপি চুপি নীল টিপ আর নীল লিপিস্টিকে ঠোঁট নীলাকার করে ......

আয়নায় দাঁড়িয়ে ভেংচি কাটি তোর ছবিটিকে দেখে ... !

শিশির ভেজা ভোরে ঝুল বারান্দায় বসে ......

তোর একলা চায়ের কাপে ভাগ বসানোর বাহানায় আজো ছুটে যাই......

অভিমান হলে আজো কেঁদে কেটে একাকার হয়ে তোর বুকেই মুখ লুকাতে যাই... !

বুকের দ্রিম দ্রিম শব্দে তুই যে আমার ......

একথা জানতে আজো তোর-ই ভালোবাসায় ডুব দিতে যাই... !

শোন এটা হয়েছে,জানিস ও এরকম করেছে, এখন কি করবো বল না?

এই সেই কাহিনী যত লম্বা হয়......

আমি নিশ্চিন্তে তোর-ই কাছে ছুটে যাই ......!

এই যাওয়ার বুঝি শেষ নেই রে......!





মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

আলম দীপ্র বলেছেন: রিমঝিম ! বেশ !

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রিমঝিম......... !!!! বুঝলাম না! ধন্যবাদ !

২| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

নষ্টছেলে তানিম বলেছেন: সহজ সরল ভাষায় মনের গুছানো আবেগ , খুব ভালো লাগলো

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ! ভাল থাকবেন!

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বেশ লাগলো ।

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ! ভাল থাকবেন!

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

নুরএমডিচৌধূরী বলেছেন: সব আবেগি তো ঢেলে দিলেন
রাখলেন কই
বেশ ভাল লেগেছে
+++

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা খুঁজলে আরো কত কি পাওয়া যাবে... লিখতে গেলে আরো কত কি লিখা যাবে।।!অনেক ধন্যবাদ ভাইয়া!

৫| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

 বলেছেন: +++++ :D

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ! ভাল থাকবেন!

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

মামুনূর রহমান বলেছেন: মোটামুটি। বানানের দিকে একটু খেয়াল রাখবেন। শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ভুল গুলি ধরিয়ে দিলে সুবিধা হত, তাহলে এডিট করতে পারতাম! ধন্যবাদ !

৭| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

ভূতের কেচ্ছা বলেছেন: বৃষ্টি হলেই ছুটে যাই ভিজতে একটুখানি জ্বর বাঁধাতে
পরে তোর সেবা নেবো এই ভাবনাতে...... !
আজো আমায় চুড়ি কিনে দিলি না এই আক্ষেপে...
মাঝে মাঝে হাতে চুড়ি পড়ে রিনিঝিনি শব্দে হারিয়ে যাই ...!
তুই গাধাটা ভ্যালেন্টাইনে নীল টিপ/ নীল লিপিস্টিক দেয়ার কথা বলেছিলি দেখে
রাতের বেলা চুপি চুপি নীল টিপ আর নীল লিপিস্টিকে ঠোঁট নীলাকার করে ..... :D :D :D :D :D :D

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহাহাহা!

৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

একনীল বনসাই বলেছেন: কি করে পারেন কবি বলতে ভালোবাসার কথা .................।
জানাবেন

২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বসে বসে কিছু ভাবি না... কিংবা সময় নিয়েও লিখি না--- যখন যা অনুভব করি তা বলে ফেলি নির্দ্বিধায় ...... এভাবেই! ধন্যবাদ !

৯| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

আলম দীপ্র বলেছেন: বলেছিলাম ! রিমঝিম একটা প্রেমের কবিতা !

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অহ্‌! বুঝলাম! ধন্যবাদ ভাইয়া!

১০| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

জ্ঞান যখন পূর্ণতা পায়
বাক্য তখন সংক্ষিপ্ত হয়ে যায়!
দৃষ্টি যখন পূর্ণতা পায়
তখন বাইরের সৃষ্টি দৃষ্টিগোচর হয়!
প্রেম যখন পূর্ণতা পায়-
প্রকাশের অপেক্ষায় থাকে না।
ভাব যখন পূর্ন হয়ে যায় তখন
অনুভবেই আনন্দ!

আমি আনন্দিত :)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ! আমিও তা শুনে প্রীত! বরাবরের মত কমেন্ট করে মাথা আউলিয়ে দিয়েছেন!

১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি বারবার তোকে পাশে অনুভব করে ......
আঙ্গুলের ভাজে তোর আঙ্গুল খুঁজতে যাই...।




শুধু আঙ্গুলে ভাজে নয় , জীবনের প্রতিটি ভাজে ভাজে দু্ইটি প্রাণ/সত্তা একাকার হয়ে যাক এই প্রত্যাশায় ................................................






ভাল থাকুক আবেগী ঈপ্সিতা চৌধুরী।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ভাইয়া! হু জীবনের ভাজে ভাজে বালিকা তাকেই খুঁজছে ......! যাক সন্ত্রাসী থেকে আবেগীতে এসেছি! হহাহহা! অনেক ধন্যবাদ ভাইয়া!

১২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

কলমের কালি শেষ বলেছেন: এভাবে বোলো না বুকে লাগে !! ;) :P :P :P

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই না কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.