নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার ৫ টাকার পিকনিক... থার্টি ফার্স্ট নাইটের......

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

>শুধু ছোটবেলায় না বেশ বড় বেলাতেও আমরা মাত্র ৫ টাকা চাঁদা দিয়ে (শুধু মাছ/ মাংস/ ডিম কেনার টাকা) বাড়ী বাড়ী থেকে চাল/ ডাল/নুন/তেল/মরিচ/ পেঁয়াজ / হলুদ/ খড়ি যা যা লাগে তা ডালিতে করে সংগ্রহ করে আমাদের বাগান বাড়ীতে (যেখানে এখন আমাদের বাড়ী) পিকনিক খেতাম...! সেই পিকনিকের মজাই ছিল আলাদা... হৈ- হুল্লোড় আর উল্লাসে বিকেল থেকে চলতো রান্না-বান্নার আয়োজন ... এরপর নাচা-গানা তারপর খানাপিনা......... ! !
> হু এবারো খেলাম সেই ছোটবেলার মত করে, তবে একটু ব্যাতিক্রম, এবার চাঁদা ১০ টাকা বেশির ভাগ খাবার বাসার, আর বাকি নাস্তা সহ শীতের পিঠা কিনেছি অই ১০ টাকা চাঁদা দিয়ে...! !
> সবাই রাতে উল্লাস করবে আর আমরা বিকেল থেকে উল্লাস করলাম... এরপর রাতে তো আছেই......
>তবে এই ২০০/ ৩০০ টাকা দিয়ে পোলাও/ রোস্ট হাবিজাবি খাওয়ার থেকে আমাদের এই নাস্তা পিকনিক কিন্তু একেবারেই মন্দ হয়নি...।। ও হ্যাঁ ... আসলে সপ্তাহ ধরে বোনের বিয়ের খাওয়া এখনো হজম হয়নি তাই আমরা এবার অই পোলাও/ ফোলাও/ রোস্ট/ ফোস্ট এর দিকে গেলাম না.........
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা......।।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।

পিকনিক এর নতুন ধারনা পেলাম। আর ছোট বোন এর বিয়ে শেষ, শুকরিয়া।


এবার নিজের টা সেরে ফেলুন।



ভাল থাকুক ঈপ্সিতা চৌধুরী

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:  হাহহহা ধইন্না পাতা ভাইয়া! নিজেরটা মনে হয় অই পারে হবে! আপ্নিও ভাল থাকুন! আর ভাইয়ের স্নেহের এভাবেই বেঁধে রাখুন!

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

শাহরীয়ার সুজন বলেছেন: এতো খাওয়ার গল্প শুনিয়ে,শেষে আমাদেরকে খালি মুখে নববর্ষের শুভেচ্ছা জানালেন। বিষয়টা কেমন যেন একটু ইয়ে হয়ে গেলোনা।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:  হাহহহাহা ওকে অনেক অনেক মিষ্টির শুভেচ্ছা? চলবে?

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬

অপ্রতীয়মান বলেছেন: ছোটবেলার সময়গুলিই ভিন্ন রঙের ছিল। তখন এমন অনেক কিছুই করেছি যা এই বয়সে কিংবা এই সময়ে করা সম্ভব হয় না আর। আপনার "পিকনিক" আয়োজন দেখে মজা পেলাম।

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেলাম.....

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:  আহহহাহ! হু ঠিক বলেছেন! তবে আমরা এখনো কিছু কিছু কাজ সেই ছোটবেলার মত করে, করে মজা করি! আপনাকেও শুভেচ্ছা! ভাল থাকুন!

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২০

অপূর্ণ রায়হান বলেছেন:






হ্যাপি নিউ ইয়ার !:#P

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন:  ধইইনা পাতা! কেমন আছেন? আপনাকেও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.