নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অমন ছেলে আর ছেলের বাপ-মায়ের মুখে ঝাঁটা মারি......!

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

#কি রিকশাওয়ালা কি অফিসার আজ ও ৯৯% ছেলে আর ছেলের বাপ-মায়েরা মেয়ে আর মেয়ের বাপ-মা’কে অযথাই হেয় করে কথায় কথায়!
#কেস স্টাডি-১- আমার এক পরিচিত জনের মেয়ের বিয়েতে ছেলে পক্ষ এবং ছেলের পরিবার বিয়ের আকদ এ খুব-ই নিজেদের হাই-ফাই ফুটানি দেখালো, দেখে মনে হয়েছিল, না জানি তারা কতটা সোশ্যাল! একদম বিদায় অনুষ্ঠানের মত সব কিছুর আয়োজন হয়! কথা থাকে, বিদায় আরো ধুম-ধামে হবে! কিন্তু কাহিনী শুরু করে তারা পরে,বিয়ের ডেট আজ দেয় তো কাল! বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও তারা ফাইজলামি শুরু করে, এটা করবে তো ওটা করবে না, হলুদ করবে না, বৌভাত করবে না, ছেলে হলুদ মাখবে না, ছেলেকে মেয়ের বাবা- মা ফোন দিলে ঠিক মত কথা বলতে চায় না, এমন কি কতজন বরযাত্রী আসবে সেটাও তারা বিয়ের ১৫দিন আগে কনফার্ম করে বলে না, একবার বলে-৫০ তো একবার ১০০!এমন কি মেয়ের বাবা-মা’রা যে ধুম-ধামে সব কিছু করছে, সেখানেও যেন তাদের আপত্তি! ভেবে দেখে না, মেয়ের বাপ-মায়ের ও তাদের মেয়ের বিয়ে নিয়ে স্বপ্ন আছে! অথচ এই বদমাইশ গুলাই, যৌতুক নিবো না বলে কিন্তু মেয়ের বাপ-মা যখন ঘরের সব ফার্নিচার সহ যাবতীয় জিনিস পাঠায় তখন তা সুর সুর করে নিয়ে নেয়! শালা চশমখোর! ঝাঁটা মারি তোদের মুখে!
** আমি এখানে দোষ দেবো মেয়ের বাপ-মা’কে যারা নানা বিষয়ে মেয়ের বিদায়ের আগেই ছেলে পক্ষের কাছে হেয় হয়ে মেয়েকে সেই ঘরে পাঠায়, তারা কখনোই সত্যিকারের বাবা-মা হতে পারে না তারা শুধু কন্যাদায়গ্রস্ত পিতা-মাতা!

#কেস স্টাডি -২- এক ম্যাডামের বোনের বিয়ের আগে , সব কিছু ঠিক-ঠাক! পরের দিন পান চিনি হবে, তার আগের দিন ছেলে পক্ষ থেকে তার মা/ ভাই/ভাবী সহ মামী/ খালা আসে! মেয়েদের বাড়ী- ঘর দেখে সেই খালা/ মামীর মাথা ঘুরান্টি দেয় মনে হয়, উপস্থিত মেয়েদের বাড়ীর সবাই এটা বুঝতে পারে! যাক,ছেলের মামীর প্রশ্ন থাকে মেয়েকে উদ্দেশ্য করে- তুমি কি রান্না কর? মেয়ে বলে- হু আমি রান্না পারি, তবে সব সময় করিনা, কারন মা-ই রান্না করে, আমি মায়ের অনুপস্থিতিতে রান্না করি! ব্যস! মেয়ের অপরাধ এটাই! মেয়ের মামী/খালা ছেলের মা’কে বোঝায় মেয়ে তো রান্না করতেই চায় না! ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেস্তে যায়! বানানো আংটি আবার ফেরত যায় দোকানে!
**তৃতীয় পক্ষের কথায় যেসব ছেলে আর ছেলের পরিবার এভাবে বিয়ে ভেঙ্গে দেয় তারা জানোয়ার হতে পারে কখনোই মানুষ নয়!
#কেস স্টাডি-৩- পরিচিত এক আঙ্কেলের ছেলের বিয়েতে গিয়েছিলাম! মেয়ে পক্ষ খুব একটা সচ্ছল না! তারা তাদের যথাসাধ্য ভাবে বিয়ের আয়োজন এবং খাওয়া - দাওয়ার ব্যাবস্থা করে! কিন্তু খাওয়া শেষে দই দেয় বড় চামচ এর এক চামচ করে! এটা এমন কোন বড় ব্যাপার না কিন্তু সেই আঙ্কেলের এক ভাতিজা খাবার-টেবিলেই শুরু করে চিল্লা-চিল্লি! এমন হৈচৈ! বিয়ে ভেঙ্গে যায় এমন অবস্থা! এরকম ছোট-খাট বিষয়ে কত যে বিয়ে ভেঙ্গে যায় এবং কত অপমান যে মেয়ের বাপ-মা’কে সহ্য করতে হয় তা একমাত্র যাদের মেয়ে আছে তারাই জানে!
*** তাই বলছিলাম অমন ছেলে আর ছেলের বাপ-মা’য়ের মুখে ঝাঁটা মারি!

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন:




**তৃতীয় পক্ষের কথায় যেসব ছেলে আর ছেলের পরিবার এভাবে বিয়ে ভেঙ্গে দেয় তারা জানোয়ার হতে পারে কখনোই মানুষ নয়!




সম্পূর্ণ একমত




ভাল থাকুক ব্লগ সন্ত্রাসীটা।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

মেহেরুন বলেছেন: একদম ঠিক কথা।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ! ভাল থাকবেন!

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

আহলান বলেছেন: মেয়ের বাবা মা রাও এখন ছেলের ঢাকায় বাড়ি ঘর আছে কিনা জিজ্ঞাসা করে। যদি বলে নাই , তাহলে আর মেয়ে বিয়ে দিতে চায় না।
আবার প্রথমে খোজে সরকারী প্রথম শ্রেনীর কর্মকর্তা ... বয়স থাকতে থাকতে আর প্রাইভেট চাকুরেদের সিভিও পড়ে না .... পরে আস্তে আস্তে মেয়ের বয়স বাড়তে থাকলে তখন তাদের ডিম্যান্ড কমতে কমতে অখ্যাত কোম্পানীর মেডিকেল অফিসারে এসে ঠেকে .... সব দিকেই সমস্যা আছে ...

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু জানি ভাই মেয়ের বাবা- মা’ রা ছেলের বাড়ী ঘর + চাকরীর খোঁজ নেয়, কিন্তু ভেবে দেখেন তো এটা কেন নেয়? একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, সেই ছেলেটার যদি কাজ না থাকে, বেকার হয় তাহলে কি করে সেই ছেলে অই মেয়ের ভরণপোষণ করবে? আর একটা কাজ জানে না এমন মেয়েকে বিয়ে করে নিয়ে গেলেও কিন্তু সংসারের চাপে পড়ে সেই মেয়ে সব কাজ শিখে নিতে বাধ্য হয়, এবং তাকেই করতে হয়! কাজেই একাহ্নে ব্যাপারটা একটু আলাদাই বটে! হু সমস্যা সব দিকেই আছে, তবে মেয়েদের দিকে একটু বেশি-ই আছে ভাই!

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

ভিটামিন সি বলেছেন: বইনডি, আমার শ্বশুর যে আমার আর পুতুল বউয়ের বিয়ের দুই বছর পর একখানা কাঠের শুইবার আসন, একখানা থালা-বাসন রাখার আসন, আর একখান দুরদর্শন (ওইটার চাইতে বড় দুর দর্শন আমার ঘরে আগেই ছিলো) ৯০ কিমি দুর থেকে পিকআপ ভাড়া কইরা পাঠাই দিছে, তাইলে কি আমার উচিত ছিলো তা আবার ফিরাইয়া দেয়া? না রেখে দিয়ে শ্বশুরের দাতব্য জিনিসদুটির প্রতি সম্মান তথা শ্বশুরের প্রতি সম্মান দেখিয়েছি তা নিয়ে নিজেকে সুমানুষের পরিচয় দেয়া?? ফেরত পাঠাই দিলে আবার কইতো না যে অল্প কিছুুতে জামাইয়ের মন ভরে নাই, তাই পাঠাই দিছে? উত্তরটা দিয়েন কিন্তু?? ঢালাওভাবে সবাইকে মাপবেন না। এককেজিতে দুই-একটা দানা মাপের বাইরেও থাকে।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইজান, বিয়ের দু বছর পর যেটা দিয়েছে সেটাকে আর যাই হোক যৌতুক বলা যায় না, আবার আমি জানি এটা আপনি নিজে চান নি, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ছোট্ট উপহার হতেই পারে জামাইয়ের জন্য! আর আমি যা বলেছি তা বিয়ের আগের মানে বউ কে তুলে নিয়ে যাওয়ার আগের ঘটনা! ভাল করে পড়ে দেখেন, প্রথম ঘটনাটা কি ছিল! না ঢালাও ভাবে সবাইকে মাপছি না- তবে মেয়ের বাবা- মা’কে যে প্রতি পদে ছোট হতে হয় আজো ও এটা আপনি অস্বীকার করলেও আমি করবো না... কিন্তু! যাক, কেমন আছেন? পুতলি ভাবীটা কেমন আছে?

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

মাতাল প্রেমী বলেছেন: :D :D রাইট !

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

ছ্যাকামাইছিন বলেছেন: বালের পোস্ট

পুরা একতরফা
গদাম সহকারে মাইনাস

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি নিজেই তো একটা লবালছা! তাই সব কিছুতেই লবাই খুঁজেন! আজাইরা লবালছা কথা বলতে আসেন কেন এই জায়গায়? যত্তসব লবালছা পাব্লিক!

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: শুধু একদিকে বললেই ত হবে না আপু.....দু দিকেই প্রবলেম আছে এটা মানতে হবে ।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া প্রব দুদিকেই আছে, তবে আমাই যে ৩টি ঘটনা বলেছি তা কিন্তু খুব বেশি ঘটে, ঘটছে! এবং মেয়ের বাবা- মা’রা যে আজো ও ছেলের বাবা-মায়ের কাছে ছোট হয়ে থাকে এটা আপনি অস্বীকার করলেও আমি করবো না... !

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

নিয়ামুল ইসলাম বলেছেন: কিছুটা একতরফা হয়ে গেছে ঠিক কিন্তু অবাস্তব কিছুতো বলেননি। একটা ব্যপার হচ্ছে দেয়া নেয়া। ভিটামিন সি এর মন্তব্যের ক্ষেত্রে আমি বলতে চাই আপনি বিয়ের আগেই কঠোরভাবে না করে দেন, তাহলেইতো হয়। আর মেয়ের পরিবার এসব পাঠায় নিজের মেয়ে কে ওই ছেলের পরিবারে বড় করে দেখানোর জন্য। আবার কিছু ছেলের পরিবার আছে যারা কিছু পেয়েও খোটা দিয়ে কথা বলে, আমি এইসব পরিবারদের সোজা বাংলায় বলবো ফকিরনি পরিবার।

২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে সত্যি কথা বলতে কি- লেখার মুল বিষয় ছিল- মেয়ের বাবা- মা যে আজো ছেলের বাবা-মায়ের কাছে ছোট হয় সেটা! হু আমি যা বলেছি তার বিপরীতেও কিছু ঘটে কিন্তু তা হাতে- গোনা ভাইয়া!

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ভিটামিন সি বলেছেন: নিয়ামুল ভ্রাতাঃ ভিটামিন সি কামডা হইরালছে আরো ৪+ বছর আগেই। এখন আর বলাবলির কিছুই নাই্। শ্বশুর দিলে নিতেই হবে, না নিলে ডালে লবন কম হবে; তরকারিতে ঝাল বেশি হবে, রাতে দুই বালিশের মাঝখান দিয়ে ট্রেন যাইতে পারবে। দুই গালে ঢোল বাজানো যাবে। তার চেয়ে নেয়াই ভালো। নো কমেন্টস।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

নিয়ামুল ইসলাম বলেছেন: কন কি ভাই, মুই বিয়া কইরতান ন :-* :-*

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

রেজা এম বলেছেন: বিয়া করমু আর পন নিমুনা B-)) B-)) B-)) ।ঐডা কি হয় ??!!

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ছ্যাকামাইছিন বলেছেন: সত্য কইলাম দেইখা দেখি আপনের গা জ্বলে । নিজে আবাল টাইপ একতরফা বলবেন আর তারে বালের পোস্ট বললেই আপনের গা জ্বলে ।

গ্রো আপ
মুরগির আইকিউ নিয়া পোস্ট দিলে তো তা বালের পোস্ট হবেই ।

আপনার জন্য সমবেদনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.