নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আহা আহা ! কি ভালোবাসা ! কি দেশপ্রেম গো... আহাআহা!

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

বিজয়ের মাস এসে গেছে পোলাপান থেকে শুরু করে বড়পানদের সকলে খেজুরের গাছের মত হয়ে গেছে... ফেবুতে এক একজনের প্রো পিক চ্যাঞ্জ আর কভার ফটো থেকে দেশের প্রতি বিজয়ের মাসের প্রতি চুইয়ে চুইয়ে ভালোবাসা না বালুরবাসা কে জানে তা উপচে উপচে পড়ছে... আহা আহা ! কি ভালোবাসা ! কি দেশপ্রেম গো... আহাআহা!
>যে দেশে প্রতিদিন পতাকার লালের মত চলে রক্তের হোলি খেলা...
সে দেশে সবুজের প্রতি মানুষ করে রোজ কত অবহেলা... !
জটিল অঙ্কে চলছে ভাই এদেশের রাজনীতি
কমছে না তো -তাই তো দেশের কোন দুর্নীতি!
বেপরোয়া বখাটেদের রুখবে বল কে?
রুখতে গেলেই মরণ দেয় তারা যে সবাইকে!
সোনা চোরাচালানীদের অদ্ভুত যত কৌশল
আটক হয় বন্ধ হয় না- চলছেই তাদের নানা ছল !
মানব পাচারের নিরাপদ স্থান উপকুলীয় অঞ্চল
তাই না ভেবে মন থাকে সব সময়-ই চঞ্চল!
সব পরীক্ষার -ই প্রশ্নপত্র হয় এখানে ফাঁস
ভাবতে গেলেই অবাক লাগে কোন দেশেতে করছি মোরা বাস?
>> আরে বেকুবেরা নিজের থেকে দেশ বড়... দেশের থেকে না কি মানবতা বড়! তাই এই শীতকালীন খেজুরের রসের মত চুইয়ে পড়া দেশের প্রতি ভালোবাসা একটু- আধটু না দেখিয়ে নিজ নিজ জায়গা থেকে সব সময় সৎভাবে সব কাজ করে যাওয়াই তো দেশপ্রেম হতে পারে? তাই নয় কি?

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

মাহফুজ তানজিল বলেছেন: সাহসী লেখা, অনেক কঠিন সত্যি উচ্চারণ করেছেন!
প্লাস দিলাম!

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বলতেই হল ভাই! অনেক ধন্যবাদ!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ফুলঝুরি বলেছেন: সহজ ভাবে এই কঠিন কথা গুলি বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকের ঘটেই এগুলো ঢুকবেনা।কারন আমরা মুখোশ ধারি।ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ মাস এলেই এইসব ভন্ড দেশ প্রেমিকদের রস চুয়াইতে থাকে অন্যসময় ভিন দেশী সংস্কৃতি বেশী পছন্দ। কি আজব দেশ প্রেম আমাদের।

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন অনেকের ঘাটেই ঢুকবে না এইসব কথা! আর আমরা আসলেই মুখোশধারী! আমার চেতনা, আমাদের ভালোবাসা সব-ই এমন সিজোনাল! অনেক ধন্যবাদ !

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগ সন্ত্রাসীটার ভালবাসার খোলস থেকে বেরিয়ে এসে সাহসী একটা পোষ্ট দিল।


সত্য কথা গুলো কি ভাবে লেখনি শক্তি দিয়ে বুঝিয়ে দিল ।



ভাল থাকুক স্পষ্টভাষী ঈপ্সিতা চৌধুরী

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দিতে হল ভাইয়া! এইসব আজিব কারবার দেখে সত্তি-ই অবাক লাগে! আর এ চেতনা বা ভালোবাসা কি সিজোনাল হতে পারে? আপনিও ভাল থাকুন ভাইয়া!

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

নুরএমডিচৌধূরী বলেছেন: আহা আহা ! কি ভালোবাসা ! কি দেশপ্রেম গো... আহাআহা
পরান ভরে যায়
+++

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুধু পরান ভরলেই চলবে না ভাই... নিজের দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে... এভাবে সিজোনাল যেন না হয়! অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

নিলু বলেছেন: লেখা এবং বাস্তবতা কী এক ?

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠিক কি বোঝাতে চাইলেন, বুঝলাম না?

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজ নিজ জায়গা থেকে সব সময় সৎভাবে সব কাজ করে যাওয়াই তো দেশপ্রেম হতে পারে
সুন্দর !!!!

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

মামুন ইসলাম বলেছেন: ৪ ভালো লাগা
পোষ্টে ++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই শীতকালীন খেজুরের রসের মত চুইয়ে পড়া দেশের প্রতি ভালোবাসা একটু- আধটু না দেখিয়ে নিজ নিজ জায়গা থেকে সব সময় সৎভাবে সব কাজ করে যাওয়াই তো দেশপ্রেম হতে পারে? তাই নয় কি?

চেতনার এই মৌসুমী প্রকাশ টপ টু বটম চলছে! স্বার্থ আর প্রয়োজনে চেতনাকে সামনে এনে দাড় করানো হচ্ছে!!

অথচ বীরশ্রেষ্ঠদের জীবন কাহিনী পড়লে চোখ ফেটে জল আসে!

দেশটার অধোগতিতে লজ্জ্বায় মাথা নত হয়ে আসে..


অথচ এগিয়ে যাবার উদ্যোক্তারা রীতিমতো রাষ্ট্রীয় ভাবে হন লঞ্চিত!! তবে আর এগিয়ে আসবে কে?

পোষ্টে ++++++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া, দেশকে নিয়ে গর্ব করার মত আসলেই কি আর কিছু আমাদের? এভাবে কি চেতনা বা দেশপ্রেম জাগ্রত থাকে? না কি এভাবে চলতে দেয়া যায়? ভাল থাকবেন!

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: দেশপ্রেমের বন্য বানে এ মাসে সব ভেসে তো যাবেই , তলিয়েও যেতে পারে ।

আর কি বলবো ! শুধু দেখে যাই ।

কেমন আছেন ?

০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ফেব্রুয়ারী/ মার্চ / ডিসেম্বর লাভ/ না দেশপ্রেম! দেখতে দেখতে আর কি-ই বা বলার থাকে? হু ভাইয়া চলছে গাড়ী যাত্রাবাড়ী ... ! আপনি কেমন আছেন?

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: আছি তো ভালোই । মন ভালো নাই আপু ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কেন? মন খারাপ কেন?

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

 বলেছেন: আহা আহা ! কি ভালোবাসা ! ++++

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

কলমের কালি শেষ বলেছেন: দেইখেইন এর ঝাঁঝ আবার বালকের উপর উঠাইয়েন্না !... :P :P

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ... টেন্সিত হইয়েন না... !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.