নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি... ভালোবাসি ... আজো ভালোবাসি রে ফকিরটা! আমার মত করেই ভালোবাসি!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

অভিমান হচ্ছিল... প্রচন্ড অভিমান... দিলাম যোগাযোগের সব পথ বন্ধ করে

যদিও ফাঁক- ফোঁকর থেকে গেছে কোথাও একটা... ওটা থেকে যায়...কষ্ট হলেও ঐ ফাঁকফোকর থেকে যায়... কোন একদিন দুজনের কেউ না কেউ সেই ফাঁকফোকরে উঁকি মারি...

এটা হর- হামেশা ঘটে আসছেই... আমি জানি সব ফাঁকফোকর বন্ধ করে লাভ নাই...হাঁদারাম উহু হাঁদারাম না এক্কেরে হারামী...

সে চুপ চাপ চেয়ারে মাথা এলিয়ে নির্লিপ্ত ভাবে সিগারেট ফুঁকতে থাকবে...কে অভিমান করেছে, কেন করেছে, না কি সব পথ বন্ধ হয়ে গেছে এইসব নিয়ে তার কোন মাথা ব্যাথা নাই...

অভিমানে ঠোঁট ফুলিয়ে খুব কাঁদছিলাম ... ঠিক সেদিনের মত যেদিন হারামীটা ভালবাসি বলে কাছে টেনে নিয়েছিল...!

ফোনের এক প্রান্তে থাকা এই মানুষটা তখন হেসেই চলছিল... আর আমি কাঁদছিলাম ...মনে হচ্ছিল চারপাশে থাকা ঘরের সব জিনিসগুলিও কাঁদছিল ... মনে হচ্ছিল... মারা যাচ্ছি...

এত্ত এত্ত সুখ তবুও এ কেমন অনুভূতি ?

সেদিনের মত করে কেন যে বলতে পারছি না অভিমানী সুরে তার খুব কাছে গিয়ে-

“ কেন এমন করলি? কেন ভালবাসিস না? জানি ওপাশে থাকা মানুষটা অনেক বেশি নির্লিপ্ত আজ এসব ব্যাপারে!

সে খুব সহজেই বলে দিতে পারে-“ আসলে ওসব ব্যাপারে আমার বলার মত কোন ভাষা জানা নেই”!

কি মনে করে কিছু পথ বন্ধ করে...লিখতে বসলাম ...।

বিল্লি টিকটিকিটা,

সবকিছু এভাবে বদলে যাবে, ভাবি না তা!

ভালোবাসা ব্যাপারটাই এমন অদ্ভুদ না কি আমরা মানুষগুলা অদ্ভুদ বোঝা মুশকিল...!অনেক ভেবে যে পথে পা বাড়িয়েছিলাম, মাঝ পথে এসে সেই পথটাকে

জটিল করে দিয়ে একজন ভিন্ন পথে চলে গেল... আমি জানি তোর দেয়া হাজারটা উদাহরণ এখন আমি সামনে দিলেও তুই সে গুলি মানবি না... বলবি না ভালোবাসি !

অথচ একদিন এইসব উদাহরণ দিয়েই তুই এই পথটার সূত্রপাত করেছিলি...!

আজ সেসব বেমালুম ভুলে না - এড়িয়ে গেলি...

আমার সব সময় মনে পড়ে আমাদের কাছে আসার কথা...

বৃষ্টিতে কিভাবে তুই আমার চোখে ডুব দিতি সেই সব বৃষ্টি ভেজা রাতের কথা...একসাথে আইস্ক্রিম খাওয়ার কথা... এক কাপ চায়ে হুড়োহুড়ি করা... আরো কত কি...!

এগুলোকে আমি স্মৃতি বলি না...



কারন প্রতিনিয়ত আমি সেইসব সুখ সুখ সময়ে ভেসে ভেসে কষ্টে কষ্টে ডুবি...যে মুগ্ধতা তোকে ঘিরে সব সময় ছিল... সেই মুগ্ধতায় আমি আজো ভেসে চলি... !

ভালোবাসি...ভালোবাসি ... আজো ভালোবাসি রে ফকিরটা! আমার মত করেই ভালোবাসি!

তোর হাজারটা শাঁকচুন্নি আর কটকটি বেগমদের মত

জিএফ নামক দেখানো ভালোবাসা কিংবা সস্তা ভালোবাসা না এটা...এই ভালোবাসা একজন প্রেমিকার...

যে শুধু প্রেমিকার মত ভালোবেসে গেছে... বিনিময়ে তাকে শত লাঞ্ছনা সইতে হয়েছে! চলে যাচ্ছি... চলে গেছি বলবো না ... আড়ালে থেকেও খুব কাছে আছি...

চাইলেই ধরতে পারবি না কিন্তু অনুভব করতে পারবি...

ছায়ার মতই আছি তোর আশে-পাশে! মনে রাখতে বলবো না...

তবে ভাল থাকিস সব সময়......

তোর বিলাই লক্ষী পেত্নীটা !

(আচ্ছা পেত্নীরা আবার লক্ষী হয় না কি রে? হাহহা! )

সবকিছু কেমন ঝাপসা লাগছে... চশমাটা দিয়ে কিছুদেখতে পাচ্ছি না...নিজেকে সামলানো ...

এলোমেলো অবস্থা কাটিয়ে ওঠা...

তা কি আর হবে...? জানি না...!





মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

মাহবু১৫৪ বলেছেন: যে শুধু প্রেমিকার মত ভালোবেসে গেছে... বিনিময়ে তাকে শত লাঞ্ছনা সইতে হয়েছে! চলে যাচ্ছি... চলে গেছি বলবো না ... আড়ালে থেকেও খুব কাছে আছি...
চাইলেই ধরতে পারবি না কিন্তু অনুভব করতে পারবি...
ছায়ার মতই আছি তোর আশে-পাশে! মনে রাখতে বলবো না...


ভালবাসার পূর্ণতা আসে তখনই যখন ২ জন ২ জনকে অনেক ভালবাসতে পারে। সেটা প্রকাশ করতে পারে। এটা ঠিক যে, কেউ কারো মত করে ভালবাসতে পারে না। মানে, অনুকরণ করে না। তবে একতরফা ভালবাসাকে সেভাবে ভালবাসা বলা যায় না। ভালবাসার মুল্যটাই যদি কেউ না বুঝলো তবে তা কিসের ভালবাসা?

পোস্টে +++

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটা ঠিক! অনেক সুন্দর করে বলেছেন! আর অনেক ধন্যবাদ !

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,





তীব্র ভালোবাসার গাঢ় রসে ভেজানো লেখা । ভিজে ওঠা হৃদয় তাই শীতের রসে ভাজা পিঠের মতো ফুলে ওঠে ...... ফুলে ওঠে অভিমানে ।


ভালোবাসা ব্যাপারটাই এমন অদ্ভুৎ .... কি থেকে যে কি হয়...............

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া! ভালোবাসা ব্যাপারটাই অদ্ভুদ...... কি থেকে কি হয়ে যায়...।বলা যায় না!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ভুল্কিস বলেছেন: চখে পানি ছলি আসিলু :((

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহহা পানি মুছে ফেলুন! ভাল থাকুন!

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

আল মামুন ১৯৮৭ বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কাঁদছেন কেন এত?

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

ছ্যাকামাইছিন বলেছেন: ন্যাকমি পোস্ট ।

কোন অরিজিনালিটি নাই । মৌলিক কিছু লিখুন , এইসব পুরানা হইয়া বাসি হইয়া গেছে ।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি লিখুন না... ! আপনাকে কেউ মানা করেছে না কি? না কি ঘিলু নাই মাথায়? তাই আজাইরা আমার পোস্টে ক্যাচাল করতে আসেন?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: কষ্ট হলেই পিছনের এই বাস্তবতাটাকে ভুলে যান।






ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক কিছুই ভোলা যায় না ভাইয়া! আর কিছু বলতে পারছি না!

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

পাঠকদের কান্দানোর প্লান দেখা যায় :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি যদি কাইন্দা থাকেন তাহলে বুঝুম-- সত্যি কইছেন... নাইলে সব মিছা কথা হু!!!

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

ছ্যাকামাইছিন বলেছেন: সমালোচনা সহ্য করতে শেখেন ।
আর যারা এইখানে মন্তব্য করতেছে তাদের বেশিরভাগই তাদের মনের কথা বলতেছে না ।

আমি যেইটা বললাম সেইটা সত্য কথা ।

সত্য কইতে ডরে না বীর

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

সুস্মিতা গুপ্তা বলেছেন: আহমেদ জি এসের মত করেই বললাম ভালোবাসা ব্যাপারটাই এমন অদ্ভুৎ ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.