নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানি, আমাদের ধর্ম মতে বিয়েতে মেয়েদের জন্য দেন মোহরটা আল্লাহ্র তরফ থেকে নির্ধারিত করা হয়েছে (আমার জানা মতে, ভুল হওয়ার কথা না, যদি ভুল হয় শুধরে দিবেন?)! কিন্তু কিছু বদমাশ ছেলে আর ছেলের পরিবারেরা উল্টো মেয়ের বাপ-মা’য়ের কাছ থেকে যৌতুক নেয়ার সিস্টেম বের করেছে! এবং এমন ভাবে তারা এটা চালু করেছে যে, দেন মোহর দেয়ার বেলায়- বিয়ের রাতে বউ এর কাছে মাফ চেয়ে নিয়ে জোর জবরদস্তি (কেউ কেউ) করে সেটা মাফ করে নেয়! অথচ এরাই আবার যৌতুক নিতে গিয়ে চারানা পয়সা ছাড়ে না! এইখানে মাফের কোন চান্স নাই!
>পরিস্থিতি বিবেচনায় দেখা যায় যে- কিছু বাবা-মা কন্যাদায়গ্রস্ত অবস্থা থেকে মুক্তি পেতে মেয়ের বিয়েতে ছেলেরা যা চায় তা তাদের সর্বস্ব দিয়ে, দিয়ে দেয়, আবার কেউ কেউ আমার আছে, ছেলে কিছু দাবী না করলেও আমি আমার মেয়ের ঘর-বাড়ী সব সাজিয়ে দেবো, ছেলেকে অনেক কিছুই দেবো! দুটোই কিন্তু যৌতুকের পর্যায়ে পড়ে! (এজন্য মেয়ের বাবা-মায়েরাও কম দায়ী না! তবে সংখ্যায় তারা কম! )
>পরিস্থিতি বিবেচনায় মেয়েদের উপর নানা রকম অত্যাচারের কারনে এখন অনেক বাবা-মা-ই দেন মোহরটা বেশি করতে চায়, মেয়েটার সিকিউরিটির জন্য! যদিও চালাক ছেলে আর ছেলের বাপ-মায়েরা ছয় কে নয় করে এসব দেন মোহর শোধ করে না! কিন্তু ইদানিং এই দেন -মোহর নিয়ে অনেকে আপত্তি করছেন, মানে বেশি চাওয়া নিয়ে! তাহলে যৌতুকের বেলায় কেন আপনারা চারানা ছাড়তে রাজী নন?
>>যেটা আল্লাহ্র তরফ থেকে নির্ধারিত হয়ে এসেছে, (আমার জানা ভুল হলে শুধরে দিবেন) সেটাতে আপনাদের আপত্তি আর নিজেরা নিজেরা যৌতুক নামক ভিক্ষার থালা নিয়ে ফকিরের মত মেয়ের বাপ-মায়ের কাছে যান, তাও আবার কি রিকশাওয়ালা কি অফিসার আপনাদের ডিমান্ড দেখলেই মাথা ঘুরান্টি দেয় সেইটা নিয়ে মাথা ব্যথা কিংবা বিন্দু মাত্র লজ্জা নাই আপনাদের !!!!!!! আজিব কারবার!
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা। কমেন্ট করছি পরে।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: সম্পূর্ণ একমত, কিন্তু মেয়ের বাবা -মা যদি খুশি হয়ে ছেলেকে কিছু দিয়ে দেয় তা তে কোন দোষ নেই। তবে ছেলে পক্ষ যদি এ রকম পরিস্থিতি সৃষ্টি করে তবে সেটা খুবই নিন্দনিয়।
ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭
ছ্যাকামাইছিন বলেছেন: আপনার পুরুষ বিদ্বেষী মনোভাব চোখে পড়ার মতো ।
এন্ওিয়ে , যৌতুক দেয়া বা নেয়া দুইটাই শাস্তিযোগ্য ।
তবে মেয়ের পরিবারেরও এক্ষেত্রে বড় ভুমিকা নেয়া উচিত । ভালো পাত্র হলেই ঝাপিয়ে না পড়ে দেখেশুনে বিয়ে দেয়া উচিত ।
মেয়েরাও অনেকটা ছ্যাবলা ক্ষেত্র বিশেষে
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
শাহ আজিজ বলেছেন: একজন মেয়েকে বাসর রাতের আগেই তার দেন মোহরানা শোধ করতে হবে !!! নারী কিন্তু এখানেই নিজেকে পন্য বানিয়ে ফেলছে নিজের অজান্তে । তার আবার নারী স্বাধীনতা ও সম অধিকারও চাই। সাংঘর্ষিক ব্যাপার আর কি। মোহরানা প্রাচীন ব্যাপার এবং ধর্মীয় বিধি বিধানে পরিপূর্ণ। একজন কর্মী নারীর মোহরানা দরকার হয়না কারন সে স্বাবলম্বী তেমনি উভয় পাত্র ও পাত্রি কর্মক্ষম । আরবিয়দের মেয়ে বিক্রির বন্দোবস্তটা এই আধুনিক সমাজে বাতিল করা উচিত।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫
কলমের কালি শেষ বলেছেন: বিয়েতে মেয়েদের থেকেতো কিছু নেওয়াই যাবে না উল্টো শরিয়ত মতে দেওয়ার নিয়ম আছে । কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা কুসংস্কারের জন্যই এসব অখাদ্য কাজ এখনো চলছে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
নিলু বলেছেন: বলেছেন যে বিয়ের রাতে , তা হবে বাসর রাতে , কিছু কিছু ছেলেরা দেন মহরানা মাফ চেয়ে নেয় তবে সংখাগরিষ্ঠ ছেলেরা তো আর এসব করে না তাই সমাজে তো কিছু বাজে ছেলে/মেয়ে থাকবেই সুতারাং চিন্তার কোনও কারন নেই এবং ছেলেমেয়েরা বর্তমানে সমান অধিকার তাই মেয়েদের ক্ষমতা তো কম নয় সুতারাং ভয়ের কোনও কারন নেই , দেন মহরানা নগদ শোধ করতেই হবে নতুবা নিস্তার নেই ছেলেদের । বাঁচাও কে আছেন ।