নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভাংচুর টাইপের প্রেম আর টোনাটুনির সংসার চাই...।।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

আমার কখনোই লুতুপুতু প্রেম নয় ভাংচুর টাইপের প্রেমে ভাসতে ইচ্ছে করে... ঠিক এমনভাবে---
যেখানে ছোট্ট ছোট্ট আবদার থাকবে... সারাদিন অপেক্ষা... ফেবুতে চ্যাটে এসে আমাকে না পেয়ে বারবার তার মিসডবার্তাতে সুখ খুঁজে পাওয়া .. ফোন বন্ধ পেয়ে রাগারাগি করা ... আমার সরি সরি বলা, মেসেজ টোনে অভিমানের ঝড় ওঠা...। আহ্‌আ!
চুপিসারে তার মানিব্যাগের এক পাশে রেখে দেবো ছোট্ট ছোট্ট ভালোবাসার চিরকুট ... মাম্মা টাকা দেন, রিকশাওয়ালাকে টাকা দিতে গিয়ে বেড়িয়ে আসবে কাগজ...অবাক চোখে এপাশ/ ওপাশ করে হেসে ফেলবে গাধাটা, ভরে রাখবে তা আবার! অন্যপাশে ভেঙ্গে যাওয়া চুড়ির কয়েক টুকরা... আবার টাকা বের করতে গিয়ে চুড়ির টুকরোতে হাতে লেগে যাবে খোঁচা ! রিকশাওয়ালা মাম্মা হা করে তাকিয়ে থাকবে... আবার কি যেন...হাতে আসবে ছোট্ট একটা ক্লিপ... পাগলী বলেই পাগলটা তাকিয়ে দেখবে ছবি রাখার জায়গায় একটা কালো টিপ... ! ভালোবাসি ভালোবাসি শব্দটা জড়িয়ে থাকবে সারাদিন... ! ঘুম আসছে না বললেই- ঘুমা এখন মেসেজে শান্তি! গরম লাগছে খুব, লোডশেডিং...পাখা বাতাস কর না, বললেই-- দুষ্টুমিতে উত্তর- বাতাস করতে করতে যদি ...! যদি কি...? না থাক লজ্জা পাবি! একটু কিছু হলেই গালাগালি... আমিও ভাঙ্গবো থালি (থালা) ! অভিমানে আমি তাকে ধরে করাবো কান ধরে উঠ-বস, সে আমায় করবে ভালোবাসায় বশ! বেকুবের মত জন্মদিনের কথা ভুলে যাবে গাধাটা ... অভিমান শেষে রাতে তাকে ফোনের ওপাশ থেকে জড়িয়ে ধরে মনে করিয়ে দিলে --- ভালোলাগার আবেশে বুকে টেনে নিয়ে কানের কাছে মুখ নিয়ে বলবে- সরি রে গাধিটা! সকাল সকাল বললে কি হত শুনি? তাহলে তো এত কষ্ট পেতে হত না... !আর কিছু না থাকবে শুধু চুড়ি কিনে দেয়ার বায়না... হাঁদারামটা এই বায়না নিয়েই করবে যত বাহানা... ! মাঝরাতে বৃষ্টি হলেই ছাদে ভেজার আবদার ... ঘুম ঘুম চোখে গালি দিয়ে বলবে সে- মাথা খারাপ হয়েছে আমার...। তারপর-ই আবদারের ছলে ভিজিয়ে দেবে আমায়... কখনো কখনো মাঝরাতে জ্যোৎস্না দেখবো--- বলেই তাকে টেনেটুনে ছাদে নিয়ে যাবো... মাদুর বিছিয়ে পাশে বসে জ্যোৎস্নায় ভিজবো... পাজিটা অভিযোগ করতেই থাকবে-- ঘুমাতে দিস না কেন আমাকে? আমি বলবো- গান শোনা... তোর সব পচা গান শুনবো আজ... ! সে বলবে- ওকে, মুভি দেখার সময় যদি ঘুমিয়ে যাস, তাহলে কিন্তু তোর চোখে মরিচ দিয়ে দেবো...!আমি ইচ্ছে করেই ঘুমিয়ে যাবো... গাধাটা ডেকেডুকে ওঠাতে না পেরে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেবে... আলতো করে কপালে ভাললাগার চিহ্ন এঁকে দেবে... ! খেতে ইচ্ছে করে না শুনলেই পাজিটা কাছে টেনে বলবে- আয় আমি খাইয়ে দিচ্ছি... এরপর ভুলিয়ে ভালিয়ে আমাকে মাছ খাওয়াতে যাবে... আমি ইয়াক ইয়াক করে বমি করে দেবো... গাধাটা হতবিহবল হয়ে যাবে-- কি করবে বুঝে পাবে না...! তারপর আর কোনদিন মাছের কথা মুখে আনবে না... এরপর থেকে ভাত খেতে না চাইলে সে কাছে টেনে আদুরে বকাতে ভাত মাখাতে মাখাতে খাইয়ে দেবে... ! অফিস যাওয়ার আগে গাধাটার ফোন আসবে... শার্টের বোতাম নাই রে ... সেলাই করে দে না...? আমিও হুড়মুড় করে গাধাটার কাছে কল্পনায় চলে যাবো... বলবো এই দেখ- একদম তোর বুকের কাছে, সেলাই করে দিচ্ছি বোতামটা... আহ্‌ চিৎকার! উহু গাধাটাকে লাগেনি, লেগেছে আমার আঙ্গুলে... গাধাটা দেখি দেখি -- বলেই ব্যস্ত হয়ে যাবে... বকা দিবে... কি করিস তুই এভাবে? এত আনমনা কেন তুই? বলবো - তোর কাছে গেলে তো আমি এমন-ই হয়ে যাই...! মাঝে মাঝে ঘুম থেকে উঠেই মন খারাপ থাকবে... গাধাটার ফোন আসবে ঠিক তখন-ই! চুপ থাকবো... কিছু বলবো না... গাধাটা বুঝে ফেলবে... বলবে আচ্ছা, আজ কোন কাজ নেই, আজ সারাদিন তোর সাথে থাকবো! বল কি হয়েছে? বলবো না, বলেই গাল ফুলিয়ে থাকবো! না বললে- কি করে বুঝবো বল? এরপর আদুরে গলায় বলবো - আমাকে তোর একলা ঘরের সঙ্গী করবি... ছোট্ট একটা ঘর... ! এত্ত এত্ত ঘরের দরকার নেই! একটাই ঘর, ঘরের চারপাশটা শুধু নীলাকার হয়ে থাকবে! আর আর ঘরের সামনে একটা ঝুল বারান্দা থাকবে... তুই/ আমি প্রতিদিন সেই বারান্দায় বসে এক কাপ চায়ে হুড়োহুড়ি করবো... ! জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় ভাসবো... ! বৃষ্টি হলেই হাত বাড়িয়ে পানি নিয়ে ছিটাছিটি করবো...। তুই বাজার করবি টোনার মত আমি কোমরে শাড়ী পেঁচিয়ে তোর জন্য রাঁধতে বসবো... মাঝে মাঝে হাত পুড়িয়ে ফেলবো ... বকতে বকতে অস্থিরতায় তুই কেঁদে ফেলবি পোড়া হাত দেখে...।! কখনো আমি প্লেট ভাংবো তো কখনো তুই গ্লাস ভাংবি... ! কখনো তুই জুতা দিয়ে মারতে আসবি তো কখনো আমি অভিমান শেষে তোকে কান ধরে উঠ-বস করাবো! তোর অফিস যাওয়ার আগে-- শার্ট / প্যান্ট / জুতো সব এনে রাখবো... মুখে তুলে খাইয়ে দেবো... সারাদিন অপেক্ষা করবো... বিকেল হলেই হালকা সাজুগুজু করে বসে থাকবো... কলিংবেলের শব্দে চমকে উঠে হাসিমুখে দরজা খুলে দেবো... তুই অফিসের ব্যাগ ফেলে কোলে নিয়ে আমায় রুমে আসবি... বলবি- এখন আমি চা বানিয়ে আনছি ... ! আম তোর হাত ধরে বসিয়ে বলবো - তুই ফ্রেশ হয়ে নে... আমি আনছি ...। মাঝে মাঝে চুড়ি কেনার বায়না করবো... এখানে সেখানে বেড়াতে যাবো...। না আর কিছু চাই না... বাড়ী/ গাড়ী/ শাড়ী/ গয়না এটা সেটা নয় রে... শুধু একটু ভালোবাসা চাই... টোনাটুনির মত ছোট্ট একটা সংসার চাই... একটা জীবনে আর কি চাই... এই জীবনটা তোর সাথেই কাটুক তোর একলা ঘরের সংসারে তোর চাদনী বউ হয়ে ...?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: না আর কিছু চাই না... বাড়ী/ গাড়ী/ শাড়ী/ গয়না এটা সেটা নয় রে... শুধু একটু ভালোবাসা চাই... টোনাটুনির মত ছোট্ট একটা সংসার চাই... একটা জীবনে আর কি চাই... এই জীবনটা তোর সাথেই কাটুক তোর একলা ঘরের সংসারে তোর চাদনী বউ হয়ে ...?





শুভ কামনা এই ব্লগ সন্ত্রাসীটার জন্য ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহ অনেক ধন্যবাদ ভাইয়া!

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

ভূতের কেচ্ছা বলেছেন: :D :D :D :D :D :D :D =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভেংচান কেন কেচ্ছা ভাই?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইচ্ছে পূর্ণ হোক। শুভকামনা।

এইসব খুনসুটি, ভালোবাসাবাসির ইচ্ছে পড়ে মনে হলো, নিজের জন্য যখন কাউকে খুজবো সে যেন এমন হয়। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ! তাই না কি? শুভ কামনা রইল!

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

বাকি বিল্লাহ বলেছেন: নিজের জন্য যখন কাউকে খুজবো সে যেন এমন হয় ;) ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআ! তাই না কি? শুভ কামনা রইল!

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জ্বি, তাই। কার্বন কপি আছে নাকি? :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা... কি জানি কার্বন কপি আছে কি না...! আপনি খুঁজতে শুরু করুন, পেলে জানাবেন আমাকে কেমন?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

ঢাকাবাসী বলেছেন: ভয়ংকর চাওয়া, শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সে কি কেন?

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ইমিনা বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

এইসব খুনসুটি, ভালোবাসাবাসির ইচ্ছে পড়ে মনে হলো, নিজের জন্য যখন কাউকে খুজবো সে যেন এমন হয়। :)

......কবি দূর্জয় তাহলে ভাবা শুরু করেছে? এখন তো আর আমাদের বসে থাকা চলে না। অতি শিগগির এই পোস্টে বর্ণিত মেয়েকে ধরে নিয়ে আসবো :P

পোস্টে ভালোলাগা রেখে গেলাম আপু :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা এই পোস্টে বর্ণিত মেয়েটার কার্বন কপি... ! মেয়েটা না আপু... ভ্যা ভ্যা! তাড়াতাড়ি খুঁজুন ... একটা দাওয়াত পাবো তাহলে দুর্জয় ভাইয়ের কাছ থেকে! অনেক ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.