নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষায় ছিলাম... সেই কবে থেকে ছড়ানো- ছিটানো নিঃসঙ্গতাগুলিকে কুড়িয়ে মুঠো ভরে বসে ছিলাম... আমাদের ভালোবাসার প্লাটফর্মে ... ! প্রিয় মানুষ নামক ট্রেনটার অপেক্ষায়...। রোদে পুড়েছি... শীতে কুকড়িয়ে গেছি ... তবুও প্লাটফরমের ভাললাগা নামক বেঞ্চটিতে এক কোণে বসেছিলাম রে পাগল... ! মাঝে মাঝে হেঁটে হেঁটে স্মৃতি নামক রাস্তাটায় একা চলেছি... এপাশ- ওপাশ করে বহুদূরে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে প্রিয় মানুষ নামক ট্রেনটার জন্য অনুভবের রেল লাইনে তাকিয়েছি... কিন্তু না... আসেনি সেই প্রিয় মানুষ নামক ট্রেনটা ভালোবাসার প্লাটফর্মে ফিরে আবার ...! আমি তো ভুলেই গিয়েছিলাম সেই ট্রেনটা কবেই এই প্লাটফর্মকে বাতিল করে দিয়েছে...।। ভালোবাসার প্লাটফর্মটা ভেঙ্গে ভেঙ্গে গেছে জায়গায় জায়গায় ... ভালোলাগার বেঞ্চটাতে ঘুণে ধরেছে... স্মৃতি নামক রাস্তাটা জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে... মায়া আর টানের স্টলটা একদম শুন্যের কোঠায় ফাঁকা পড়ে আছে... অনুভবের রেল লাইনটা কিভাবে কিভাবে যেন উপড়ে উপড়ে এদিক সেদিক পড়ে আছে... ! এত মজবুত একটা প্লাটফর্ম কিভাবে ভেঙ্গে গেল... বল তো? আস্ত একটা ট্রেন কিভাবে চোখের আড়ালে চলে গেল... সেই যে গেল আর ফিরে এলো না... একবারও মাঝ পথে গিয়ে দাঁড়ালো না... একটা হুইসেলের শব্দ শোনা গেল না... ! স্তব্ধতার মধ্য দিয়ে প্লাটফরমটি শুধু ঝক ঝকা ঝক শব্দ করে চলে যাওয়া ট্রেনটির দিকে তাকিয়ে রইল......।। ভেঙ্গে যাওয়া আর ঘুণে ধরা প্লাটফর্মটা ওভাবেই পড়ে রইল ... কান পেতে রইল পুউউউ ঝিক ঝিক শব্দ করে ট্রেনটির ফিরে আসার অপেক্ষায়......! জানি, যে যায় সে আর ফিরে না... ! তবে কি সেই ট্রেন এখন অন্য কোন প্লাটফর্মে ......? অবচেতন মন বলে দেয়... হতেই পারে না...! ট্রেনটি শুধু বহুদূরে গিয়ে নিজেকে আড়াল করে ফেলেছে......! কারনটা জানার বাইরে......।।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা ধইনা পাতা ভাইয়া! এডিট করে দিলাম! হু জানার বাইরে! একটু এলোমেলো, একটু ঝুট-ঝামেলা আর এখন বোনের বিয়ে নিয়ে বিজি তাই অনেকদিন আসিনি! আপনি কেমন আছেন?
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১
ইমতিয়াজ ১৩ বলেছেন: এই প্রথম অপূর্ণ রায়হান কমেন্ট করল কিন্তু লাইক দিল না।
প্রথম লাইক আমার পক্ষ থেকে।
আর আমার ব্লগিয় বোন এর জন্য: -
ঘটে যাওয়া জীবনের বাস্তব কারনগুলো আপনাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে, আমি জানি না ফেলে আসা বাস্তবতাটা আসলে কতটা মর্মান্তিক , তার পরেও বলবো সব, হুম সব ঝেড়ে ফেলুন যদিও তা অনেক কঠিন বা তারচেয়েও বেশী
ট্রেনের সাথে অতীত জীবনের সাদৃশ্য সমৃদ্ধ লেখায় আবারো ++++
ভাল থাকুক ব্লগ সন্ত্রাসী আমার বোন ঈপ্সিতা চৌধুরী
২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হহাহহা অনেক ধন্যবাদ ! কি বলবো বুঝতে পারছি না ভাইয়া! এত মায়া নিয়ে বোনকে কত কি বোঝান! কিন্তু এই মুহূর্তে আসলে কিছুই বলার নেই! দোয়া করবেন! আর সব সময় এভাবেই ভাইয়ের স্নেহে রাখবেন! ভাল থাকবেন!
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: কারণগুলো জানার বাইরেই থেকে যায়!
মজবুত*
কেমন আছেন ?
অনেক দিন ব্লগে ছিলেন না!