নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর চলে যাওয়াটা আমি সহ্য করতে পারবো না তাই তো একটিবারও বলিনি আসতে তোকে ......।। তুই যতটা অবাক হয়েছিস, তার থেকেও কষ্ট বুকে চেপে রেখে আমি তোকে আসতে নিষেধ করেছি।। কতবার ইচ্ছে হয়েছে, বলে ফেলি...।কিন্তু বলিনি কারন আমি জানি তোর আসাটা হত অদ্ভুদ... ! চারপাশ জুড়ে থাকতো কত আয়োজন... ! স্তব্ধতা / হতবাক... হতবিহবল অবস্থা কাটিয়ে একসময় আমরা হাজারো কথায় ভেসে যেতাম আবার... তোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেতাম একদম খুব কাছে থেকে... নিজেকে দেখতে পেতাম তোর চোখে...। ভয়ে/ লজ্জায় অজানা এক শিহরণে কেঁপে উঠতাম বারবার তোর কথাতে...হাসিতে... ! আলতো করে তুই হয়ত একটু ছুঁয়েই ফেলতি আমায় কিংবা ধরে ফেলতি হাতটা... আমি কি পারতাম তখন নিজেকে ছাড়িয়ে নিতে? বল? অজানা এক আনন্দে... ভাললাগায় ছুঁয়ে যেত মন... ইচ্ছেঘুড়িটা তার লাটাইয়ের সুতোটা হয়ত ছেড়ে দিত অনেক দূরে ... কিন্তু আমি জানি কিছুক্ষন পড়েই পড়ত টান... ! আমার/ তোর দুজনের-ই হয়ত তখন ভাসতে ইচ্ছে করতো শূন্যে ...। হয়ত দিয়েই দিতাম আমরা ছুটি আমাদের সব বিষাদকে... ভুলে যেতাম বাস্তবতাকে...। একি তোর চোখের নীচে এত কালি পড়েছে কেন রে? বলতাম আমি! তুই এত শুকিয়ে গেছিস কেন রে হারামী? আর তোর মুখে এত দাগ, চোখের নীচে কাজলের মত কালি... এমন হয়েছিস কেন, বলে চলতি তুই...? এভাবেই হয়ত দুজনের কষ্টকে দুজনে শুষে নিতে চাইতাম...কিন্তু চরম বাস্তবতা তো তখন আসতো ... যখন তোর চলে যাওয়ার সময় হত...। তুই চলে গেলেই তো চারপাশটা আবার কালো হয়ে যেত রে... বুকের ভেতরটা শুন্যতায় হাহাকার করে উঠত... চারপাশ জুড়ে পড়ে থাকা তোর পায়ের চিহ্ন দেখে আমি যে ডুবে যেতাম একেবারে...। এই ভাল দেখবো না... পাশে বসা হবে না... কথা হবে না... একটুখানি ছুঁয়ে দেখা হবে না...। এত্ত এত্ত অপূর্ণতার ভীড়ে থাকুক না এই অপূর্ণতাটা শুধু তোকেই ঘিরে.........।
০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা ধন্যবাদ ভাইয়া!
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: এভাবেই হয়ত দুজনের কষ্টকে দুজনে শুষে নিতে চাইতাম...
কষ্টগুলো দূর হয়ে যাক আর অপূর্ণতা গুরো ভরে উঠুক পূর্ণতায়
ভাল থাকুক এই ব্লগ সন্ত্রাসীটা ... ... ... ... ... ... ... ... ...
০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা উঠবে কি না বলা যাচ্ছে না...। অনেক ধন্যবাদ !
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসিনিতো এই ভেবেই----------
অধরা স্বপ্নগুলোকে স্বপ্ন বানিয়েই
যাকনা বয়ে সময়-
স্বপ্ন পূর্ন হলেই বুঝি মৃত্যু হয়
তাই শুধু ভয়। স্বপ্ন হারাবার ভয়
প্রেয়সি যদি স্ত্রী হয়ে আটপৌড়ে জীবনের
টানাপোড়েনে - চাল তেল নুনে
হারিয়ে ফেলে আবেগের কৌটোটা
তখনতো সাহারার চেয়ে বেশি শূণ্য জীবন
জীবনটা যদি শুটিং ইউনিট হতো
বারবার ভুল করতাম আর রিটেক হতো শট
আবেগের ফুল গুলো ফুটানো যেত ইচ্ছেমতো
স্বপ্নের মতো করে!
তাই হোক - হোক স্বপ্নেই বসত
অনন্ত স্বপ্ন সময়ের, যার শুরু আচে শেষ নেই
কেবলই ভাবনায় সূখের বাসর;
সূর্যাস্তের মতো, প্রতিরাতে নোনাজলে রবে
নতুন স্বপ্নের সূর্যোদয়ের স্বপ্ন।
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: যতই হারানোর ভয় থাকুক তবে একটা সময় মনে হয় স্বপ্নটা সত্যি হলে কি এমন ক্ষতি হত? একটা মিরাকল ঘটলেই বা কি হত...। ? অনেক ধন্যবাদ ভাইয়া, বরাবরের মত দারুন কমেন্ট!
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোর চলে যাওয়াটা আমি সহ্য করতে পারবো না, তাই তো একটিবারও বলি নি আসতে তোকে ....
ভালো লাগলো।
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! কেমন আছেন?
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি আপু। আশা করছি আপনিও কুশলে আছেন। ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আছি ভাইয়া মোটামুটি... ভাল থাকবেন!
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ১ম লাইক আমার