নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু আমার হওয়ার জন্য যে ছেলেটি সমস্ত বাঁধা ডিঙিয়ে ...
বাস্তবতার সাথে যুদ্ধ করে জয়ের হাসি দিয়ে
আমাকে জয় করে নিয়ে যাবার জন্য সামনে এসে দাঁড়ায়,
চোখ বন্ধ করেও ভরসা রাখার মত যে একটি জায়গা,
যে জায়গাতে আমাদের প্রেম সবকিছুর উর্দ্ধে,
যে মানুষটি পৃথিবীর সমস্ত শাঁকচুন্নির প্রেম থেকে
নিজেকে বের করে নিয়ে আসতে পারে, শুধুই আমার জন্য,
সেই তো ভাল প্রেমিক হওয়ার ইচ্ছে রাখে...
যদিও সে জানে... পথটা বড় কঠিন কিন্তু সে জানে,
তার কষ্টের সময় তাকে ছেড়ে যায়নি এই প্রেমিকাটি-ই!
প্রেম আসলে ভাল হতে পারে যদি এমন প্রেমিক পাশে থাকে...।
এমন ভাল এক প্রেমিকের জন্য হাজার বছর অপেক্ষা করা যায়...
এমন প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় সারাজীবন একাকী কাটিয়ে দেয়া যায়...!
এমন প্রেমিককে একটু বকাঝকা করা যায়,
আবার রাগ পড়ে গেলে তার কাছে নত হওয়া যায়!
এমন প্রেমিকের সাথে দিনে একশবার ঝগড়া করতে ইচ্ছে হয়
আবার মিলে যেতেও সময় লাগে না ।
কারণ এইসব প্রেমিক- প্রেমিকারা
সবসময় নিজেদেরকে হাসিখুশি রাখতেই ভালবাসে!
যদি কখনো উপচে পড়া রাগ দেখায় প্রেমিকা
সাথে সাথেই প্রেমিক বলে ওঠে- - ভালোবাসি তো পাগলী!
আয় এইবার শান্তি চুক্তি করি -চল !
এমন প্রেমিকের সাথে যেন কখনোই শান্তি চুক্তি না হয় !
এমন রাগারাগি/ ঝগড়াঝাঁটি চলুক সারাজীবন!
সেই ভাল প্রেমিক ফিরে আসুক সেই প্রেমিকার জীবনে!
যার সাথে কোন মুঠবার্তা নয়, চ্যাট নয়, ফোনালাপ নয়...
যে থাকবে চোখের সামনে সময়ে - অসময়ে
হুড়োহুড়ি/মারামারি/ খামচামি/ গুন্ডামি
আর ভালবাসাবাসির প্রনয়ে.........
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এটা ঠিক বলেছেন-মানুষের আবেগগুলি আজ নিয়ন্ত্রিত ... আর শুধু পকেট না, তা বোধকরি... মনের থেকে শরীরের দিকেই বেশি আগ্রহী করে তোলে আজকাল প্রেমে! হাহা খুঁজতে থাকুন ভাই--পেয়ে যাবেন আশা করি এন দোয়া রইল! ভাল থাকবেন!
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
নুরএমডিচৌধূরী বলেছেন: Appropriate
+++
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! ভাল থাকবেন!
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুঃসময়ে ছেড়ে যায়নি যে প্রেমিকা, প্রেমিকা তো খুবই ভালো তাইলে
সব সময় সামনে থাকলে সংসার চলবে?
প্রণয় হোক, খামচাখামচি হোক। দোয়া
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা প্রেমিকারা ভালই হয় বুঝলেন?
হহাহা ওটা তো একটা বাহানা!
হু খামচামি হোক, কান-ধরে উঠ-বস হোক, আর ভালোবাসায় বশ হোক প্রতিটি ভালোবাসা! শুভ কামনা আপনার জন্য! অই যে সেই লেখাটার মত কার্বন কপি প্রেমিকা পেয়ে গেলে কিন্তু বলতে ভুলবেন না! ভাল থাকুন!
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
সরদার হারুন বলেছেন: তোমার পুর্ব রাগ,অনুরাগ,মান-অভিমান ভরা লেখা পড়ে আমার আবার যে
ফিরে যেতে ইচ্ছে করে পেছনের দিকে কিন্তু;-
হারিয়ে গেছে সে কোন অন্ধকারে হায়
,তাই দীপ জ্বলেনা আমার ঘরে সন্ধ্রা বয়ে যায় ।
+++++++++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একবার চেষ্টা করেই দেখুন না-- অন্ধকারে আলো জ্বালাতে ... শুভ কামনা রইল! অনেক ধন্যবাদ এত্তগুলা + এর জন্য ভাইয়া!
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
পাগলী আর কারে বলে
একচোখে দেখে কি ভুবন দেখা যায়?
তুই কি সেই ছেলেটিকে দেখিসনি
যে প্রেমিকার জন্য সব ছেড়েছুরে নেমেছিল
সমাজ সংসার সব ভ্রুকুটি উপেক্ষা করে!
কি উন্মাতাল প্রেম ছিল অনুভবে!
নদী, আকাশ, বাতাস, জোছনা
সবে হিংসে করত এমন প্রেমিকের জন্য
তার এত্ত এত্ত অনুভব প্রকাশে শব্দরাও হুরোহুরি করত!
সকল নারী হারিয়ে গিয়েছিল এক নারীতে
মজনু বা পাগল বলতে যা বোঝায় সবটাই
শুধু প্রিয়ার চেহারা ভাসত সকল নারীতে
স্বপ্ন, খুনসুটি আর কেয়ারিং অতুলনীয়!
অথচ! নিয়তি নাকি নারীর অধোগতি
প্রবাসী সোনার হাসের গলায় মালা দিল মেয়েটি!
বুড়ো ভামে কি ক্ষতি- আছে দিনার! সোনা গয়না
বাড়ী ব্যাংক ব্যালেন্স! আর শূন্যতা পূরনে পরকিয়া!
হারিয়ে গেল মেয়ে-জ্যান্তেমরা হল ছেলে!
পারিসতো ঐ ছেলেটাকে খুজে নিস
আশেপাশেই পাবি-উস্কোখুস্কো চুল
রঙিন স্বপ্নের জীবন হারিয়েছে-মলিন পোষাকে
ভালবাসার দাম দিল পাগল হয়ে-তারজন্য আছি নাকি
স্বপ্নের মতো কোন প্রেমিকা????
টিপস :
কাউকে এত ভালবাসা দিওনা
যে নিজেই শূন্য হতে হয়!! হাতে থাকনা কিছু
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা থাকবে না কেন ভাইয়া, এমন প্রেমিকা? কেউ কেউ এভাবেই নিজেকে একদম শুন্য করে ভালোবাসে ......জানে সেখানে পাওয়ার কিছু নেই তবুও ভালোবেসে যায়...! অনেক ধন্যবাদ !
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লেগছে @ইপ্সি।
আর একটু যত্ন নিলে আরও চমৎকার হত।
কেমন আছেন ?
ভালো থাকবেন সবসময়
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধইন্না পাতা! আসলে আমার কোন কিছুই ঠিক ভালভাবে করা হয় না... মনে হল- লিখে ফেললাম... এডিট ও করি না ঠিকমত! হয়ত হতে পারতো আরো ভাল... আপনিও ভাল থাকবেন!
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর।++
কিন্তু তেমন মন ভরল না। আর ভাল কবিতা আশা করি আপনার কাছে।
শুভকামনা রইল।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হহাআহ + দিয়ে বলে মন ভরেনি! অক্ককে চেষ্টা করবো আরো ভাল কিছু দেয়ার! তবে পেছনে মনে হয় বেশ কিছু ভাল কবিতা আছে আমার! ভাল থাকবেন!
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কার্বন খোঁজার দায়িত্ব তো আপনাকে দিয়ে দিলাম। আমি তো বলছিলাম আপনার সন্ধানে আছি কিনা
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা ওক্কে খুঁজে দেখবো--- তবে আপ্নিও খুঁজুন আর পেলে কিন্তু সবার আগে আমাকে জানাবেন! ভাল থাকবেন!
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: কল্পনার প্রেমিক ধরা দেক বাস্তবে।
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রেমিক ধরা দিবে না ভাইয়া.........।! আপনিও ভাল থাকুন!
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
ফুলঝুরি বলেছেন: প্রেম ভালোবাসা এখন সার্্থে পরিনত হয়েছে।এমন প্রেমিকা আছে যে তার প্রেমিকের জন্য অনেক কিছুই করেছে বিপদে তার পাশে থেকেছে কিন্তু সেই প্রেমিক তার প্রেমিকার সব ত্যাগ ভুলে গিয়ে নিজেকেে নিয়ে ব্যস্ত এখন।এখন সেই প্রেমিক অন্যকিছু নিয়ে মত্ত। এমন প্রেমিক কে কি বলবেন আপনি?
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি বলবো ? সে আসলে কোন প্রেমিক-ই ছিলো না......... যে এমন কিছু করতে পারে, সে প্রতারক ছাড়া আর কি হতে পারে? ভাল থাকবেন!
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১
তুষার কাব্য বলেছেন: এমন রাগারাগি/ ঝগড়াঝাঁটি চলুক সারাজীবন!
হুড়োহুড়ি/মারামারি/ খামচামি/ গুন্ডামি
আর ভালবাসাবাসির প্রনয়ে.........
ঝাক্কাস প্রেম ....শুভকামনা....
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহা হু ঝাক্কাস! ভাল থাকুন!
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
রেজা এম বলেছেন: :> :> :>
০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভেংচি কেন?
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭
পলক শাহরিয়ার বলেছেন: আমার প্রেমিকার সাথে মিলে গেল অনেকটা আর আমার সাথেও কিছুটা...সমস্যা হলো সমাজ সংসারের যাতাকলে এমন প্রেম ধরে রাখাই বিশাল চ্যালেন্জ।
অনেক আবেক মেশানো কবিতা...প্লাস।
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ বেশ তো মিল! হু ঠিক বলেছেন- এটা বিরাট চ্যালেঞ্জ! শুভ কামনা রইল আপনাদের জন্য! ভাল থাকবেন! অনেক ধন্যবাদ !
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: "প্রেম" শব্দটাই এখন অনেক বেশী অচেনা লাগে। মানুষের আবগেগুলো এখন অনেক বেশী নিয়ন্ত্রিত। এখন প্রেমের চেয়ে পকেট-ই বেশী গুরুত্বপূর্ণ।
হমমম তবে আপানর ভাষ্যমত "প্রেমিকা" পেলে আরেকবার চেষ্টা করবো বৈ কি?! তেমন করো অপেক্ষাতেই আছি :#>
লিখার জন্য অনেক ধন্যবাদ।